কলকাতা, 12 অক্টোবর: ঘণ্টাখানেক বৃষ্টি । তাতেই জলের তলায় কলকাতার বেশ কিছু এলাকা । হাতিবাগান, বিধান সরণি, মানিকতলা, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বহু এলাকা (Many places in Kolkata Heavily Waterlogged) জলমগ্ন ।
পুজোর সময় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও জল জমেনি । তবে এদিনের বৃষ্টিতে ভাসল রাজপথ । কোথাও 87 মিলিমিটার, কোথাও 66 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে । এদিন বৃষ্টির জেরে যানবাহনের গতি সাময়িক সময়ের জন্য শ্লথ হয়ে যায় । পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, তপসিয়ায় দীর্ঘ সময় জল জমে থাকে । বিধান সরণি, শ্যামবাজারের বেশকিছু দোকানে জল ঢুকে গিয়েছে । ফুটপাত জলের নীচে থাকায় হকারদের সমস্যায় পড়তে হয় (Many places in Kolkata Heavily Waterlogged) ।
আরও পড়ুন: ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা
কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, মানিকতলায় 66 মিমি, বীরপাড়ায় 41 মিমি, বেলঘড়িয়া 87 মিমি, ধাপায় 22 মিমি, তপসিয়া 28 মিমি, উল্টোডাঙায় 34 মিমি, দত্তবাগান 38 মিমি বৃষ্টিপাত হয়েছে ।
এদিকে বৃষ্টি শেষে দীর্ঘ সময় এদিন জল জমে থাকে । ফলে অফিস ফেরত যাত্রীদের চলাফেরার সমস্যার মুখে পড়তে হয়েছে । ধারাবাহিকভাবে পলি তোলা হলেও বৃষ্টি হলেই ভাসছে রাজপথ থেকে অলিগলি । তবে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের দাবি, অল্প সময়ে বিপুল বৃষ্টি হলে জল জমবেই । ধীরে ধীরে সেটা নামে । তবে গঙ্গায় জোয়ার থাকলে লকগেট বন্ধ থাকে । সেই সময় জল নামতে দেরি হয় ।