ETV Bharat / state

নারদকাণ্ডে ED-র তৎপরতা, খুশি ম্যাথু স‍্যামুয়‍েল

গতকাল তৃণমূলের পাঁচজন নেতা- নেত্রীকে নোটিস পাঠানো হয় ED-র তরফে । নোটিস পাঠানো হয়েছে সাসপেন্ডেড IPS অফিসার সৈয়দ মোস্তাফা হোসেন মির্জ়াকেও ৷ তাঁদের প্রত্যেককে নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব, আয়-ব্যয়ের নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে ম্যাথু স্যামুয়েল জানান, ED-র তৎপরতায় তিনি খুশি ৷

mathew samuel
ম্যাথু স‍্যামুয়‍েল
author img

By

Published : Aug 26, 2020, 9:53 AM IST

কলকাতা, 26 অগাস্ট : নারদকাণ্ডে 6 জনকে নেতা-মন্ত্রী নোটিস । পাশাপাশি তাঁদের প্রত্যেককে নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব, আয়-ব্যয়ের নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । নোটিস পাঠানো হয়েছে সাসপেন্ডেড IPS অফিসার সৈয়দ মোস্তাফা হোসেন মির্জ়াকেও । ED (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র এই তৎপরতায় খুশি ম্যাথু স্যামুয়েল ।

দিন কয়েক আগে নারদকাণ্ডে নোটিস পাঠানো হয় মুকুল রায়কে । তাঁকে পারিবারিক সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব, ব্যাঙ্ক স্টেটমেন্ট 7 দিনের মধ্যে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে । তারপরই গতকাল তৃণমূলের পাঁচজন নেতা- নেত্রীকে নোটিস পাঠানো হয় । ED সূত্রে খবর এমনই । এই পাঁচ নেতা-নেত্রী হলেন সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, আফরিন অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী এবং কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় । একইসঙ্গে নোটিস পাঠানো হয় সাসপেন্ডেড IPS মির্জ়াকেও । তাঁদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তির হিসেব, ব্যাঙ্ক স্টেটমেন্ট ও আয়-ব্যয়ের হিসেব 5 দিনের মধ্যে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে । বিধানসভা ভোটকে সামনে রেখে ফের তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনই গুঞ্জন রাজনৈতিক মহলে ৷

ED-র তৎপরতায় খুশি ম্যাথু স্যামুয়েল

যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতায় খুশি নারদ কর্তা ম্যাথু ৷ বলেন, "অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ED । তাঁদের নোটিস পাঠানো হয়েছে । এতদিনে তদন্তের চাকাটা ফের গড়াতে শুরু করেছে । আশা করা যায় এবার বিচার হবে ৷ দিন কয়েক আগে দিল্লির কোর্টে এমনই ন্যায় মিলেছে ।"

উল্লেখ্য, কুড়ি বছর আগে ম্যাথু স্যামুয়েলের করা স্ট্রিং অপারেশনের জেরে অভিযুক্ত হন একসময়ের সমতা পার্টির প্রধান জয়া জেটলি । প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত এক দুর্নীতির মামলায় 14 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে CBI-এর বিশেষ আদালত । জয়ার সহযোগী গোপাল পাচারওয়াল এবং অবসরপ্রাপ্ত মেজর জেনেরাল এসপি মুরগাইকেও একই মামলায় দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । তিনজনকেই 1 লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে ।

কলকাতা, 26 অগাস্ট : নারদকাণ্ডে 6 জনকে নেতা-মন্ত্রী নোটিস । পাশাপাশি তাঁদের প্রত্যেককে নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব, আয়-ব্যয়ের নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । নোটিস পাঠানো হয়েছে সাসপেন্ডেড IPS অফিসার সৈয়দ মোস্তাফা হোসেন মির্জ়াকেও । ED (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র এই তৎপরতায় খুশি ম্যাথু স্যামুয়েল ।

দিন কয়েক আগে নারদকাণ্ডে নোটিস পাঠানো হয় মুকুল রায়কে । তাঁকে পারিবারিক সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব, ব্যাঙ্ক স্টেটমেন্ট 7 দিনের মধ্যে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে । তারপরই গতকাল তৃণমূলের পাঁচজন নেতা- নেত্রীকে নোটিস পাঠানো হয় । ED সূত্রে খবর এমনই । এই পাঁচ নেতা-নেত্রী হলেন সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, আফরিন অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী এবং কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় । একইসঙ্গে নোটিস পাঠানো হয় সাসপেন্ডেড IPS মির্জ়াকেও । তাঁদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তির হিসেব, ব্যাঙ্ক স্টেটমেন্ট ও আয়-ব্যয়ের হিসেব 5 দিনের মধ্যে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে । বিধানসভা ভোটকে সামনে রেখে ফের তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনই গুঞ্জন রাজনৈতিক মহলে ৷

ED-র তৎপরতায় খুশি ম্যাথু স্যামুয়েল

যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতায় খুশি নারদ কর্তা ম্যাথু ৷ বলেন, "অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ED । তাঁদের নোটিস পাঠানো হয়েছে । এতদিনে তদন্তের চাকাটা ফের গড়াতে শুরু করেছে । আশা করা যায় এবার বিচার হবে ৷ দিন কয়েক আগে দিল্লির কোর্টে এমনই ন্যায় মিলেছে ।"

উল্লেখ্য, কুড়ি বছর আগে ম্যাথু স্যামুয়েলের করা স্ট্রিং অপারেশনের জেরে অভিযুক্ত হন একসময়ের সমতা পার্টির প্রধান জয়া জেটলি । প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত এক দুর্নীতির মামলায় 14 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে CBI-এর বিশেষ আদালত । জয়ার সহযোগী গোপাল পাচারওয়াল এবং অবসরপ্রাপ্ত মেজর জেনেরাল এসপি মুরগাইকেও একই মামলায় দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । তিনজনকেই 1 লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.