কলকাতা, 11 সেপ্টেম্বর : বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনিতে কাজ শুরু হলে বাংলায় 100 বছরে কয়লার অভাব হবে না । নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর আশা, এতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে ।
আজ নবান্নে দেউচা-পাঁচামি কয়লা ব্লক নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী । বৈঠক শেষ মুখ্যমন্ত্রী বলেন, "এই কয়লার ব্লক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম । এখানে কাজ শুরু হলে এরাজ্যে আগামী 100 বছরেও কয়লার অভাব হবে না । রাজ্যের বাইরেও সরবরাহ করা সম্ভব হবে ।"
প্রায় তিন বছরের টানাপোড়েনের পর জুন মাসে বীরভূমের মহম্মদবাজার এলাকায় দেউচা-পাঁচামি কয়লাখনি হাতে পায় রাজ্য । কেন্দ্রীয় কয়লামন্ত্রক থেকে এ সংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র আসে । নবান্ন সূত্রে খবর, এই দুটি কয়লা খনি যৌথভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের বৃহত্তম কয়লা খনি । এখানে প্রায় 2,102 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে । এই প্রকল্পে 12 হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ।