ETV Bharat / state

পৈলান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

অপূর্ব কুমার সাহার তরফে আবেদন জানানো হয়েছিল, কোরোনা পরিস্থিতিতে তিনি অসুস্থ । তাই আদালত তাঁর জামিন মঞ্জুর করুক । তাঁর মোট সম্পত্তি 400 কোটি টাকা মতো ইতিমধ্যেই CBI সিজ় করেছে ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Nov 25, 2020, 7:36 AM IST

কলকাতা 24 নভেম্বর : পৈলান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব কুমার সাহার জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের আবেদন খারিজ করে । আদালতের বক্তব্য, এই ধরনের লোকের জন্য বহু মধ্যবিত্ত পরিবার পথে বসেছে । টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সমাজে এদের স্বাধীনভাবে চলার কোনও অধিকার নেই।

অপূর্ব কুমার সাহার তরফে আবেদন জানানো হয়েছিল, কোরোনা পরিস্থিতিতে তিনি অসুস্থ । তাই আদালত তাঁর জামিন মঞ্জুর করুক । তাঁর মোট সম্পত্তি 400 কোটি টাকা মতো ইতিমধ্যেই CBI সিজ় করেছে । কিন্তু CBI-র তরফে আদালতে জানানো হয়েছে, অপূর্ববাবু কোভিড আক্রান্ত নন । তিনি শারীরিকভাবে একেবারে সুস্থ । এরপর ডিভিশন বেঞ্চ জানায়, কেন্দ্রীয় সরকারের দাবি অনুযায়ী প্রায় 600 কোটি টাকা জালিয়াতি করেছেন অপূর্ব কুমার সাহা । এই টাকার অন্তত 80 শতাংশ নগদ জমা না করলে তাঁকে জামিন দেওয়া সম্ভব নয় ।

CBI 2017 সালে অপূর্ব কুমার সাহার বিরুদ্ধে ভুয়ো অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগ দায়ের করেছিল । এরপর 2019 সালে প্রায় 574 কোটি টাকা সাধারণ মানুষের থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে । সেই থেকেই তিনি জেলে রয়েছেন।

কলকাতা 24 নভেম্বর : পৈলান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব কুমার সাহার জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের আবেদন খারিজ করে । আদালতের বক্তব্য, এই ধরনের লোকের জন্য বহু মধ্যবিত্ত পরিবার পথে বসেছে । টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সমাজে এদের স্বাধীনভাবে চলার কোনও অধিকার নেই।

অপূর্ব কুমার সাহার তরফে আবেদন জানানো হয়েছিল, কোরোনা পরিস্থিতিতে তিনি অসুস্থ । তাই আদালত তাঁর জামিন মঞ্জুর করুক । তাঁর মোট সম্পত্তি 400 কোটি টাকা মতো ইতিমধ্যেই CBI সিজ় করেছে । কিন্তু CBI-র তরফে আদালতে জানানো হয়েছে, অপূর্ববাবু কোভিড আক্রান্ত নন । তিনি শারীরিকভাবে একেবারে সুস্থ । এরপর ডিভিশন বেঞ্চ জানায়, কেন্দ্রীয় সরকারের দাবি অনুযায়ী প্রায় 600 কোটি টাকা জালিয়াতি করেছেন অপূর্ব কুমার সাহা । এই টাকার অন্তত 80 শতাংশ নগদ জমা না করলে তাঁকে জামিন দেওয়া সম্ভব নয় ।

CBI 2017 সালে অপূর্ব কুমার সাহার বিরুদ্ধে ভুয়ো অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগ দায়ের করেছিল । এরপর 2019 সালে প্রায় 574 কোটি টাকা সাধারণ মানুষের থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে । সেই থেকেই তিনি জেলে রয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.