ETV Bharat / state

Mamata Warns Guv Bose: 'নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেবেন না', রাজ্যপালকে হুঁশিয়ারি মমতার - Governor C V Ananda Bose

Mamata Banerjee Warns Governor C V Ananda Bose: তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেবেন না ৷

Mamata Warns Guv Bose
রাজ্যপালকে হুঁশিয়ারি মমতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 2:02 PM IST

Updated : Aug 28, 2023, 3:14 PM IST

কলকাতা, 28 অগস্ট: তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে যাদবপুর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নির্ধারণ করা-সহ রাজ্যপালের বিভিন্ন কর্মকাণ্ডের এ দিন তীব্র সমালোচনা করেন তিনি ৷

দলের ছাত্র সংগঠনের 26তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার কলকাতার মেয়ো রোডে সমাবেশে রাজ্যপালের উদ্দেশে সরাসরি চ্যালঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন,

"এখন তো আবার মাথার উপরে একটা ছাতা দাঁড়িয়ে গিয়েছেন ৷ তাঁর চেয়ারকে সম্মান করলেও ব্যক্তি হিসেবে তাঁর কার্যকলাপকে সম্মান করি না ৷ বন্ধুকে ভিসি করে বসিয়ে দিয়েছেন ৷ এটা কি মগের মুলুক ! আপনার এক্তিয়ারে আমরা যাচ্ছি না ৷ আমাদের এক্তিয়ারে আপনি আসবেন না ৷ ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না ৷ আর দাঙ্গাকে কমিউনাল করার চেষ্টা করবেন না।"

তিনি আরও বলেন, "সব জায়গায় বিশ্ববিদ্যালয় নিয়ে টালমাটাল অবস্থা ৷ নিজের বন্ধুকে এনে বসিয়ে দিয়েছে উপাচার্য করে ৷ আইপিএস, কোনওদিন ট্রেনিংই নেয়নি ৷ ভিসি হতে গেলে 10 বছর অধ্যাপনা করতে হয় ৷ তাঁকে বসিয়ে দিয়েছে উপাচার্যের চেয়ারে ৷ যাদবপুরে বিজেপি সেলের প্রেসিডেন্টকে বসিয়ে দিয়েছে ভিসি করে ৷ উনি সংবিধান লঙ্ঘন করছেন । মনে রাখবেন যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এক নন । আপনি মনোনীত, আমরা নির্বাচিত ।"

আরও পড়ুন: 2-3 বছরের মধ্যে বাংলায় 10 লক্ষ চাকরি, জেলায় জেলায় হবে বিনামূল্যে ট্রেনিং সেন্টার: মমতা

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যজুড়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত শনিবার নতুন অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রাজভবনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধ্যাপক ও পড়ুয়াদের একাংশ ৷

এ দিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেন, "রাজভবনে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য ফোন তৈরি করা হচ্ছে ৷ নামে নামে কল আসছে ৷ যাকে ইচ্ছে ডেকে পাঠাচ্ছেন ৷ আর ছাত্রদের জিজ্ঞেস করছেন দুর্নীতি কী ? দুর্নীতি তো আপনারা সবচেয়ে বেশি করেছেন ৷ বিমুদ্রাকরণ, কোভিড ইঞ্জেকশন, তথ্য গোপন সব ক্ষেত্রে দুর্নীতি করেছেন ৷ কিন্তু বিজেপি নেতাদের বাড়িতে ইডি-সিবিআই যায় না ৷ ওটা ভাজপা ওয়াশিং মেশিন ৷"

কলকাতা, 28 অগস্ট: তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে যাদবপুর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নির্ধারণ করা-সহ রাজ্যপালের বিভিন্ন কর্মকাণ্ডের এ দিন তীব্র সমালোচনা করেন তিনি ৷

দলের ছাত্র সংগঠনের 26তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার কলকাতার মেয়ো রোডে সমাবেশে রাজ্যপালের উদ্দেশে সরাসরি চ্যালঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন,

"এখন তো আবার মাথার উপরে একটা ছাতা দাঁড়িয়ে গিয়েছেন ৷ তাঁর চেয়ারকে সম্মান করলেও ব্যক্তি হিসেবে তাঁর কার্যকলাপকে সম্মান করি না ৷ বন্ধুকে ভিসি করে বসিয়ে দিয়েছেন ৷ এটা কি মগের মুলুক ! আপনার এক্তিয়ারে আমরা যাচ্ছি না ৷ আমাদের এক্তিয়ারে আপনি আসবেন না ৷ ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না ৷ আর দাঙ্গাকে কমিউনাল করার চেষ্টা করবেন না।"

তিনি আরও বলেন, "সব জায়গায় বিশ্ববিদ্যালয় নিয়ে টালমাটাল অবস্থা ৷ নিজের বন্ধুকে এনে বসিয়ে দিয়েছে উপাচার্য করে ৷ আইপিএস, কোনওদিন ট্রেনিংই নেয়নি ৷ ভিসি হতে গেলে 10 বছর অধ্যাপনা করতে হয় ৷ তাঁকে বসিয়ে দিয়েছে উপাচার্যের চেয়ারে ৷ যাদবপুরে বিজেপি সেলের প্রেসিডেন্টকে বসিয়ে দিয়েছে ভিসি করে ৷ উনি সংবিধান লঙ্ঘন করছেন । মনে রাখবেন যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এক নন । আপনি মনোনীত, আমরা নির্বাচিত ।"

আরও পড়ুন: 2-3 বছরের মধ্যে বাংলায় 10 লক্ষ চাকরি, জেলায় জেলায় হবে বিনামূল্যে ট্রেনিং সেন্টার: মমতা

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যজুড়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত শনিবার নতুন অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রাজভবনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধ্যাপক ও পড়ুয়াদের একাংশ ৷

এ দিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেন, "রাজভবনে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য ফোন তৈরি করা হচ্ছে ৷ নামে নামে কল আসছে ৷ যাকে ইচ্ছে ডেকে পাঠাচ্ছেন ৷ আর ছাত্রদের জিজ্ঞেস করছেন দুর্নীতি কী ? দুর্নীতি তো আপনারা সবচেয়ে বেশি করেছেন ৷ বিমুদ্রাকরণ, কোভিড ইঞ্জেকশন, তথ্য গোপন সব ক্ষেত্রে দুর্নীতি করেছেন ৷ কিন্তু বিজেপি নেতাদের বাড়িতে ইডি-সিবিআই যায় না ৷ ওটা ভাজপা ওয়াশিং মেশিন ৷"

Last Updated : Aug 28, 2023, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.