ETV Bharat / state

Mamata Banerjee on Manipur Issue: না-পারলে আমাদের দায়িত্ব দিন, আমরা মণিপুরে শান্তি ফেরাব: মমতা

মণিপুর নিয়ে বিধানসভায় প্রস্তাব আনে তৃণমূল । মুখ্যমন্ত্রী মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিধানসভায় । মণিপুরের অশান্তির জন্য এদিন সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 31, 2023, 5:38 PM IST

কলকাতা, 31 জুলাই: মণিপুরে শান্তি ফেরাতে না-পারলে, তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক । বিধানসভায় দাড়িয়ে মণিপুর ইস্যুতে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে, শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আবশ্যক বলেও জানান মুখ্যমন্ত্রী । যদিও মমতার বক্তব্যের মাঝেই বাংলার নারী নির্যাতন নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ।

এদিন মণিপুর নিয়ে বিধানসভায় প্রস্তাব আনে তৃণমূল । সেখানেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী । এদিন মমতার বক্তব্যের শুরু থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের বারবার অনুরোধ সত্ত্বেও অনড় থাকেন বিজেপি বিধায়করা । লাগাতার হট্টগোলের জেরে বেশ কয়েকবার চুপ করে যান মুখ্যমন্ত্রীও । আর তাতেই ক্ষিপ্ত হয়ে বিজেপিকে পালটা তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ঘেউ ঘেউ করার দল নই, আমরা গিরগিটির দল নই, টিকটিকির দল নই । আমরা মা-মাটি-মানুষের দল । প্রতিদিন বাংলাকে অসম্মান, অপমান অনেক সহ্য করেছি ।"

এরপরই মুখ্যমন্ত্রী মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিধানসভায় । মণিপুরের অশান্তির জন্য এদিন সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "মণিপুরের জন্য সারা দেশ আজ আমাদের দিকে তাকিয়ে আছে । যে কাজ সবাই করতে পারে না। বাংলা করে দেখায়। এক তরফা ফেক নিউজ ছড়িয়ে গিয়েছে বিজেপি । মানুষের কথা বলার স্বাধীনতা নেই । সারা দেশ জ্বলছে । বেটি জ্বালাও চলছে ।"

এখানেই শেষ নয়, এদিন প্রধানমন্ত্রীকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আপনারা যখন পারেননি তাহলে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখুন । 160 জন মানুষ মারা গিয়েছে, ভিডিয়ো দেখে মুখ লজ্জায় ঢেকেছে সারা দেশ । এটা বিজেপির তৈরি ফেক ভিডিয়ো নয় । আমরা মণিপুর নিয়ে লজ্জিত । আমি মনে করি প্রধানমন্ত্রীর অবিলম্বে বিবৃতি দেওয়া উচিৎ । মুখ খোলা উচিৎ । বারবার প্রধানমন্ত্রী বিদেশে যেতে পারেন । সেখানে বক্তব্য রাখতে পারেন আর মণিপুরে যেতে পারেন না ।"

আরও পড়ুন: খারিজি মাদ্রাসার স্বীকৃতি দিতে উচ্চ-পর্যায়ের কমিটি গড়ছে রাজ্য, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

এদিন কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা । রাজ্যের মাওবাদী বা পাহাড় সমস্যার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "শুধু বন্দুকের নল দিয়ে সব কিছু হয় না । শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে অনেক বড় সমস্যা মিটতে পারে । প্রধানমন্ত্রী যদি না পারেন, আমাদের দায়িত্ব দিন আমরা গিয়ে মণিপুরে শান্তি ফিরিয়ে আনব ।"

কলকাতা, 31 জুলাই: মণিপুরে শান্তি ফেরাতে না-পারলে, তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক । বিধানসভায় দাড়িয়ে মণিপুর ইস্যুতে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে, শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আবশ্যক বলেও জানান মুখ্যমন্ত্রী । যদিও মমতার বক্তব্যের মাঝেই বাংলার নারী নির্যাতন নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ।

এদিন মণিপুর নিয়ে বিধানসভায় প্রস্তাব আনে তৃণমূল । সেখানেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী । এদিন মমতার বক্তব্যের শুরু থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের বারবার অনুরোধ সত্ত্বেও অনড় থাকেন বিজেপি বিধায়করা । লাগাতার হট্টগোলের জেরে বেশ কয়েকবার চুপ করে যান মুখ্যমন্ত্রীও । আর তাতেই ক্ষিপ্ত হয়ে বিজেপিকে পালটা তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ঘেউ ঘেউ করার দল নই, আমরা গিরগিটির দল নই, টিকটিকির দল নই । আমরা মা-মাটি-মানুষের দল । প্রতিদিন বাংলাকে অসম্মান, অপমান অনেক সহ্য করেছি ।"

এরপরই মুখ্যমন্ত্রী মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিধানসভায় । মণিপুরের অশান্তির জন্য এদিন সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "মণিপুরের জন্য সারা দেশ আজ আমাদের দিকে তাকিয়ে আছে । যে কাজ সবাই করতে পারে না। বাংলা করে দেখায়। এক তরফা ফেক নিউজ ছড়িয়ে গিয়েছে বিজেপি । মানুষের কথা বলার স্বাধীনতা নেই । সারা দেশ জ্বলছে । বেটি জ্বালাও চলছে ।"

এখানেই শেষ নয়, এদিন প্রধানমন্ত্রীকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আপনারা যখন পারেননি তাহলে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখুন । 160 জন মানুষ মারা গিয়েছে, ভিডিয়ো দেখে মুখ লজ্জায় ঢেকেছে সারা দেশ । এটা বিজেপির তৈরি ফেক ভিডিয়ো নয় । আমরা মণিপুর নিয়ে লজ্জিত । আমি মনে করি প্রধানমন্ত্রীর অবিলম্বে বিবৃতি দেওয়া উচিৎ । মুখ খোলা উচিৎ । বারবার প্রধানমন্ত্রী বিদেশে যেতে পারেন । সেখানে বক্তব্য রাখতে পারেন আর মণিপুরে যেতে পারেন না ।"

আরও পড়ুন: খারিজি মাদ্রাসার স্বীকৃতি দিতে উচ্চ-পর্যায়ের কমিটি গড়ছে রাজ্য, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

এদিন কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা । রাজ্যের মাওবাদী বা পাহাড় সমস্যার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "শুধু বন্দুকের নল দিয়ে সব কিছু হয় না । শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে অনেক বড় সমস্যা মিটতে পারে । প্রধানমন্ত্রী যদি না পারেন, আমাদের দায়িত্ব দিন আমরা গিয়ে মণিপুরে শান্তি ফিরিয়ে আনব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.