ETV Bharat / state

Mamata vs Suvendu: দলতন্ত্র বনাম এজেন্সিরাজ ! সংবিধান নিয়ে আলোচনায় তরজা মমতা-শুভেন্দুর - সংবিধান দিবস

সংবিধান (Constitution Day) নিয়ে আলোচনায় বিধানসভায় (Mamata vs Suvendu) তরজায় জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

mamata-banerjee-suvendu-adhikari-spar-ahead-of-constitution-day
দলতন্ত্র বনাম এজেন্সিরাজ ! সংবিধান নিয়ে আলোচনায় তরজা মমতা-শুভেন্দুর
author img

By

Published : Nov 25, 2022, 7:47 PM IST

কলকাতা, 25 নভেম্বর: সংবিধান (Constitution Day) নিয়ে আলোচনা, সেখানেই টান টান উত্তেজনা (Mamata vs Suvendu)। একদিকে বক্তা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংবিধান দিবস শনিবার হলেও রাজ্য বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা ছিল শুক্রবার । সেখানেই বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে এক হাত নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । চুপ করে থাকেননি মমতাও । তাঁরই ভাষায় পালটা আক্রমণ ফিরিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ।

এ দিন বক্তব্য রাখতে উঠেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন বিরোধী দলনেতা । তিনি অভিযোগ করেন, মমতা রাজে গণতন্ত্র উপেক্ষিত । তিনি বলেন, "সংবিধানে লেখা, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল । আমাদের এখানে চলে, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি ।" এখানেই থেমে যাননি বিরোধী দলনেতা । তিনি আরও বলেন, "ভোটের সময় আমরা আমাদের রাজনীতি করব । কিন্তু বাকি সময় সংবিধান অনুযায়ী চলব । বিধানসভা থেকে এটাই শপথ নেওয়া উচিত ।" তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে বিরোধী দলনেতা বলেন, "প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকা হয় না । যথা সময় পৌরসভা নির্বাচন হয় না, প্রশাসক বসিয়ে চলছে ।"

বিরোধী দলনেতার এই বক্তব্যের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হয় কিন্তু আসেন না বিরোধীরা । রাজ্যপালের শপথ গ্রহণে বিরোধীদের ডাকা হয়েছিল ৷ না এসেছেন বিরোধী দলনেতা, না এসেছেন বিজেপির কেউ ।" এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "দলনেতা রাজ্য সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা সঠিক নয় । সবাইকে নিয়ে চলাই এই সরকারের লক্ষ্য । বরং কেন্দ্রীয় সরকারের মধ্যে সহিষ্ণুতার অভাব লক্ষ্য করা যাচ্ছে ।"

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, "বিরোধীরা বলছে তাদের প্রশাসনিক বৈঠকে, সরকারি অনুষ্ঠানে ডাকা হয় না । আমার অভিজ্ঞতা বলছে, বিরোধীদের ডাকা হয় কিন্তু তারা আসেন না । অধীর চৌধুরীকে একবার ডেকেছিলাম তিনি আসেননি । সম্প্রতি নতুন রাজ্যপালের শপথে বিজেপি রাজ্য সভাপতিকে ডেকেছিলাম । আপনাকেও ডেকেছিলাম, আপনারা আসেননি । ডাকা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকেও ।" তবে বিজেপির অভিযোগ, কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দিয়েছেন । মমতার সাফ জবাব, "খাতায় কলমে তিনি বিজেপি বিধায়ক ।"

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুকে ঘরে ডাকলেন মমতা ! সৌজন্য সাক্ষাতে তোলপাড় রাজ্য-রাজনীতি

এরপরই মুখ্যমন্ত্রী চলচ্চিত্র উৎসবের জন্য সমস্ত বিধায়কদের আমন্ত্রণ জানান । তিনি বলেন, "এখানে সকলেই আমন্ত্রিত ।" একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এই মুহূর্তে রাজ্যে দুয়ারে সরকার চলছে । এখানে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি দেখা হয় না ।" এরপর মুখ্যমন্ত্রী বিজেপিকে পালটা আক্রমণ করে বলেন, "আপনারা বলছেন অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি । যেভাবে দেশে এজেন্সিরাজ চলছে, তা হলে আমি কী বলব, কেন্দ্রীয় সরকার কী করে চলে, অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি ।"

সংখ্যালঘুদের যেভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এ দিন তা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, সত্যিই যদি সংবিধান মানেন, তাহলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য মেনে নিতে অসুবিধা কোথায় । সংখ্যালঘু হলে কেন তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে ? কেন সুভাষচন্দ্রের হাতে গড়া প্ল্যানিং কমিশন আপনারা তুলে দিলেন !"

