ETV Bharat / state

বিজেপির বিরুদ্ধে অভিষেকের সুরে মমতার মুখেও ‘পকেটমার’ কটাক্ষ - তৃণমূল কংগ্রেস

Mamata Banerjee: বুধবার উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সেখানে তিনি বিজেপির তরফে তোলা ‘মমতা চোর’ স্লোগানের জবাব দেন ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সুরে তিনিও বিজেপির উদ্দেশ্যে ছুঁড়ে দেন ‘পকেটমার’ কটাক্ষ ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 2:46 PM IST

Updated : Dec 6, 2023, 4:08 PM IST

অভিষেকের সুরে মমতার মুখেও ‘পকেটমার’ কটাক্ষ

কলকাতা, 6 ডিসেম্বর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সম্প্রতি ‘চোর’ স্লোগান দিতে দেখা যাচ্ছে বিজেপিকে ৷ এই নিয়ে গেরুয়া শিবিরকে লক্ষ্য করে পালটা ‘পকেটমার’ কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ এবার সেই সুরেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কথায়, যারা নিজেরা পকেটমার, তারাই পকেটমার পকেটমার বলে চেঁচায় ।

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে বারবার সরব হতে দেখা গিয়েছে প্রধান বিরোধী দল বিজেপিকে ৷ কিন্তু গত বুধবার কলকাতায় অমিত শাহের সভার পর থেকেই সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে গেরুয়া শিবির ৷ বিধানসভা চত্বরে বারবার এই নিয়ে তারা সরব হয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা-বিধায়কের মুখে ‘মমতা চোর’ স্লোগান শোনা গিয়েছে ৷

এই নিয়ে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে ৷ গত সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে এই ইস্যুতে বিজেপি কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেদিন বলেন, ‘‘রাস্তায়, ভিড়ে বা বাসে যে চুরি করে, সে কিছুটা দূরে গিয়ে চোর চোর করে চিৎকার করে ৷ এগুলো হচ্ছে সেই পকেটমার ৷ নিজেরা পকেটমেরে চোর চোর বলে চিৎকার করে ৷ বাঙালি যদি ভাবে তাহলে মেলাতে পারবে ৷ বিজেপির নেতারা হচ্ছে এই পকেটমার ৷’’

বুধবার একই প্রসঙ্গ ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও ৷ তিনি অভিষেকের সুরে বিজেপিকে পকেটমার বলে কটাক্ষ করেন ৷ মমতা বলেন, ‘‘যারা পকেটমার, তারাই বেশি পকেটমার-পকেটমার করে চিৎকার করে । দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা । 15 লাখ টাকা দেওয়া থেকে শুরু করে কোভিডের সময় ফ্রি রেশন । অনেক কিছুই তো দেব বলেছিল, দিয়েছে ? আপনারাই বলুন না ? 15 লাখ টাকা করে কি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে । কোভিডের সময় থেকে সাধারণ মানুষের যে পকেট কাটা শুরু হয়েছে, সেটা কি থেমেছে ? সব কিছুই তো জনগণেরই পকেট কেটে হচ্ছে । যারা, পকেটমার তারাই রাস্তায় পকেটমার পকেটমার বলে চেঁচায় ।’’

বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘‘আমাদের এখানে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, সেটা রাখার চেষ্টা করা হয় । ওরা ভাঁওতা দেয় । নির্বাচনের সময় এক কথা বলে । নির্বাচন চলে গেলে আর এক কথা বলে ।’’ এ দিন একের পর এক কেন্দ্রীয় টিম পাঠানোর নিয়েও সরব হয়েছেন মমতা । তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই তারা একাধিক টিম পাঠিয়েছে । তাদের টিম পাঠাতে দিন । এদের আসল লক্ষ্য বিজেপিকে অক্সিজেন দেওয়া ।’’

অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যে অভিযোগগুলি তৃণমূল করছে, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং ৷ সেই নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী জানান, তিনি গিরিরাজ সিংয়ের বক্তব্য শুনেছেন ৷ এই নিয়ে তিনি আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন ৷

তিনি আরও জানান, এই নিয়ে তিনি আবারও দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ দিল্লি পুলিশের কাছে দিল্লি চলো কর্মসূচি করার অনুমতি চাওয়া হয়েছে ৷ সেই অনুমতি পেলে তিনি দিল্লি যাবেন ৷ তখনই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি দেখা করতে চান বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. পকেটমাররাই বেশি চোর-চোর চিৎকার করে, দুর্নীতি ইস্যুতে শুভেন্দুকে জবাব অভিষেকের
  2. 'মমতা চোর' বলায় শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমার
  3. বিধানসভার অন্দরেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, ওয়াক আউট করল বিজেপি

