কলকাতা, 24 নভেম্বর: তৃণমূল সরকারের হাত ধরেই রাজ্য বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ রাষ্ট্রসংঘের মঞ্চে রাজ্য পর্যটনের গন্তব্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, এটা বড় স্বীকৃতি এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "এই মুহূর্তে সাংস্কৃতিকও পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য । কাজেই রাজ্য সরকার চায় বিদেশি পর্যটকরা বেশি করে রাজ্যে আসুন ।"
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতে 3 হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee speaks on development of Bengal tourism) । উত্তরবঙ্গের পর্যটন শিল্পের উন্নয়নের কথা বলতে গিয়ে পর্যটকদের জীবনের কথা মাথায় রেখে রোপওয়েকে আরও সুরক্ষিত করার ঘোষণা করেন তিনি । বিধানসভায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, "আমি জয়ন্তীতে নতুন কটেজ বানিয়েছি । মাল থেকে নতুন রাস্তা করেছি । রোপওয়ে সুরক্ষিত করব । জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ ।"
এদিন বিধানসভায় হুগলির গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক প্রশ্ন করেন হুগলি জেলার পর্যটন শিল্পের বর্তমান অবস্থা নিয়ে । সেই প্রশ্নের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা পর্যটন নিয়ে অনেক কাজ করছি । হুগলিতে সবুজ দ্বীপ করেছি, রিসর্ট হয়েছে । ব্যান্ডেল চার্চ, চন্দননগর জগদ্ধাত্রী পুজো, শ্রীরামপুর মাহেশের রথ, তারকেশ্বর সব জায়গায় কাজ করেছি । হুগলি জেলায় সব আছে ।" পাশাপাশি, জয়রামবাটি-কামারপুকুরের পর্যটনের উন্নয়নের জন্য নতুন হাইওয়ে তৈরি করা হচ্ছে বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee in Assembly) ।
আরও পড়ুন: ইলিশ চাষে বাংলাদেশের নির্ভরতা কমাতে মমতার দাওয়াই বিধানসভায়
প্রসঙ্গত, পালাবদলের পর মুখ্যমন্ত্রী হয়ে জঙ্গলমহল ও পাহাড়ের পর্যটনে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিভিন্ন জায়গায় পরিকাঠামো উন্নয়ন করে, নতুন করে প্রকৃতি পর্যটন কেন্দ্র নির্মাণে উদ্যোগী হয়েছিলেন তিনি । ঘোষণা করেছিলেন, ট্যুরিজ়ম সার্কিট গড়ার । একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জঙ্গলমহল আর পাহাড়ের উদাহরণ দিয়ে বলতেন পাহাড় এবং জঙ্গলমহল হাসছে। সে সময় তাঁর হাসির পিছনে ছিল উন্নয়নের ছবি । এদিন তারই সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় মমতা বলেন, "জঙ্গলমহলে ছ'টি রাস্তা নতুন করে তৈরি হয়েছে । অযোধ্যা পাহাড়ে রিসর্ট তৈরি হয়েছে । ঝালদা, ঝাড়গ্রাম সবই উন্নত হচ্ছে । আগে রক্তাক্ত ছিল, মানুষ যেতে ভয় পেত । এখন শান্তি আছে ।" এদিন প্রশ্নোত্তর পর্বে পর্যটন নিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বলার সময় তাঁকে থামিয়ে বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee speaks on Bengal Tourism)।