ETV Bharat / state

প্রতিহিংসামূলক আচরণ করছে মোদি সরকার : মুখ্যমন্ত্রী - live

cm
author img

By

Published : Feb 4, 2019, 11:53 AM IST

Updated : Feb 4, 2019, 12:00 PM IST

2019-02-04 10:28:23

মমতা বন্দ্যোপাধ্যায় LIVE

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : কৃষক ও ক্ষেত মজুরদের সম্মেলন চলছে নেতাজি ইন্ডোরে। ধর্মতলার ধরনামঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • আপনাদের দুর্বলতা নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে 
  • শস্যবিমায় কেন্দ্রের টাকা নেবে না রাজ্য
  • সয়েল টেস্ট কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিয়েছি
  • কৃষকদের জন্য সবকিছু করছে রাজ্য
  • মোদিবাবু চিঠি পাঠাচ্ছেন ছবি দিয়ে, কৃষকদের জন্য ভাবছে রাজ্যই
  • নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা 
  • প্রান্তিক চাষির সংখ্যা এখানে বেশি 
  • আমরা কৃষক বন্ধু চালু করেছি 
  • সিঙ্গুরের কৃষিজমি ফিরিয়ে দিয়েছি
  • আমরা কৃষজমি নষ্ট করতে দিই না
  • অনেক কৃষক পরিবার না খেতে পেয়ে মারা গেছে 
  • কৃষক আমাদের সম্পদ, শিল্প আমাদের গৌরব
  • ২০০৬ সালে আমি কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য ২৬ দিনের অনশন করেছিলাম 
  • আমাদের সরকার একমাত্র সরকার যারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে
  • কৃষকদের প্রতারণা করেছে
  • আমি আমার কৃষক ভাই-বোনদের বলব, দিল্লির সরকার কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে 
  • প্রতিহিংসামূলক আচরণ মোদি সরকারের
  • ধ্বংসাত্মক মনোবৃত্তি নিয়ে কাজ করছে 

2019-02-04 10:28:23

মমতা বন্দ্যোপাধ্যায় LIVE

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : কৃষক ও ক্ষেত মজুরদের সম্মেলন চলছে নেতাজি ইন্ডোরে। ধর্মতলার ধরনামঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • আপনাদের দুর্বলতা নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে 
  • শস্যবিমায় কেন্দ্রের টাকা নেবে না রাজ্য
  • সয়েল টেস্ট কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিয়েছি
  • কৃষকদের জন্য সবকিছু করছে রাজ্য
  • মোদিবাবু চিঠি পাঠাচ্ছেন ছবি দিয়ে, কৃষকদের জন্য ভাবছে রাজ্যই
  • নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা 
  • প্রান্তিক চাষির সংখ্যা এখানে বেশি 
  • আমরা কৃষক বন্ধু চালু করেছি 
  • সিঙ্গুরের কৃষিজমি ফিরিয়ে দিয়েছি
  • আমরা কৃষজমি নষ্ট করতে দিই না
  • অনেক কৃষক পরিবার না খেতে পেয়ে মারা গেছে 
  • কৃষক আমাদের সম্পদ, শিল্প আমাদের গৌরব
  • ২০০৬ সালে আমি কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য ২৬ দিনের অনশন করেছিলাম 
  • আমাদের সরকার একমাত্র সরকার যারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে
  • কৃষকদের প্রতারণা করেছে
  • আমি আমার কৃষক ভাই-বোনদের বলব, দিল্লির সরকার কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে 
  • প্রতিহিংসামূলক আচরণ মোদি সরকারের
  • ধ্বংসাত্মক মনোবৃত্তি নিয়ে কাজ করছে 

Kolkata, Feb 04 (ANI): West Bengal Chief Minister Mamata Banerjee continued her dharna which she started on Sunday night in response to a CBI team landing at Kolkata Police Commissioner Rajeev Kumar's house to quiz him in a chit fund scam case. The CBI team, however, was detained by Kolkata police, but Banerjee accused centre of sending the CBI team and said the BJP was "torturing" West Bengal.
Last Updated : Feb 4, 2019, 12:00 PM IST

For All Latest Updates

TAGGED:

livemamata
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.