কলকাতা, 13 জুন: আদ্যাপীঠে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তাঁর ভাইয়ের বউ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্দিরে পৌঁছন মমতা ৷ তবে এদিন রাজনৈতিক কথাবার্তা ও আলাপ-আলোচনা সমস্ত কিছু ব্যতিরেকে অতীতের একটি দিনের স্মৃতিচারণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ শুরুটা ছিল এমন...
"আমি আজকে আদ্যাপীঠে এসেছি আমার মাকে স্মরণ করে ৷ এই গল্পটা হয়তো অনেকের জানা নেই ৷ আমি বলিওনি ৷ আমি বলব আমার এই বলায় যদি কোনও ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন ৷ আমি ক্ষমাপ্রার্থী ৷ কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে থাকে ৷ আমি তখন রেলমন্ত্রী 2009 সাল ৷ আমার ছোট বোনকে নিয়ে মা এসেছিলেন আদ্যাপীঠে ৷ আমি একটা লাল পেড়ে সুতির শাড়ি কিনে দিয়ে পুজো দিয়ে আসতে বলেছিলাম মা'কে ৷ সেইমতো ভোর চারটে থেকে মা বসেছিলেন আদ্যাপীঠে ৷ যারা বিভিন্ন সময় কাপড় নিয়ে এসে ঠাকুরকে দেয় তারা আমার মাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি কাপড় এনেছেন ? মা বলেছিল হ্যাঁ এনেছি ৷ তখন কাপড়টা দেখার পর তারা মাকে বলেছিল আপনি একটু বসুন ৷ আমাদের আরও অনেক দামি দামি শাড়ি আসবে ৷ মাকে আমরা সাধারণত বেনারসী পরাই ৷ ভালো শাড়ি এলে যখন আমরা মাকে পড়াব, তখন আপনাদের এই শাড়িটা দিয়ে দেবেন আমরা পুজোয় দিয়ে দেব ৷ সেই শুনে আমার মা বসেই ছিল ৷ সেই ভোর 4টে থেকে বসে যখন বিকেল 5টা বাজল তখন একজন এসে মা কে বলল, আজকে তো একটাও শাড়ি আসেনি ৷ আপনার কাছে একটা নতুন শাড়ি আছে না ? মা বলেছিলেন, আপনাদের তো সকালেই বলেছি আমার মেয়ে আমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়ে পাঠিয়েছে ৷ কিন্তু আপনারা তো বললেন যে এটা পুজোর সঙ্গে দিয়ে দেবেন তাই আমি অপেক্ষা করছি ৷ এরপর পুরোহিত মশাই মায়ের শাড়িটা নিয়ে গিয়ে মাকে পরিয়ে দিল ৷ এই ঘটনাটা এখনও আমার মনে কাঁটা দেয় ৷"
রাজনীতির চেনা বৃত্তের বাইরে গিয়ে এদিন আদ্যাপীঠে এক অন্য মুখ্যমন্ত্রীকে দেখা যায় ৷ পরিবার প্রসঙ্গে একটি অজানা বিষয়ও এদিন তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন ৷ তাঁর কথায়, "আমাদের পরিবারের আরও একটি পরিচয় আছে, যেটা অনেকেই জানে না । এটা একটু অন্যরকম অনুষ্ঠান বলে বলছি । আমাদের ভাইবোনেদের ছেলেমেয়েরা বা ভাইবোনেরা যাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনারা শুনলে খুশি হবেন যে, সমস্ত জাতি-ধর্ম-সম্প্রদায়ের মানুষ আমাদের পরিবারে কেউ না কেউ বিয়ে করেছেনই ৷ ফলে সব ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মিলিত একটা সম্প্রীতি আমরা পরিবারের মধ্যেই গড়ে তুলেছি ৷ তাদের অনুষ্ঠানগুলো আমাদের অনুষ্ঠান হয় ৷ আমরা তো কারোরটা দেখে দিইনি, তাদের স্বাধীনতা ৷ তাদের বলেছি তোমরা ঠিক কর ৷ আমরা ওই নিমন্ত্রণটা খাই আর বরণটা করি ৷ এছাড়া আর যার যার নিজের নিজের স্বাধীন ৷"
আরও পড়ুন: ওড়িশার রেল দুর্ঘটনার ভয়াবহতা-অসহায়তা এবার মমতার কবিতায়