ETV Bharat / state

কর্মসূচিতে পরিবর্তন, মোদির সভার দিনেই সভা করবেন মমতা - bjp

৩ এপ্রিল শিলিগুড়ি ও ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার দিনই দিনহাটায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 2, 2019, 1:30 AM IST

কলকাতা, 2 এপ্রিল : ঠিক ছিল ৪ এপ্রিল দিনহাটার সভা দিয়ে প্রচার শুরু করবেন। কিন্তু, কর্মসূচিতে পরিবর্তন আনলেন তৃণমূল নেত্রী। একদিন এগিয়ে আনলেন সভার দিন। ঠিক হয়েছে, ৩ এপ্রিল শিলিগুড়ি ও ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার দিনই দিনহাটায় সভা করবেন তিনি।

রাজ্যে BJP- কে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। ৪২-এ ৪২টি আসনই চাই। বারবার এই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। আবার রাজ্যে ২৩টি আসন তাদের দখলে আসবে বলে আশাবাদী BJP। সেই লক্ষ্যে রাজ্যে একাধিক সভা করছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর ৩ এপ্রিল রাজ্যে দু'টি সভা করবেন নরেন্দ্র মোদি।

বিশাখাপটনম থেকে রবিবার রাতে কলকাতায় ফিরেছেন তৃণমূল নেত্রী। ফিরেই কর্মসূচিতে কৌশলী পরিবর্তন আনেন তিনি। আর নরেন্দ্র মোদির বক্তব্যের জবাব দেওয়ার জন্য সভার দিন এগিয়ে এনেছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

কলকাতা, 2 এপ্রিল : ঠিক ছিল ৪ এপ্রিল দিনহাটার সভা দিয়ে প্রচার শুরু করবেন। কিন্তু, কর্মসূচিতে পরিবর্তন আনলেন তৃণমূল নেত্রী। একদিন এগিয়ে আনলেন সভার দিন। ঠিক হয়েছে, ৩ এপ্রিল শিলিগুড়ি ও ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার দিনই দিনহাটায় সভা করবেন তিনি।

রাজ্যে BJP- কে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। ৪২-এ ৪২টি আসনই চাই। বারবার এই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। আবার রাজ্যে ২৩টি আসন তাদের দখলে আসবে বলে আশাবাদী BJP। সেই লক্ষ্যে রাজ্যে একাধিক সভা করছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর ৩ এপ্রিল রাজ্যে দু'টি সভা করবেন নরেন্দ্র মোদি।

বিশাখাপটনম থেকে রবিবার রাতে কলকাতায় ফিরেছেন তৃণমূল নেত্রী। ফিরেই কর্মসূচিতে কৌশলী পরিবর্তন আনেন তিনি। আর নরেন্দ্র মোদির বক্তব্যের জবাব দেওয়ার জন্য সভার দিন এগিয়ে এনেছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.