ETV Bharat / state

দইঘাটে ছটপুজোয় গিয়ে অসুস্থ শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী - news on Mamata Banerjee in Chaath Pujo

ছটপুজোয় গিয়ে বক্তব্য রাখার মাঝেই অসুস্থ শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 3, 2019, 2:06 AM IST

কলকাতা, 3 নভেম্বর : আজ দই ঘাটে ছটপুজোর ভিড়ে আহত হওয়া এক শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছট উৎসবের মঞ্চে হাতে মাইক নিয়ে সবে কিছুটা বলা শুরু করেছেন, এমন সময় খবর পান ভিড়ের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে একটি শিশু । মঞ্চ ছেড়ে তাকে শুশ্রূষা করতে এগিয়ে যান তিনি । এর পর মুখ্যমন্ত্রী উপলব্ধি করেন তাঁকে কেন্দ্র করে গঙ্গার ঘাটের ভিড়ের অনেকটাই চলে এসেছে উৎসব মঞ্চের কাছাকাছি । সময়ের সঙ্গে বেড়ে চলেছে ভিড়ও । সেই মুহূর্তে বক্তব্য থামিয়ে সঞ্চালকের হাতে মাইক তুলে দিয়ে এলাকা ছাড়েন তিনি । ছটপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার দায়িত্ব দিয়ে যান প্রশাসনকে । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সবটা দেখে নেওয়ার জন্য নির্দেশ দেন ।

ছটপুজো জন্য গতকাল সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো । কলকাতার অন্যান্য ঘাটগুলি ঘুরে বিকেলে মুখ্যমন্ত্রী পৌঁছান দই ঘাটে । সেখানে তখন তিল ধারণের জায়গা নেই বললেই চলে । মুখ্যমন্ত্রী হাতে তাগা বেঁধে, ধূপ জ্বালিয়ে মঞ্চের এক কোনে ছট আরাধ্য মূর্তির সামনে কিছুক্ষণ উপাসনা করেন । তারপরই আগত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখতে শুরু করেন । খানিক্ষণ যেতে না যেতেই ঘটনাটি ঘটে । কিছুটা ভিড় ঠেলেই শিশুটির শুশ্রূষা করেন তিনি । পরে ফের মঞ্চে ফিরে বক্তব্য না শেষ করেই এলাকা ছাড়েন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছট মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা । এদিকে, এমন ভিড়ের মাঝেই মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে খুশি শিশুটির পরিবার ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 3 নভেম্বর : আজ দই ঘাটে ছটপুজোর ভিড়ে আহত হওয়া এক শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছট উৎসবের মঞ্চে হাতে মাইক নিয়ে সবে কিছুটা বলা শুরু করেছেন, এমন সময় খবর পান ভিড়ের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে একটি শিশু । মঞ্চ ছেড়ে তাকে শুশ্রূষা করতে এগিয়ে যান তিনি । এর পর মুখ্যমন্ত্রী উপলব্ধি করেন তাঁকে কেন্দ্র করে গঙ্গার ঘাটের ভিড়ের অনেকটাই চলে এসেছে উৎসব মঞ্চের কাছাকাছি । সময়ের সঙ্গে বেড়ে চলেছে ভিড়ও । সেই মুহূর্তে বক্তব্য থামিয়ে সঞ্চালকের হাতে মাইক তুলে দিয়ে এলাকা ছাড়েন তিনি । ছটপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার দায়িত্ব দিয়ে যান প্রশাসনকে । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সবটা দেখে নেওয়ার জন্য নির্দেশ দেন ।

