ETV Bharat / state

দুর্গাপুজোর 5 দিন শহরজুড়ে মাস্ক বিলি করবে কলকাতা পৌরনিগম - ফিরহাদ হাকিম

হাইকোর্ট যা রায় দেবে তা আমরা মেনে নেব । তবে, মানুষকে সচেতন থাকতে হবে ৷ কারণ কোরোনা হলে মানুষের যেমন কষ্ট তেমন প্রশাসনেরও অসুবিধা । বললেন ফিরহাদ হাকিম।

kmc_puja
ফিরহাদ হাকিম
author img

By

Published : Oct 22, 2020, 8:33 AM IST

কলকাতা, 22 অক্টোবর : উৎসবের মরশুমে কোরোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে । তাই দুর্গাপুজোর ক'দিনের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । আগামী পাঁচদিন শহরজুড়ে 5 লাখ মাস্ক বিতরণ করবে তারা । মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "আগামী পাঁচদিন কলকাতা পৌরনিগম বিভিন্ন এলাকায় ও মণ্ডপে মণ্ডপে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করবে । শুধু তাই নয়, শহরজুড়ে শুরু হয়েছে জীবাণুনাশক স্প্রে করার কাজ । শহরজুড়ে পৌরনিগমের দু'টি গাড়ি জীবাণুনাশক স্প্রে করছে ।"

এর পাশাপাশি প্রত্যেকটি বোরো অফিস থেকে এলাকায় এলাকায় জীবানুনাশক স্প্রে করা হচ্ছে । ফিরহাদ হাকিম বলেন, " কলকাতা পৌরনিগমের সেফ হোমগুলি খালি রয়েছে । পর্যাপ্ত বেড রয়েছে সেখানে। পুজোর পর শহরে সংক্রমণ বৃদ্ধি পেলে যাঁরা চাইবেন তাঁরাই এই সেফহোমে গিয়ে থাকতে পারেন । কোরোনার সংক্রমণ মোকাবিলায় পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করেছে কলকাতা পৌরনিগম ।" এর পাশাপাশি কলকাতা পৌরনিগমের প্রচার গাড়ি শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষকে সচেতন থাকার আবেদন জানাচ্ছে । দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক ব্যবহার করার কথা বলছে ।

শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ফিরহাদ বলেন, "হাইকোর্ট যা রায় দেবে তা আমরা মেনে নেব । তবে, মানুষকে সচেতন থাকতে হবে ৷ কারণ, কোরোনা হলে মানুষের যেমন কষ্ট তেমন প্রশাসনেরও অসুবিধা । তবে কিছু মানুষ এই সময়ে উপার্জন করে । সেইসব মানুষের কথা ভেবে সাবধানতার সঙ্গে কোর্টের নির্দেশ মেনে চলতে হবে ।"

কলকাতা, 22 অক্টোবর : উৎসবের মরশুমে কোরোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে । তাই দুর্গাপুজোর ক'দিনের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । আগামী পাঁচদিন শহরজুড়ে 5 লাখ মাস্ক বিতরণ করবে তারা । মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "আগামী পাঁচদিন কলকাতা পৌরনিগম বিভিন্ন এলাকায় ও মণ্ডপে মণ্ডপে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করবে । শুধু তাই নয়, শহরজুড়ে শুরু হয়েছে জীবাণুনাশক স্প্রে করার কাজ । শহরজুড়ে পৌরনিগমের দু'টি গাড়ি জীবাণুনাশক স্প্রে করছে ।"

এর পাশাপাশি প্রত্যেকটি বোরো অফিস থেকে এলাকায় এলাকায় জীবানুনাশক স্প্রে করা হচ্ছে । ফিরহাদ হাকিম বলেন, " কলকাতা পৌরনিগমের সেফ হোমগুলি খালি রয়েছে । পর্যাপ্ত বেড রয়েছে সেখানে। পুজোর পর শহরে সংক্রমণ বৃদ্ধি পেলে যাঁরা চাইবেন তাঁরাই এই সেফহোমে গিয়ে থাকতে পারেন । কোরোনার সংক্রমণ মোকাবিলায় পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করেছে কলকাতা পৌরনিগম ।" এর পাশাপাশি কলকাতা পৌরনিগমের প্রচার গাড়ি শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষকে সচেতন থাকার আবেদন জানাচ্ছে । দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক ব্যবহার করার কথা বলছে ।

শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ফিরহাদ বলেন, "হাইকোর্ট যা রায় দেবে তা আমরা মেনে নেব । তবে, মানুষকে সচেতন থাকতে হবে ৷ কারণ, কোরোনা হলে মানুষের যেমন কষ্ট তেমন প্রশাসনেরও অসুবিধা । তবে কিছু মানুষ এই সময়ে উপার্জন করে । সেইসব মানুষের কথা ভেবে সাবধানতার সঙ্গে কোর্টের নির্দেশ মেনে চলতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.