অভিষেকের সুরে মমতার মুখেও ‘পকেটমার’ কটাক্ষ

কলকাতা, 6 ডিসেম্বর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সম্প্রতি ‘চোর’ স্লোগান দিতে দেখা যাচ্ছে বিজেপিকে ৷ এই নিয়ে গেরুয়া শিবিরকে লক্ষ্য করে পালটা ‘পকেটমার’ কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ এবার সেই সুরেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কথায়, যারা নিজেরা পকেটমার, তারাই পকেটমার পকেটমার বলে চেঁচায় ।

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে বারবার সরব হতে দেখা গিয়েছে প্রধান বিরোধী দল বিজেপিকে ৷ কিন্তু গত বুধবার কলকাতায় অমিত শাহের সভার পর থেকেই সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে গেরুয়া শিবির ৷ বিধানসভা চত্বরে বারবার এই নিয়ে তারা সরব হয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা-বিধায়কের মুখে ‘মমতা চোর’ স্লোগান শোনা গিয়েছে ৷

এই নিয়ে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে ৷ গত সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে এই ইস্যুতে বিজেপি কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেদিন বলেন, ‘‘রাস্তায়, ভিড়ে বা বাসে যে চুরি করে, সে কিছুটা দূরে গিয়ে চোর চোর করে চিৎকার করে ৷ এগুলো হচ্ছে সেই পকেটমার ৷ নিজেরা পকেটমেরে চোর চোর বলে চিৎকার করে ৷ বাঙালি যদি ভাবে তাহলে মেলাতে পারবে ৷ বিজেপির নেতারা হচ্ছে এই পকেটমার ৷’’

বুধবার একই প্রসঙ্গ ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও ৷ তিনি অভিষেকের সুরে বিজেপিকে পকেটমার বলে কটাক্ষ করেন ৷ মমতা বলেন, ‘‘যারা পকেটমার, তারাই বেশি পকেটমার-পকেটমার করে চিৎকার করে । দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা । 15 লাখ টাকা দেওয়া থেকে শুরু করে কোভিডের সময় ফ্রি রেশন । অনেক কিছুই তো দেব বলেছিল, দিয়েছে ? আপনারাই বলুন না ? 15 লাখ টাকা করে কি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে । কোভিডের সময় থেকে সাধারণ মানুষের যে পকেট কাটা শুরু হয়েছে, সেটা কি থেমেছে ? সব কিছুই তো জনগণেরই পকেট কেটে হচ্ছে । যারা, পকেটমার তারাই রাস্তায় পকেটমার পকেটমার বলে চেঁচায় ।’’

বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘‘আমাদের এখানে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, সেটা রাখার চেষ্টা করা হয় । ওরা ভাঁওতা দেয় । নির্বাচনের সময় এক কথা বলে । নির্বাচন চলে গেলে আর এক কথা বলে ।’’ এ দিন একের পর এক কেন্দ্রীয় টিম পাঠানোর নিয়েও সরব হয়েছেন মমতা । তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই তারা একাধিক টিম পাঠিয়েছে । তাদের টিম পাঠাতে দিন । এদের আসল লক্ষ্য বিজেপিকে অক্সিজেন দেওয়া ।’’

অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যে অভিযোগগুলি তৃণমূল করছে, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং ৷ সেই নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী জানান, তিনি গিরিরাজ সিংয়ের বক্তব্য শুনেছেন ৷ এই নিয়ে তিনি আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন ৷

তিনি আরও জানান, এই নিয়ে তিনি আবারও দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ দিল্লি পুলিশের কাছে দিল্লি চলো কর্মসূচি করার অনুমতি চাওয়া হয়েছে ৷ সেই অনুমতি পেলে তিনি দিল্লি যাবেন ৷ তখনই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি দেখা করতে চান বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. পকেটমাররাই বেশি চোর-চোর চিৎকার করে, দুর্নীতি ইস্যুতে শুভেন্দুকে জবাব অভিষেকের
  2. 'মমতা চোর' বলায় শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমার
  3. বিধানসভার অন্দরেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, ওয়াক আউট করল বিজেপি
Last Updated : Dec 6, 2023, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.