ETV Bharat / state

ভুয়ো ইডি আধিকারিক সেজে সাংসদকে ফোন, গ্রেফতার অভিযুক্ত - Kolkata Police

কাল রাতে ধর্মতলার বাস টার্মিনাস থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে খবর, ধৃত চন্দন রায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ভুয়ো ইডি আধিকারিকের পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে ।

ভুয়ো ইডি আধিকারিক
ভুয়ো ইডি আধিকারিক
author img

By

Published : Jul 16, 2021, 4:30 PM IST

কলকাতা, 16 জুলাই : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভুয়ো আধিকারিক সেজে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে ফোন । নিজের ভুয়ো ক্ষমতার দাপট দেখিয়ে সাংসদকে বিভিন্ন কাজে সাহায্য করবে বলে ফোনে জানায় সে । আর এর পরিবর্তে দাবি করে বিশাল অঙ্কের টাকা । অভিযুক্তের নাম চন্দন রায় । তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে লালবাজার ।

না, এবার আর এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না । শুরু হয়েছিল দেবাঞ্জন দেবকে দিয়ে । ভুয়ো আইএএস আধিকারিক । তারপর একে একে সনাতন, বেঞ্জামিন, সমীর, শুভদীপ... কেউ ভুয়ো সিবিআই আধিকারিকের পরিচয় ভাঙিয়ে, আবার কেউ ভুয়ো মানবাধিকার কমিশনের আধিকারিকের পরিচয় ভাঙিয়ে জালিয়াতির জাল ছড়িয়েছিল । ভুয়ো বিচারকও বেরিয়েছে । আর এবার তার নতুন সংযোজন, ভুয়ো ইডি আধিকারিক চন্দন রায় ।

ধৃত ব্যক্তির বাড়ি দমদম থানা এলাকার গোরক্ষবাসী রোডে । কাল রাতে ধর্মতলার বাস টার্মিনাস থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে খবর, ধৃত চন্দন রায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ভুয়ো ইডি আধিকারিকের পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে ।

কলকাতা, 16 জুলাই : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভুয়ো আধিকারিক সেজে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে ফোন । নিজের ভুয়ো ক্ষমতার দাপট দেখিয়ে সাংসদকে বিভিন্ন কাজে সাহায্য করবে বলে ফোনে জানায় সে । আর এর পরিবর্তে দাবি করে বিশাল অঙ্কের টাকা । অভিযুক্তের নাম চন্দন রায় । তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে লালবাজার ।

না, এবার আর এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না । শুরু হয়েছিল দেবাঞ্জন দেবকে দিয়ে । ভুয়ো আইএএস আধিকারিক । তারপর একে একে সনাতন, বেঞ্জামিন, সমীর, শুভদীপ... কেউ ভুয়ো সিবিআই আধিকারিকের পরিচয় ভাঙিয়ে, আবার কেউ ভুয়ো মানবাধিকার কমিশনের আধিকারিকের পরিচয় ভাঙিয়ে জালিয়াতির জাল ছড়িয়েছিল । ভুয়ো বিচারকও বেরিয়েছে । আর এবার তার নতুন সংযোজন, ভুয়ো ইডি আধিকারিক চন্দন রায় ।

ধৃত ব্যক্তির বাড়ি দমদম থানা এলাকার গোরক্ষবাসী রোডে । কাল রাতে ধর্মতলার বাস টার্মিনাস থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে খবর, ধৃত চন্দন রায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ভুয়ো ইডি আধিকারিকের পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.