ETV Bharat / state

Mamata Suggests Green Crackers: শব্দবাজি নয়, সবুজ বাজি বানান; আয় কম হলেও জীবন বাঁচবে: মমতা - Duttapukur Blast

Mamata Banerjee Suggests Green Crackers:শব্দবাজি না বানিয়ে বাজি প্রস্তুতকারকদের সবুজ বাজি বানানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, সবুজ বাজি বানালে আয় কিছুটা কম হলেও জীবন বাঁচবে ৷

Mamata Suggests Green Crackers
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 3:45 PM IST

কলকাতা, 28 অগস্ট: শব্দবাজি ছেড়ে সবুজ বাজি তৈরি করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই পরামর্শ দিয়ে মমতা বলেছেন যে, সবুজ বাজি তৈরি করলে আয় কিছুটা কম হলেও, তাতে জীবন বাঁচবে । দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পরদিনই মমতার এই পরামর্শে এটা স্পষ্ট যে, তাঁর ইঙ্গিত ছিল ওই ঘটনার দিকেই ৷ তবে সরাসরি দত্তপুকুরের নাম করে এ দিন কিছু বলেননি মুখ্যমন্ত্রী ৷

বাজি শিল্পের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের পেশাগত ঝুঁকি কমাতে এ দিন সবুজ বাজি তৈরি করার পরামর্শ দেন মমতা । তিনি বলেন, "শব্দবাজি নয়, সবুজ বাজি তৈরি করুন । কারণ এই বাজি শিল্পে লক্ষ লক্ষ মানুষের জীবিকা আছে । আমি চাই তাঁরা বেঁচে থাকুক । তাতে হয়তো টাকা একটু কম উপার্জন হবে । কিন্তু জীবন তো বাঁচবে ।"

সোমবার এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষ মরছে । কিছুদিন আগে রেল দুর্ঘটনায় 300 জন মারা গেল । আবার মিজোরামে 24 জন মারা গেল । মিজোরাম, মণিপুর, উত্তরপ্রদেশ, গুজরাতে লোক মারা যাচ্ছে । কিন্তু সেখানে কোনও দল পাঠানো হচ্ছে না ।"

আরও পড়ুন: 'নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেবেন না', রাজ্যপালকে হুঁশিয়ারি মমতার

মমতার কথায়, "আমাদের স্কিলটা খুব ভালো । বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর । ওরা নির্মাণকাজে খুব ভালো ৷ কিছু দালাল এঁদের বাইরে নিয়ে যায় । কিন্তু নিরাপত্তা, সুরক্ষার বিষয়ে কিছু বলে না ।"

মিজোরামের দুর্ঘটনার পর বিরোধীরা ফের অভিযোগ করেছিল যে, রাজ্যে কাজ নেই বলেই ভিন রাজ্যে যেতে হচ্ছে রাজ্যের শ্রমিকদের ৷ পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমালোচনার জবাব দিয়ে এ দিন মমতা বলেছেন, "বাংলায় সব সুবিধা দেওয়া সত্ত্বেও কেউ বাইরে কাজ করতে গেলে সরকারের কিছু করার নেই । এখানে সব করে দিয়েছি । ব্যবসার টাকাও দেব বলেছি । তাও বাইরে গেলে আমি কী করতে পারি ? বাংলা শিক্ষায় এক নম্বর। তাও বাইরে অনেকেই পড়তে যান । যাঁর ক্ষমতা আছে তাঁরা বাইরে যেমন পড়তে যায়, তেমনই বাইরে কাজ করতেও যায় ৷"

কলকাতা, 28 অগস্ট: শব্দবাজি ছেড়ে সবুজ বাজি তৈরি করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই পরামর্শ দিয়ে মমতা বলেছেন যে, সবুজ বাজি তৈরি করলে আয় কিছুটা কম হলেও, তাতে জীবন বাঁচবে । দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পরদিনই মমতার এই পরামর্শে এটা স্পষ্ট যে, তাঁর ইঙ্গিত ছিল ওই ঘটনার দিকেই ৷ তবে সরাসরি দত্তপুকুরের নাম করে এ দিন কিছু বলেননি মুখ্যমন্ত্রী ৷

বাজি শিল্পের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের পেশাগত ঝুঁকি কমাতে এ দিন সবুজ বাজি তৈরি করার পরামর্শ দেন মমতা । তিনি বলেন, "শব্দবাজি নয়, সবুজ বাজি তৈরি করুন । কারণ এই বাজি শিল্পে লক্ষ লক্ষ মানুষের জীবিকা আছে । আমি চাই তাঁরা বেঁচে থাকুক । তাতে হয়তো টাকা একটু কম উপার্জন হবে । কিন্তু জীবন তো বাঁচবে ।"

সোমবার এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষ মরছে । কিছুদিন আগে রেল দুর্ঘটনায় 300 জন মারা গেল । আবার মিজোরামে 24 জন মারা গেল । মিজোরাম, মণিপুর, উত্তরপ্রদেশ, গুজরাতে লোক মারা যাচ্ছে । কিন্তু সেখানে কোনও দল পাঠানো হচ্ছে না ।"

আরও পড়ুন: 'নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেবেন না', রাজ্যপালকে হুঁশিয়ারি মমতার

মমতার কথায়, "আমাদের স্কিলটা খুব ভালো । বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর । ওরা নির্মাণকাজে খুব ভালো ৷ কিছু দালাল এঁদের বাইরে নিয়ে যায় । কিন্তু নিরাপত্তা, সুরক্ষার বিষয়ে কিছু বলে না ।"

মিজোরামের দুর্ঘটনার পর বিরোধীরা ফের অভিযোগ করেছিল যে, রাজ্যে কাজ নেই বলেই ভিন রাজ্যে যেতে হচ্ছে রাজ্যের শ্রমিকদের ৷ পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমালোচনার জবাব দিয়ে এ দিন মমতা বলেছেন, "বাংলায় সব সুবিধা দেওয়া সত্ত্বেও কেউ বাইরে কাজ করতে গেলে সরকারের কিছু করার নেই । এখানে সব করে দিয়েছি । ব্যবসার টাকাও দেব বলেছি । তাও বাইরে গেলে আমি কী করতে পারি ? বাংলা শিক্ষায় এক নম্বর। তাও বাইরে অনেকেই পড়তে যান । যাঁর ক্ষমতা আছে তাঁরা বাইরে যেমন পড়তে যায়, তেমনই বাইরে কাজ করতেও যায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.