ETV Bharat / state

Mamata Banerjee: হচ্ছেটা কি! এইরকম গণতন্ত্র ছিল না তো আমাদের, প্রশ্ন মুখ্যমন্ত্রীর - জিএসটি

সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সেখান থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷

mamata-banerjee-slams-central-government-on-various-issues
Mamata Banerjee: হচ্ছেটা কি! এইরকম গণতন্ত্র ছিল না তো আমাদের, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Nov 14, 2022, 6:36 PM IST

কলকাতা, 14 নভেম্বর: আরও একবার কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নবান্নে সাংবাদিক সম্মেলন করে সোমবার একশো দিনের কাজ (MNREGS), আবাসন প্রকল্প, জিএসটির (GST) প্রাপ্য অর্থ না দেওয়া-সহ একাধিক ইস্যুতে আরও একবার কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দিল্লি গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন । এদিন সেই বৈঠকের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হলে জবাবে মুখ্যমন্ত্রী জানান, শুধু পঞ্চায়েত মন্ত্রী কেন, এই বিষয় নিয়ে তিনি নিজেও দিল্লি গিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে ৷ অথচ এর পরেও রাজ্যকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে । একের পর এক প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘100 দিনের টাকা এভাবে আটকে রাখা যায় না । এটা দেওয়াটা বাধ্যতামূলক । এখানে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে । তাই সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না । কেন্দ্রের অসহযোগিতার কারণে বহু গরিব মানুষ কাজ পাচ্ছে না ।’’ তিনি তথ্য দেন, ‘‘কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা সত্ত্বেও রাজ্য সরকার প্রায় 28 লক্ষ মানুষকে বিকল্প কর্মসংস্থান দিয়েছে । এবং আগামিদিনে এই সংখ্যাটা আরও বাড়বে । এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একান্তই ওরা যদি টাকা না দেয়, আমরা জানি কিভাবে কী করতে হয় ।’’

এদিনই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিরোধী নেতাদের ভূমিকার সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিতে কুচুটি করা বাংলাবিরোধী কাজ নয় ? শুধু কূটকচালি ! বাংলায় থেকে, বাংলার খেয়ে পরে দিল্লিকে বলছে, বাংলাকে টাকা দিও না । আমার বয়েই গিয়েছে দিল্লির টাকা নিতে । বাংলা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে । দিল্লির মনে রাখতে হবে, আমাদের আত্মসম্মান সব থেকে বড় জিনিস । এটা আমরা প্রাণ দিয়ে রক্ষা করব ।’’ এরপর বিকালে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

এদিন শুধু 100 দিনের কাজ নয়, অন্যান্য বিষয় নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘জিএসটির টাকা ওরা তুলে নিয়ে যাচ্ছে । কিন্তু আমরা দুঃখিত ট্যাক্সের থেকে যে টাকা রাজ্যকে দেওয়ার কথা, তা দেওয়া হচ্ছে না । আবাসন প্রকল্পের টাকা ওরা দিচ্ছে না । সড়ক যোজনার টাকাও ওরা দিচ্ছে না । সার দিচ্ছে না । অথচ হু হু করে পেট্রলের দাম বাড়াচ্ছে ।’’

মমতার ভাষায়, ‘‘মানুষকে অত্যাচার করা হচ্ছে, দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে চারিদিকে । সমস্ত নির্দেশ দিয়ে বলা হচ্ছে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোটার তালিকায় নাম তোলা হবে না । এটা কি হচ্ছে ! দেশটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, নাকি একটা পার্টির দেশ । এইরকম গণতন্ত্র ছিল না আমাদের ।’’

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মমতা

কলকাতা, 14 নভেম্বর: আরও একবার কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নবান্নে সাংবাদিক সম্মেলন করে সোমবার একশো দিনের কাজ (MNREGS), আবাসন প্রকল্প, জিএসটির (GST) প্রাপ্য অর্থ না দেওয়া-সহ একাধিক ইস্যুতে আরও একবার কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দিল্লি গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন । এদিন সেই বৈঠকের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হলে জবাবে মুখ্যমন্ত্রী জানান, শুধু পঞ্চায়েত মন্ত্রী কেন, এই বিষয় নিয়ে তিনি নিজেও দিল্লি গিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে ৷ অথচ এর পরেও রাজ্যকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে । একের পর এক প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘100 দিনের টাকা এভাবে আটকে রাখা যায় না । এটা দেওয়াটা বাধ্যতামূলক । এখানে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে । তাই সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না । কেন্দ্রের অসহযোগিতার কারণে বহু গরিব মানুষ কাজ পাচ্ছে না ।’’ তিনি তথ্য দেন, ‘‘কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা সত্ত্বেও রাজ্য সরকার প্রায় 28 লক্ষ মানুষকে বিকল্প কর্মসংস্থান দিয়েছে । এবং আগামিদিনে এই সংখ্যাটা আরও বাড়বে । এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একান্তই ওরা যদি টাকা না দেয়, আমরা জানি কিভাবে কী করতে হয় ।’’

এদিনই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিরোধী নেতাদের ভূমিকার সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিতে কুচুটি করা বাংলাবিরোধী কাজ নয় ? শুধু কূটকচালি ! বাংলায় থেকে, বাংলার খেয়ে পরে দিল্লিকে বলছে, বাংলাকে টাকা দিও না । আমার বয়েই গিয়েছে দিল্লির টাকা নিতে । বাংলা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে । দিল্লির মনে রাখতে হবে, আমাদের আত্মসম্মান সব থেকে বড় জিনিস । এটা আমরা প্রাণ দিয়ে রক্ষা করব ।’’ এরপর বিকালে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

এদিন শুধু 100 দিনের কাজ নয়, অন্যান্য বিষয় নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘জিএসটির টাকা ওরা তুলে নিয়ে যাচ্ছে । কিন্তু আমরা দুঃখিত ট্যাক্সের থেকে যে টাকা রাজ্যকে দেওয়ার কথা, তা দেওয়া হচ্ছে না । আবাসন প্রকল্পের টাকা ওরা দিচ্ছে না । সড়ক যোজনার টাকাও ওরা দিচ্ছে না । সার দিচ্ছে না । অথচ হু হু করে পেট্রলের দাম বাড়াচ্ছে ।’’

মমতার ভাষায়, ‘‘মানুষকে অত্যাচার করা হচ্ছে, দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে চারিদিকে । সমস্ত নির্দেশ দিয়ে বলা হচ্ছে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোটার তালিকায় নাম তোলা হবে না । এটা কি হচ্ছে ! দেশটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, নাকি একটা পার্টির দেশ । এইরকম গণতন্ত্র ছিল না আমাদের ।’’

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.