ETV Bharat / state

কয়লা খনি চালু হলেই লাখ লাখ কর্মসংস্থানের সুযোগ : মমতা - দেউচা ও পাঁচামি কয়লা খনি

দেউচা ও পাঁচামি কয়লা খনিতে কাজ শুরু হলে বাংলায় 100 বছরে কয়লার অভাব হবে না । এতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে । নবান্নে বললেন মুখ্যমন্ত্রী ।

মমতা
author img

By

Published : Sep 11, 2019, 6:16 PM IST

Updated : Sep 11, 2019, 6:22 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনিতে কাজ শুরু হলে বাংলায় 100 বছরে কয়লার অভাব হবে না । নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর আশা, এতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে ।

আজ নবান্নে দেউচা-পাঁচামি কয়লা ব্লক নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী । বৈঠক শেষ মুখ্যমন্ত্রী বলেন, "এই কয়লার ব্লক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম । এখানে কাজ শুরু হলে এরাজ্যে আগামী 100 বছরেও কয়লার অভাব হবে না । রাজ্যের বাইরেও সরবরাহ করা সম্ভব হবে ।"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

প্রায় তিন বছরের টানাপোড়েনের পর জুন মাসে বীরভূমের মহম্মদবাজার এলাকায় দেউচা-পাঁচামি কয়লাখনি হাতে পায় রাজ্য । কেন্দ্রীয় কয়লামন্ত্রক থেকে এ সংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র আসে । নবান্ন সূত্রে খবর, এই দুটি কয়লা খনি যৌথভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের বৃহত্তম কয়লা খনি । এখানে প্রায় 2,102 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে । এই প্রকল্পে 12 হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনিতে কাজ শুরু হলে বাংলায় 100 বছরে কয়লার অভাব হবে না । নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর আশা, এতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে ।

আজ নবান্নে দেউচা-পাঁচামি কয়লা ব্লক নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী । বৈঠক শেষ মুখ্যমন্ত্রী বলেন, "এই কয়লার ব্লক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম । এখানে কাজ শুরু হলে এরাজ্যে আগামী 100 বছরেও কয়লার অভাব হবে না । রাজ্যের বাইরেও সরবরাহ করা সম্ভব হবে ।"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

প্রায় তিন বছরের টানাপোড়েনের পর জুন মাসে বীরভূমের মহম্মদবাজার এলাকায় দেউচা-পাঁচামি কয়লাখনি হাতে পায় রাজ্য । কেন্দ্রীয় কয়লামন্ত্রক থেকে এ সংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র আসে । নবান্ন সূত্রে খবর, এই দুটি কয়লা খনি যৌথভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের বৃহত্তম কয়লা খনি । এখানে প্রায় 2,102 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে । এই প্রকল্পে 12 হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ।

Intro:কলকাতা, 11 সেপ্টেম্বর: দেউচা ও পাঁচামি কয়লার ব্লক নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। ওই ব্লকের কাজ শুরু নিয়ে এবার তৎপর হবে রাজ্য। বিষয়টি নিয়ে মুখ্য সচিবের নির্দেশে তৈরি হয়েছে একটি কমিটি। মমতার দাবি, এই কয়লার ব্লক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। দেউচা ও পাঁচামিতে কাজ শুরু হলে বাংলায় 100 বছরের কয়লার হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর আশা সেখানে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। Body:বিস্তারিত আসছেConclusion:
Last Updated : Sep 11, 2019, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.