ছটপুজো জন্য গতকাল সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো । কলকাতার অন্যান্য ঘাটগুলি ঘুরে বিকেলে মুখ্যমন্ত্রী পৌঁছান দই ঘাটে । সেখানে তখন তিল ধারণের জায়গা নেই বললেই চলে । মুখ্যমন্ত্রী হাতে তাগা বেঁধে, ধূপ জ্বালিয়ে মঞ্চের এক কোনে ছট আরাধ্য মূর্তির সামনে কিছুক্ষণ উপাসনা করেন । তারপরই আগত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখতে শুরু করেন । খানিক্ষণ যেতে না যেতেই ঘটনাটি ঘটে । কিছুটা ভিড় ঠেলেই শিশুটির শুশ্রূষা করেন তিনি । পরে ফের মঞ্চে ফিরে বক্তব্য না শেষ করেই এলাকা ছাড়েন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছট মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা । এদিকে, এমন ভিড়ের মাঝেই মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে খুশি শিশুটির পরিবার ।

দেখুন ভিডিয়ো
Intro:কলকাতা, ২ নভেম্বর: আজ দই ঘাটে ছট পুজোর ভিড়ে আহত হওয়া এক শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছট উৎসবের মঞ্চে হাতে মাইক নিয়ে সবে কিছুটা বলা শুরু করেছেন, এমন সময় খবর পান ভিড়ের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে একটি শিশু । মঞ্চ ছেড়ে তাকে শুশ্রূষা করতে এগিয়ে যান তিনি। এর পর মুখ্যমন্ত্রী উপলব্ধি করেন তাঁকে কেন্দ্র করে গঙ্গার ঘাটের ভিড়ের অনেকটাই চলে এসেছে উৎসব মঞ্চের কাছাকাছি। সময়ের সঙ্গে বেড়ে চলেছে ভিড়ও। সেই মুহূর্তে বক্তব্য থামিয়ে সঞ্চালকের হাতে মাইক তুলে দিয়ে এলাকা ছাড়েন মুখ্যমন্ত্রী। ছট পুজো যাতে নির্ভিগ্নে সম্পন্ন হয় তার জন্য দায়িত্ব প্রাপ্ত প্রশাসনকে নির্দেশ দিয়ে যান তিনি ।


Body:ছট পুজোকে কেন্দ্র করে সকাল থেকে গঙ্গার ঘাটে উপচে পড়েছে ভিড় । বিকেলে তক্তা ঘাটের কর্মসূচি শেষ করে যখন দই ঘাটে এলেন মুখ্যমন্ত্রী , তখন সেখানে তিল ধারণের জায়গা নেই। মুখ্যমন্ত্রী হাতে তাগা বেঁধে, ধূপ জ্বালিয়ে মঞ্চের এক কোনে ছট আরাধ্য মূর্তির সামনে কিছুক্ষণ উপাসনা করেন। এদিকে, ছট মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি হাজির ছিলেন তৃণমূল সাংসদ সুব্রত বক্সি, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। এই পর্যন্ত সব ঠিক ঠাকই চলছিল। কিন্তু মুখ্যমন্ত্রী যখন মাইক হাতে নিয়ে ছট উপাসকদের উদ্দেশ্যে শুভেচ্ছা সহ কয়েকটি কথা বলতে শুরু করেন, তখনই ছন্দ পতন ঘটল। মঞ্চের সামনে প্রচণ্ড ভিড়ের মধ্যে একটি জটলা চোখে পড়ে মুখ্যমন্ত্রীর। দেখা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েন। বক্তব্য স্থগিত রেখে মঞ্চ থেকে নেমে ঘটনাস্থলে যেতে উদগ্রীব হন মুখ্যমন্ত্রী । সে সময় পাশ থেকে উদ্যোক্তাদের একজন বলেন দিদি আপনার যাওয়ার দরকার নেই। এ কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী । তাকে ধমক দিয়ে ঘটনাস্থলে যান তিনি । দেখতে পান একটি শিশু ভিড়ের চাপে আহত হয়েছে। তখনই তাকে শুশ্রূষা করার যাবতীয় ব্যবস্থা করেন। এর পর বক্তব্য না বাড়িয়ে ছট উৎসবের মঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.