ETV Bharat / state

কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়া নির্বাচন করুন, কমিশনকে চিঠি মমতার

মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের । শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য অনুরোধ করেন তিনি ।

mamata
author img

By

Published : May 18, 2019, 7:04 PM IST

Updated : May 18, 2019, 7:48 PM IST

কলকাতা, 18 মে : সপ্তম দফা ভোটের আগে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় । নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে করার জন্য অনুরোধ করেন তিনি । কেন্দ্রের শাসকদলের কোনওরকম হস্তক্ষেপ যাতে না থাকে সেদিকেও নজর রাখার আবেদন জানান ।

মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, আগামীকাল রাজ্যে শেষ দফা নির্বাচন । কেন্দ্রের হস্তক্ষেপে বিগত কয়েক দফায় বেআইনি, অসাংবিধানিক ও পক্ষপাতদুষ্ট নির্বাচন হয়েছে । যার ফলে শুধু রাজ্যের আধিকারিকরাই নন, সাধারণ মানুষও যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন ।

চিঠিতে তাঁর অভিযোগ, কলকাতার নতুন পুলিশ কমিশনার 144 ধারা তুলে নিয়ে অমিত শাহকে রোড শো করার অনুমতি দেন । 14 মে অমিত শাহর রোড শোয়ে অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছিল । তাঁর বক্তব্য, সেদিনের ওই রোড শো বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধূলিসাৎ করে দিয়েছে ।

তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বেআইনিভাবে দু'জন স্পেশাল অবজ়ারভার নিয়োগ করেছে । আর তাঁরা কেন্দ্রীয় সরকারের নির্দেশমতো কাজ করছেন । এসব ঘটনা নির্বাচন কমিশনের নজরে আনা হলেও তাতে কোনও ফল হয়নি বলেও তাঁর অভিযোগ । তাই আগামীকালের নির্বাচনে যাতে আগের ঘটনাগুলির পুনরাবৃত্তি না ঘটে, সেই অনুরোধ করে আজ মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লেখেন তিনি ।

কলকাতা, 18 মে : সপ্তম দফা ভোটের আগে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় । নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে করার জন্য অনুরোধ করেন তিনি । কেন্দ্রের শাসকদলের কোনওরকম হস্তক্ষেপ যাতে না থাকে সেদিকেও নজর রাখার আবেদন জানান ।

মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, আগামীকাল রাজ্যে শেষ দফা নির্বাচন । কেন্দ্রের হস্তক্ষেপে বিগত কয়েক দফায় বেআইনি, অসাংবিধানিক ও পক্ষপাতদুষ্ট নির্বাচন হয়েছে । যার ফলে শুধু রাজ্যের আধিকারিকরাই নন, সাধারণ মানুষও যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন ।

চিঠিতে তাঁর অভিযোগ, কলকাতার নতুন পুলিশ কমিশনার 144 ধারা তুলে নিয়ে অমিত শাহকে রোড শো করার অনুমতি দেন । 14 মে অমিত শাহর রোড শোয়ে অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছিল । তাঁর বক্তব্য, সেদিনের ওই রোড শো বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধূলিসাৎ করে দিয়েছে ।

তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বেআইনিভাবে দু'জন স্পেশাল অবজ়ারভার নিয়োগ করেছে । আর তাঁরা কেন্দ্রীয় সরকারের নির্দেশমতো কাজ করছেন । এসব ঘটনা নির্বাচন কমিশনের নজরে আনা হলেও তাতে কোনও ফল হয়নি বলেও তাঁর অভিযোগ । তাই আগামীকালের নির্বাচনে যাতে আগের ঘটনাগুলির পুনরাবৃত্তি না ঘটে, সেই অনুরোধ করে আজ মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লেখেন তিনি ।

Last Updated : May 18, 2019, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.