ETV Bharat / state

সল্টলেকে গেস্টহাউজ়ে গুলি, গ্রেপ্তার বন্দুকধারী - Man arrested for firing at his businessman friend at Salt Lake Guesthouse

গতরাতে লুধিয়ানার জলন্ধর এলাকার বাসিন্দা মনপ্রীত সিংয়ের উপর আচমকাই গুলি চালায় সানি সিং ৷ মনপ্রীত সিংয়ের পেটে গুলি লাগে ৷ বর্তমানে তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

Man arrested for firing at his businessman friend at Salt Lake Guesthouse
সল্টলেকে গেস্টহাউসে গুলি, গ্রেপ্তার বন্দুকবাজ
author img

By

Published : Aug 17, 2020, 7:46 PM IST

সল্টলেক , 17 অগাস্ট : সল্টলেক সেক্টর 2 এলাকায় চলল গুলি ৷ গতরাতের ঘটনা ৷ গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি ৷ নাম মনপ্রীত সিং ৷ পেশায় ব্যবসায়ী ৷ ঘটনায় সানি সিং নামে একজনকে আজ গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ ৷ জানা গেছে, সানি সিংও পেশায় ব্যবসায়ী ৷

পুলিশ জানিয়েছে, গতরাতে লুধিয়ানার জলন্ধর এলাকার বাসিন্দা মনপ্রীত সিং ও সানি সিং লুধিয়ানা থেকে এসে বিধাননগর পূর্ব থানার গেস্ট হাউজ়ে উঠেছিলেন ৷ রাতে একসঙ্গে খাওয়ার পর আচমকাই মনপ্রীত সিংয়ের উপর গুলি চালায় সানি সিং ৷ মনপ্রীত সিংয়ের পেটে গুলি লাগে ৷ এরপর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে তাঁর সেখানেই চিকিৎসা চলছে ৷

আজ সানি সিংকে গ্রেপ্তার করে পুলিশ ৷ জানা গেছে, সানি সিং যে বন্দুক থেকে গুলি চালায় সেটি লাইসেন্সপ্রাপ্ত ৷ আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাকে 8 দিনের পুলিশি হেপাজতে থাকার নির্দেশ দেয় ৷ পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কী কারণে সে তার সঙ্গী ব্যবসায়ী মনপ্রীত দীপা সিংয়ের উপর গুলি চালায় তার তদন্ত করছে পুলিশ ৷

সল্টলেক , 17 অগাস্ট : সল্টলেক সেক্টর 2 এলাকায় চলল গুলি ৷ গতরাতের ঘটনা ৷ গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি ৷ নাম মনপ্রীত সিং ৷ পেশায় ব্যবসায়ী ৷ ঘটনায় সানি সিং নামে একজনকে আজ গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ ৷ জানা গেছে, সানি সিংও পেশায় ব্যবসায়ী ৷

পুলিশ জানিয়েছে, গতরাতে লুধিয়ানার জলন্ধর এলাকার বাসিন্দা মনপ্রীত সিং ও সানি সিং লুধিয়ানা থেকে এসে বিধাননগর পূর্ব থানার গেস্ট হাউজ়ে উঠেছিলেন ৷ রাতে একসঙ্গে খাওয়ার পর আচমকাই মনপ্রীত সিংয়ের উপর গুলি চালায় সানি সিং ৷ মনপ্রীত সিংয়ের পেটে গুলি লাগে ৷ এরপর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে তাঁর সেখানেই চিকিৎসা চলছে ৷

আজ সানি সিংকে গ্রেপ্তার করে পুলিশ ৷ জানা গেছে, সানি সিং যে বন্দুক থেকে গুলি চালায় সেটি লাইসেন্সপ্রাপ্ত ৷ আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাকে 8 দিনের পুলিশি হেপাজতে থাকার নির্দেশ দেয় ৷ পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কী কারণে সে তার সঙ্গী ব্যবসায়ী মনপ্রীত দীপা সিংয়ের উপর গুলি চালায় তার তদন্ত করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.