ETV Bharat / state

Mamata Meets Birbhum Leaders: বগটুই নিয়ে আক্ষেপ, আদতে কি সংখ্যালঘু ভোট হারানোর শঙ্কায় তৃণমূল ? - বগটুই

বীরভূম জেলার নেতাদের নিয়ে বৈঠকে বগটুই (Bogtui incident) নিয়ে আক্ষেপ শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় (Mamata Meets Birbhum Leaders)।

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 24, 2023, 8:06 PM IST

কলকাতা, 24 মার্চ: বগটুই নিয়ে আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় (Mamata Meets Birbhum Leaders)। বীরভূম জেলার নেতাদের নিয়ে বৈঠকে খুব স্বাভাবিকভাবেই এ দিন উঠে এসেছিল আশিস বন্দ্যোপাধ্যায়কে বগটুইয়ের ঘটনার বর্ষপূর্তিতে তাঁকে এলাকায় ঢুকতে না দেওয়ার প্রসঙ্গ ।

শুক্রবার বগটুইয়ে দলের সংগঠন দেখাশোনার ভার রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির উপরে থাকলেও এর সঙ্গে কাজল শেখকে ওই এলাকা দেখাশোনা করতে বলেছেন দলনেত্রী । তিনি তাঁকে নির্দেশ দিয়েছেন, মাঝেমধ্যে বগটুইয়ে গিয়ে ওই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে । পাশাপাশি সংখ্যালঘু প্রধান এই এলাকায় যেভাবে শাসক দলের প্রতি ওই পরিবারগুলির একাংশের ক্ষোভ দেখা গিয়েছে, তা নিয়ে মুখ খোলেন মমতা ।

সূত্রের খবর মুখ্যমন্ত্রী বলেছেন, "ওঁদের চাকরি দিয়েছি, ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়েছে, এমনকী সরকারের আর্থ-সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ এরপরেও ওঁদের কেউ কেউ বিরোধী দলের দিকে চলে যাচ্ছে ! ওঁদের জন্য কি কিছুই করা হয়নি !"

প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থন কমা নিয়ে চিন্তিত দেখা গিয়েছে রাজ্যের শাসক দলকে । ইতিমধ্যেই সাগরদিঘি নির্বাচনের পর দলের প্রতি সংখ্যালঘুদের সমর্থন কমেছে কি না তা যাচাইয়ের জন্য পাঁচজনের একটা কমিটি গড়েছে তৃণমূল । একইভাবে এ দিন বগটুইয়ের মতো সংখ্যালঘু এলাকায় দলের সমর্থন হারানো নিয়ে চিন্তিত মনে হল তৃণমূল নেত্রীকে । অন্তত তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্যের সূত্র ধরে যে তথ্য পাওয়া গিয়েছে তার থেকেই এমনটা অনুমান ।

আরও পড়ুন: বীরভূমের সংগঠন দেখবেন তিন নেতা, অনুব্রত কন্যার খেয়াল রাখার নির্দেশ মমতার

যদিও মুর্শিদাবাদ নিয়ে বৈঠকের সময় তৃণমূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল সংখ্যালঘু মানুষের সমর্থন তাদের সঙ্গেই রয়েছে । খুব সহজভাবেই এ দিনের আক্ষেপ যদি সত্যি হয়, তাহলে এটা ধরে নিতেই হবে যে, সংখ্যালঘু ভোট যা বিগত নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসের বড় শক্তি হয়ে দেখা দিয়েছিল, তা হারানো নিয়ে চিন্তিত রাজ্যের শাসক দল ।

কলকাতা, 24 মার্চ: বগটুই নিয়ে আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় (Mamata Meets Birbhum Leaders)। বীরভূম জেলার নেতাদের নিয়ে বৈঠকে খুব স্বাভাবিকভাবেই এ দিন উঠে এসেছিল আশিস বন্দ্যোপাধ্যায়কে বগটুইয়ের ঘটনার বর্ষপূর্তিতে তাঁকে এলাকায় ঢুকতে না দেওয়ার প্রসঙ্গ ।

শুক্রবার বগটুইয়ে দলের সংগঠন দেখাশোনার ভার রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির উপরে থাকলেও এর সঙ্গে কাজল শেখকে ওই এলাকা দেখাশোনা করতে বলেছেন দলনেত্রী । তিনি তাঁকে নির্দেশ দিয়েছেন, মাঝেমধ্যে বগটুইয়ে গিয়ে ওই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে । পাশাপাশি সংখ্যালঘু প্রধান এই এলাকায় যেভাবে শাসক দলের প্রতি ওই পরিবারগুলির একাংশের ক্ষোভ দেখা গিয়েছে, তা নিয়ে মুখ খোলেন মমতা ।

সূত্রের খবর মুখ্যমন্ত্রী বলেছেন, "ওঁদের চাকরি দিয়েছি, ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়েছে, এমনকী সরকারের আর্থ-সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ এরপরেও ওঁদের কেউ কেউ বিরোধী দলের দিকে চলে যাচ্ছে ! ওঁদের জন্য কি কিছুই করা হয়নি !"

প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থন কমা নিয়ে চিন্তিত দেখা গিয়েছে রাজ্যের শাসক দলকে । ইতিমধ্যেই সাগরদিঘি নির্বাচনের পর দলের প্রতি সংখ্যালঘুদের সমর্থন কমেছে কি না তা যাচাইয়ের জন্য পাঁচজনের একটা কমিটি গড়েছে তৃণমূল । একইভাবে এ দিন বগটুইয়ের মতো সংখ্যালঘু এলাকায় দলের সমর্থন হারানো নিয়ে চিন্তিত মনে হল তৃণমূল নেত্রীকে । অন্তত তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্যের সূত্র ধরে যে তথ্য পাওয়া গিয়েছে তার থেকেই এমনটা অনুমান ।

আরও পড়ুন: বীরভূমের সংগঠন দেখবেন তিন নেতা, অনুব্রত কন্যার খেয়াল রাখার নির্দেশ মমতার

যদিও মুর্শিদাবাদ নিয়ে বৈঠকের সময় তৃণমূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল সংখ্যালঘু মানুষের সমর্থন তাদের সঙ্গেই রয়েছে । খুব সহজভাবেই এ দিনের আক্ষেপ যদি সত্যি হয়, তাহলে এটা ধরে নিতেই হবে যে, সংখ্যালঘু ভোট যা বিগত নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসের বড় শক্তি হয়ে দেখা দিয়েছিল, তা হারানো নিয়ে চিন্তিত রাজ্যের শাসক দল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.