কলকাতা, 25 নভেম্বর: সংবিধান (Constitution Day) নিয়ে আলোচনা, সেখানেই টান টান উত্তেজনা (Mamata vs Suvendu)। একদিকে বক্তা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংবিধান দিবস শনিবার হলেও রাজ্য বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা ছিল শুক্রবার । সেখানেই বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে এক হাত নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । চুপ করে থাকেননি মমতাও । তাঁরই ভাষায় পালটা আক্রমণ ফিরিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ।

এ দিন বক্তব্য রাখতে উঠেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন বিরোধী দলনেতা । তিনি অভিযোগ করেন, মমতা রাজে গণতন্ত্র উপেক্ষিত । তিনি বলেন, "সংবিধানে লেখা, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল । আমাদের এখানে চলে, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি ।" এখানেই থেমে যাননি বিরোধী দলনেতা । তিনি আরও বলেন, "ভোটের সময় আমরা আমাদের রাজনীতি করব । কিন্তু বাকি সময় সংবিধান অনুযায়ী চলব । বিধানসভা থেকে এটাই শপথ নেওয়া উচিত ।" তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে বিরোধী দলনেতা বলেন, "প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকা হয় না । যথা সময় পৌরসভা নির্বাচন হয় না, প্রশাসক বসিয়ে চলছে ।"

বিরোধী দলনেতার এই বক্তব্যের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হয় কিন্তু আসেন না বিরোধীরা । রাজ্যপালের শপথ গ্রহণে বিরোধীদের ডাকা হয়েছিল ৷ না এসেছেন বিরোধী দলনেতা, না এসেছেন বিজেপির কেউ ।" এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "দলনেতা রাজ্য সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা সঠিক নয় । সবাইকে নিয়ে চলাই এই সরকারের লক্ষ্য । বরং কেন্দ্রীয় সরকারের মধ্যে সহিষ্ণুতার অভাব লক্ষ্য করা যাচ্ছে ।"

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, "বিরোধীরা বলছে তাদের প্রশাসনিক বৈঠকে, সরকারি অনুষ্ঠানে ডাকা হয় না । আমার অভিজ্ঞতা বলছে, বিরোধীদের ডাকা হয় কিন্তু তারা আসেন না । অধীর চৌধুরীকে একবার ডেকেছিলাম তিনি আসেননি । সম্প্রতি নতুন রাজ্যপালের শপথে বিজেপি রাজ্য সভাপতিকে ডেকেছিলাম । আপনাকেও ডেকেছিলাম, আপনারা আসেননি । ডাকা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকেও ।" তবে বিজেপির অভিযোগ, কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দিয়েছেন । মমতার সাফ জবাব, "খাতায় কলমে তিনি বিজেপি বিধায়ক ।"

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুকে ঘরে ডাকলেন মমতা ! সৌজন্য সাক্ষাতে তোলপাড় রাজ্য-রাজনীতি

এরপরই মুখ্যমন্ত্রী চলচ্চিত্র উৎসবের জন্য সমস্ত বিধায়কদের আমন্ত্রণ জানান । তিনি বলেন, "এখানে সকলেই আমন্ত্রিত ।" একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এই মুহূর্তে রাজ্যে দুয়ারে সরকার চলছে । এখানে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি দেখা হয় না ।" এরপর মুখ্যমন্ত্রী বিজেপিকে পালটা আক্রমণ করে বলেন, "আপনারা বলছেন অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি । যেভাবে দেশে এজেন্সিরাজ চলছে, তা হলে আমি কী বলব, কেন্দ্রীয় সরকার কী করে চলে, অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি ।"

সংখ্যালঘুদের যেভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এ দিন তা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, সত্যিই যদি সংবিধান মানেন, তাহলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য মেনে নিতে অসুবিধা কোথায় । সংখ্যালঘু হলে কেন তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে ? কেন সুভাষচন্দ্রের হাতে গড়া প্ল্যানিং কমিশন আপনারা তুলে দিলেন !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.