কলকাতা, 2 জুলাই : প্রতিবছর 21 জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে সমাবেশ করে তৃণমূল ৷ কিন্তু এবছর কোরোনার জেরে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে ৷ তাই এই বছর কীভাবে 21 জুলাই পালিত হবে তা চূড়ান্ত করতে আগামীকাল দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
প্রতিবছর 21 জুলাইয়ের কর্মসূচির জন্য তিন মাস আগে থেকে রাজ্যজুড়ে প্রচার শুরু হয়ে যায় ৷ জোরকদমে চলে প্রস্তুতিও ৷ কিন্তু এবছর এখনও পর্যন্ত কোনওরকম প্রচার কর্মসূচি নেয়নি শাসক দল ৷ অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বড় জমায়েত করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন মমতা ৷ তবে, ভার্চুয়ালভাবে না কি কমসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে এই সমাবেশ করা হবে তা নিয়ে কোনও ইঙ্গিত বা স্পষ্ট বার্তা দেননি তৃণমূল সুপ্রিমো ৷ তাই কীভাবে শহিদ দিবসের সমাবেশ সম্পন্ন করা যায় তা নিয়ে মাথা ব্যাথা শুরু হয়েছে দলের শীর্ষ নেতৃত্বদের ৷
এই সবকিছুর মাঝেই আগামীকাল শহিদ দিবস নিয়ে দলীয় সংসদ ও বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক বসবেন মমতা ৷ তাই এই বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি জানা গেছে, আগামীকাল আরও একটি নতুন জনসংযোগ কর্মসূচি ঘোষণ করবেন দলনেত্রী ৷ এই কর্মসূচির নাম দিয়েছেন, "সোজা বাংলায় বলছি" ৷