ETV Bharat / state

By Election : সিদ্ধিদাতার আশীর্বাদ নিয়ে আজ মনোনয়ন পেশ করবেন মমতা

ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের তালুর মতো চেনা ৷ অতীত রেকর্ড বলছে, ভবানীপুর কখনও তাঁর ঘরের মেয়েকে নিরাশ করেনি । তাই ঘরের মাঠে ব্যাট হাতে নেমে মমতা চাইছেন ল্যান্ড স্লাইড ভিকট্রি ।

mamata-banerjee
mamata-banerjee
author img

By

Published : Sep 10, 2021, 8:51 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার রাজনীতিতে লড়াইয়ের একটা নাম । অতীত রেকর্ড বলছে সেই সোমনাথ চট্টোপাধ্যায়ের আমল থেকে থেকে নির্বাচনে তিনি হেরেছেন মাত্র একবার । তাও আবার 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে । এই গ্লানি নিয়েই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে হয়েছে তাঁকে । একুশের অভাবনীয় জয়ের মধ্যেও এক বালতি দুধে এক ফোঁটা চোনার মত হয়ে গিয়েছে তাঁর পরাজয় । এই অবস্থায় 30 সেপ্টেম্বরের উপনির্বাচন মমতার কাছে শাপমোচনের সুযোগ । অতীত গ্লানিকে পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সময় ।

ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের তালুর মতো চেনা ৷ অতীত রেকর্ড বলছে, ভবানীপুর কখনও তাঁর ঘরের মেয়েকে নিরাশ করেনি । তাই ঘরের মাঠে ব্যাট হাতে নেমে মমতা চাইছেন ল্যান্ড স্লাইড ভিকট্রি । আজ তার প্রথম পদক্ষেপ হিসাবে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন মমতা । সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে সেই কাজ সম্পন্ন করবেন তৃণমূল নেত্রী ।

আরও পড়ুন : Srijeeb Biswas: ভবানীপুরের মানুষকে নিজের স্বার্থরক্ষায় ব্যবহার করেন মুখ্যমন্ত্রী, একান্তে বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস

করেনা পরিস্থিতিতে মিছিল নিষিদ্ধ । তা না হলে হয়তো তৃণমূল সুপ্রিমোর মনোনয়নকে কেন্দ্র করেই রীতিমতো উৎসবের চেহারা দেখা যেত । দলনেত্রীর নির্দেশ কোভিড বিধি মেনেই এই মনোনয়ন সম্পন্ন করতে চান তিনি । কিন্তু অতি উৎসাহী জনগণ তথা কর্মী-সমর্থকদের আদৌ আটকানো যাবে তো ? যদি না যায় সেক্ষেত্রে উৎসবের মেজাজে সম্পন্ন হতে পারে মমতার উপনির্বাচনের মনোনয়ন পেশ ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার রাজনীতিতে লড়াইয়ের একটা নাম । অতীত রেকর্ড বলছে সেই সোমনাথ চট্টোপাধ্যায়ের আমল থেকে থেকে নির্বাচনে তিনি হেরেছেন মাত্র একবার । তাও আবার 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে । এই গ্লানি নিয়েই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে হয়েছে তাঁকে । একুশের অভাবনীয় জয়ের মধ্যেও এক বালতি দুধে এক ফোঁটা চোনার মত হয়ে গিয়েছে তাঁর পরাজয় । এই অবস্থায় 30 সেপ্টেম্বরের উপনির্বাচন মমতার কাছে শাপমোচনের সুযোগ । অতীত গ্লানিকে পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সময় ।

ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের তালুর মতো চেনা ৷ অতীত রেকর্ড বলছে, ভবানীপুর কখনও তাঁর ঘরের মেয়েকে নিরাশ করেনি । তাই ঘরের মাঠে ব্যাট হাতে নেমে মমতা চাইছেন ল্যান্ড স্লাইড ভিকট্রি । আজ তার প্রথম পদক্ষেপ হিসাবে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন মমতা । সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে সেই কাজ সম্পন্ন করবেন তৃণমূল নেত্রী ।

আরও পড়ুন : Srijeeb Biswas: ভবানীপুরের মানুষকে নিজের স্বার্থরক্ষায় ব্যবহার করেন মুখ্যমন্ত্রী, একান্তে বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস

করেনা পরিস্থিতিতে মিছিল নিষিদ্ধ । তা না হলে হয়তো তৃণমূল সুপ্রিমোর মনোনয়নকে কেন্দ্র করেই রীতিমতো উৎসবের চেহারা দেখা যেত । দলনেত্রীর নির্দেশ কোভিড বিধি মেনেই এই মনোনয়ন সম্পন্ন করতে চান তিনি । কিন্তু অতি উৎসাহী জনগণ তথা কর্মী-সমর্থকদের আদৌ আটকানো যাবে তো ? যদি না যায় সেক্ষেত্রে উৎসবের মেজাজে সম্পন্ন হতে পারে মমতার উপনির্বাচনের মনোনয়ন পেশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.