কলকাতা, ৮ জুন: তখনও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার ৷ তার মধ্যেই রুজিরা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তাঁকে ডাকা নিয়ে মন্তব্য করতে রাজি হলেন না তিনি । তিনি শুধু বলেন, ‘‘এটা আমার পরিবারের ব্যাপার । এ নিয়ে আমি কিছু বলব না । ও স্বাধীন মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, ভালো মেয়ে, শান্ত মেয়ে । ও নিজেরটা নিজেই বলবে ।’’ মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখার কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন রুজিরা । তিনি অবশ্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ।
প্রসঙ্গত, গত সোমবার দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেয় অভিবাসন দফতর । সেই সময় তাঁর হয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানিয়েছিলেন, রুজিরার মা অসুস্থ ৷ তাই বিদেশ যেতে চাইছিলেন ৷ ইডির কাছে অনুমতি চাওয়া হয় ৷ তখন কিছু বলা হয়নি ৷ অথচ বিমানবন্দরে হাজিরার নোটিশ ধরিয়ে দেওয়া হল । এটা অমানবিক ।
তবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য না করলেও যেভাবে সংবাদমাধ্যম ইডি বা সিবিআই-এর খবর প্রচার করছে, তা নিয়ে সমালোচনা করেন মমতা । তিনি বলেন, ‘‘সিবিআই অনেক মিথ্যে কথা আপনাদের খাওয়াচ্ছে আর আপনারা তা প্রচার করে যাচ্ছেন ৷ এটা ভুল । এরপর আমরাও কিন্তু ডিফামেশনে যেতে পারি । কারণ, আপনারা এভিডেন্স পাচ্ছেন কোথা থেকে । ট্রায়াল চলছে । মিডিয়া ট্রায়াল । কোনও তথ্যপ্রমাণ ছাড়াই এসব চলছে ।’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘আপনারা কী মনে করেন সিবিআই বড় বাঘ । আমরা তাদের ভয় পাই । তারা যা খুশি তাই করতে পারে । ভুলে যাবেন না তাদেরও সীমাবদ্ধতা আছে । তারা জনগণের চাকর । কিন্তু এখন তারা বিজেপি হয়ে কাজ করছে ।’’ তিনি আরও বলেন, ‘‘সিবিআই বিজেপির হয়ে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে ।’’
আরও পড়ুন: থাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন থেকে ভারতের নাগরিকত্ব পাওয়া, ইডির প্রশ্নের মুখে রুজিরা