ETV Bharat / state

Mamata on Bengal Tourism: তাদের হাত ধরেই বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বাংলা, দাবি মুখ্যমন্ত্রীর - বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে পর্যটন শিল্পের উন্নয়নে তাঁর সরকার কী কী কাজ করেছে বিধানসভায় তাঁর ফিরিস্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee speaks on Bengal Tourism)৷

ETV Bharat
Mamata Banerjee
author img

By

Published : Nov 24, 2022, 10:40 PM IST

কলকাতা, 24 নভেম্বর: তৃণমূল সরকারের হাত ধরেই রাজ্য বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ রাষ্ট্রসংঘের মঞ্চে রাজ্য পর্যটনের গন্তব্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, এটা বড় স্বীকৃতি এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "এই মুহূর্তে সাংস্কৃতিকও পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য । কাজেই রাজ্য সরকার চায় বিদেশি পর্যটকরা বেশি করে রাজ্যে আসুন ।"

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতে 3 হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee speaks on development of Bengal tourism) । উত্তরবঙ্গের পর্যটন শিল্পের উন্নয়নের কথা বলতে গিয়ে পর্যটকদের জীবনের কথা মাথায় রেখে রোপওয়েকে আরও সুরক্ষিত করার ঘোষণা করেন তিনি । বিধানসভায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, "আমি জয়ন্তীতে নতুন কটেজ বানিয়েছি । মাল থেকে নতুন রাস্তা করেছি । রোপওয়ে সুরক্ষিত করব । জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ ।"

এদিন বিধানসভায় হুগলির গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক প্রশ্ন করেন হুগলি জেলার পর্যটন শিল্পের বর্তমান অবস্থা নিয়ে । সেই প্রশ্নের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা পর্যটন নিয়ে অনেক কাজ করছি । হুগলিতে সবুজ দ্বীপ করেছি, রিসর্ট হয়েছে । ব্যান্ডেল চার্চ, চন্দননগর জগদ্ধাত্রী পুজো, শ্রীরামপুর মাহেশের রথ, তারকেশ্বর সব জায়গায় কাজ করেছি । হুগলি জেলায় সব আছে ।" পাশাপাশি, জয়রামবাটি-কামারপুকুরের পর্যটনের উন্নয়নের জন্য নতুন হাইওয়ে তৈরি করা হচ্ছে বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee in Assembly) ।

আরও পড়ুন: ইলিশ চাষে বাংলাদেশের নির্ভরতা কমাতে মমতার দাওয়াই বিধানসভায়

প্রসঙ্গত, পালাবদলের পর মুখ্যমন্ত্রী হয়ে জঙ্গলমহল ও পাহাড়ের পর্যটনে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিভিন্ন জায়গায় পরিকাঠামো উন্নয়ন করে, নতুন করে প্রকৃতি পর্যটন কেন্দ্র নির্মাণে উদ্যোগী হয়েছিলেন তিনি । ঘোষণা করেছিলেন, ট্যুরিজ়ম সার্কিট গড়ার । একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জঙ্গলমহল আর পাহাড়ের উদাহরণ দিয়ে বলতেন পাহাড় এবং জঙ্গলমহল হাসছে। সে সময় তাঁর হাসির পিছনে ছিল উন্নয়নের ছবি । এদিন তারই সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় মমতা বলেন, "জঙ্গলমহলে ছ'টি রাস্তা নতুন করে তৈরি হয়েছে । অযোধ্যা পাহাড়ে রিসর্ট তৈরি হয়েছে । ঝালদা, ঝাড়গ্রাম সবই উন্নত হচ্ছে । আগে রক্তাক্ত ছিল, মানুষ যেতে ভয় পেত । এখন শান্তি আছে ।" এদিন প্রশ্নোত্তর পর্বে পর্যটন নিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বলার সময় তাঁকে থামিয়ে বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee speaks on Bengal Tourism)।

কলকাতা, 24 নভেম্বর: তৃণমূল সরকারের হাত ধরেই রাজ্য বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ রাষ্ট্রসংঘের মঞ্চে রাজ্য পর্যটনের গন্তব্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, এটা বড় স্বীকৃতি এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "এই মুহূর্তে সাংস্কৃতিকও পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য । কাজেই রাজ্য সরকার চায় বিদেশি পর্যটকরা বেশি করে রাজ্যে আসুন ।"

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতে 3 হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee speaks on development of Bengal tourism) । উত্তরবঙ্গের পর্যটন শিল্পের উন্নয়নের কথা বলতে গিয়ে পর্যটকদের জীবনের কথা মাথায় রেখে রোপওয়েকে আরও সুরক্ষিত করার ঘোষণা করেন তিনি । বিধানসভায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, "আমি জয়ন্তীতে নতুন কটেজ বানিয়েছি । মাল থেকে নতুন রাস্তা করেছি । রোপওয়ে সুরক্ষিত করব । জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ ।"

এদিন বিধানসভায় হুগলির গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক প্রশ্ন করেন হুগলি জেলার পর্যটন শিল্পের বর্তমান অবস্থা নিয়ে । সেই প্রশ্নের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা পর্যটন নিয়ে অনেক কাজ করছি । হুগলিতে সবুজ দ্বীপ করেছি, রিসর্ট হয়েছে । ব্যান্ডেল চার্চ, চন্দননগর জগদ্ধাত্রী পুজো, শ্রীরামপুর মাহেশের রথ, তারকেশ্বর সব জায়গায় কাজ করেছি । হুগলি জেলায় সব আছে ।" পাশাপাশি, জয়রামবাটি-কামারপুকুরের পর্যটনের উন্নয়নের জন্য নতুন হাইওয়ে তৈরি করা হচ্ছে বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee in Assembly) ।

আরও পড়ুন: ইলিশ চাষে বাংলাদেশের নির্ভরতা কমাতে মমতার দাওয়াই বিধানসভায়

প্রসঙ্গত, পালাবদলের পর মুখ্যমন্ত্রী হয়ে জঙ্গলমহল ও পাহাড়ের পর্যটনে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিভিন্ন জায়গায় পরিকাঠামো উন্নয়ন করে, নতুন করে প্রকৃতি পর্যটন কেন্দ্র নির্মাণে উদ্যোগী হয়েছিলেন তিনি । ঘোষণা করেছিলেন, ট্যুরিজ়ম সার্কিট গড়ার । একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জঙ্গলমহল আর পাহাড়ের উদাহরণ দিয়ে বলতেন পাহাড় এবং জঙ্গলমহল হাসছে। সে সময় তাঁর হাসির পিছনে ছিল উন্নয়নের ছবি । এদিন তারই সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় মমতা বলেন, "জঙ্গলমহলে ছ'টি রাস্তা নতুন করে তৈরি হয়েছে । অযোধ্যা পাহাড়ে রিসর্ট তৈরি হয়েছে । ঝালদা, ঝাড়গ্রাম সবই উন্নত হচ্ছে । আগে রক্তাক্ত ছিল, মানুষ যেতে ভয় পেত । এখন শান্তি আছে ।" এদিন প্রশ্নোত্তর পর্বে পর্যটন নিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বলার সময় তাঁকে থামিয়ে বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee speaks on Bengal Tourism)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.