ETV Bharat / state

ভিড় এড়াতে বাজারে ব্যারিকেড বসানোর সিদ্ধান্ত মেয়রের

লকডাউন না মেনেই এখনও অনেকে বাজারে ভিড় করছে ৷ এই ভিড় এড়াতে বাজারের দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হবে । এবং একসঙ্গে সবাইকে বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না । অল্প কয়েকজনকে প্রথমে বাজারে প্রবেশ করানো হবে । তারা বাজার করে বেরিয়ে এলে , আবার কয়েকজনকে বাজারে ঢোকানো হবে । এমনটাই জানান মেয়র ফিরহাদ হাকিম ৷

Kolkata Municipal Corporation
ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 7, 2020, 9:23 PM IST

কলকাতা , 7 এপ্রিল : দেশের সঙ্গে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । কোরোনার সংক্রমণ প্রতিরোধ করতে লকডাউনের ঘোষণা করে সরকার । কিন্তু সেই লকডাউন মানছে ক'জন ? সকালে বিভিন্ন বাজারগুলিতে মানুষের উপচে পড়া ভিড় এখনও নজরে পড়ছে । লকডাউন অমান্য করে বেপরোয়া হয়ে মানুষ রাস্তায় ঘুরছে। সামাজিক দূরত্ব বজায় না রেখে বাজার করছে । সরকারের হাজার প্রচেষ্টা সত্ত্বেও সচেতন নয় আমজনতা‌ । তাই বাজারগুলির উপরেও আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পৌরনিগম । আজ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন বাজারে ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যারিকেড বসানো হবে।


প্রত্যেক বাজারে এবার থেকে নিয়মিত মাইকিং করা হবে । প্রতিনিয়ত সাধারণ মানুষকে সাবধান করা হবে ৷ বেশিরভাগ দোকানেই গোল মার্কিং করে দেওয়া হয়েছে । যেসব দোকানগুলিতে মার্কিং নেই সেগুলিতেও গোল মার্কিং করে দেওয়া হবে । এবার বাজারের দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হবে । এবং একসঙ্গে সবাইকে বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না । অল্প কয়েকজনকে প্রথমে বাজারে প্রবেশ করানো হবে । তারা বাজার করে বেরিয়ে এলে , আবার কয়েকজনকে বাজারে ঢোকানো হবে । ভিড় এড়াতে এখন থেকে একসঙ্গে বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না । ভিড় এড়াতে পুলিশ যেমন শহরের বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছিল , সেইরকমভাবেই নজরদারি চালাবে বাজারগুলিতে ।

মেয়র ফিরহাদ হাকিম বলেন , "বেশিরভাগ মানুষ মানলেও , কয়েকজন এখনও বেপরোয়া হয়ে ঘুরছেন । তাই মুখ্যমন্ত্রীর কোরোনা নিয়ে যে বার্তা , তা আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে । মানুষকে সতর্ক হতে হবে ৷ কারণ কোরোনাভাইরাস কোন মানুষের শরীরে আছে , তা বাইরে থেকে দেখে বোঝা যায় না ৷ তাই প্রত্যেককে নিজেকেই সতর্ক থাকতে হবে ।"

কলকাতা , 7 এপ্রিল : দেশের সঙ্গে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । কোরোনার সংক্রমণ প্রতিরোধ করতে লকডাউনের ঘোষণা করে সরকার । কিন্তু সেই লকডাউন মানছে ক'জন ? সকালে বিভিন্ন বাজারগুলিতে মানুষের উপচে পড়া ভিড় এখনও নজরে পড়ছে । লকডাউন অমান্য করে বেপরোয়া হয়ে মানুষ রাস্তায় ঘুরছে। সামাজিক দূরত্ব বজায় না রেখে বাজার করছে । সরকারের হাজার প্রচেষ্টা সত্ত্বেও সচেতন নয় আমজনতা‌ । তাই বাজারগুলির উপরেও আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পৌরনিগম । আজ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন বাজারে ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যারিকেড বসানো হবে।


প্রত্যেক বাজারে এবার থেকে নিয়মিত মাইকিং করা হবে । প্রতিনিয়ত সাধারণ মানুষকে সাবধান করা হবে ৷ বেশিরভাগ দোকানেই গোল মার্কিং করে দেওয়া হয়েছে । যেসব দোকানগুলিতে মার্কিং নেই সেগুলিতেও গোল মার্কিং করে দেওয়া হবে । এবার বাজারের দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হবে । এবং একসঙ্গে সবাইকে বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না । অল্প কয়েকজনকে প্রথমে বাজারে প্রবেশ করানো হবে । তারা বাজার করে বেরিয়ে এলে , আবার কয়েকজনকে বাজারে ঢোকানো হবে । ভিড় এড়াতে এখন থেকে একসঙ্গে বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না । ভিড় এড়াতে পুলিশ যেমন শহরের বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছিল , সেইরকমভাবেই নজরদারি চালাবে বাজারগুলিতে ।

মেয়র ফিরহাদ হাকিম বলেন , "বেশিরভাগ মানুষ মানলেও , কয়েকজন এখনও বেপরোয়া হয়ে ঘুরছেন । তাই মুখ্যমন্ত্রীর কোরোনা নিয়ে যে বার্তা , তা আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে । মানুষকে সতর্ক হতে হবে ৷ কারণ কোরোনাভাইরাস কোন মানুষের শরীরে আছে , তা বাইরে থেকে দেখে বোঝা যায় না ৷ তাই প্রত্যেককে নিজেকেই সতর্ক থাকতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.