ETV Bharat / state

Mamata Banerjee: ইউনিফর্ম সিভিল কোড আটকাব, মোদিকে নিশানা করতে গিয়ে বললেন মমতা - অভিন্ন দেওয়ানি বিধি

তিনি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড মানবেন না ৷ শনিবার স্পষ্টভাবে একথা জানিয়েছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এনআরসি, সিএএ-এর মতো করেই এর বিরোধিতার কথা জানিয়েছেন তিনি ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 12, 2023, 10:42 PM IST

Updated : Aug 12, 2023, 11:08 PM IST

কলকাতা, 12 অগস্ট: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডে সমর্থন নেই তৃণমূলের । শনিবার প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে । এই অবস্থায় নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী । এদিন এক অডিয়ো বার্তায় তিনি বলেন, "একদম হবে না ইউনিফর্ম সিভিল কোড ৷ যেভাবে সিএএ, এনআরসি আটকেছি, সেভাবেই ইউনিফর্ম সিভিল কোড আটকাব ৷"

এদিন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই দেশটা অনেক বড় দেশ । বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের একতা । হিন্দুদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে । মুসলিমদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে । আদিবাসীদের মধ্যেও আছে, খ্রিষ্টানদের মধ্যেও আছে । কখনও এসব চিন্তা করে দেখেছেন । কারওর সঙ্গে কোনও বিষয়ে কিছু নিয়ে আলোচনা করেন না । কিছু আলোচনা করেন না । চুপচাপ বসে থাকে ন। আর দূরদর্শনটাকে মোদি দর্শন থেকে শুরু করে, মন কি বাত থেকে শুরু করে বিজেপি কা বাত করেন ।" এর আগেও অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী । এদিন তার বক্তব্যে এরই পুনরাবৃত্তি শোনা গেল ।

এদিন বিজেপি নেতাদের দুর্নীতি নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, চোরদের পুষেছে বিজেপি, তারা ভাজপার ওয়াশিং মেশিনে গেলে সাদা হয়ে যায় । চোর-ডাকাত সব বসে আছে বিজেপি পার্টিতে । সবচেয়ে বড় কথা মহিলাদের উপর অত্যাচার আজ এত বেড়ে গিয়েছে যা কখনওই দেশে হয়নি । মহিলারা এত অসম্মানিত বোধ কখনও করেনি ।

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে রাজভবনকে দিয়ে সমান্তরাল শাসন চালানোর অভিযোগ মমতার

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন," আপনাকে বলি আগে নিজের রাজ্যগুলিকে সামলান । বাংলা শান্তিতে চলছে, বাংলাকে শান্তিতে চলতে দিন । আপনি টাকা দিচ্ছেন না তা সত্ত্বেও তো আমরা চালাচ্ছি । আপনি সারাক্ষণ যদি বাংলা এই করছে, বাংলা ওই করছে, বাংলাকে দেখে নেব এমন করেন দেশ সামলাবেন কি করে ! আপনি যদি বাংলা দখল করার কথা ভাবেন মনে রাখবেন বাংলাই শেষ কথা বলবে । বাংলার মানুষ কখনও মাথা নত করে না আর এই সমস্ত দাঙ্গার রাজনীতির কাছে মাথা নত করে না ।"

কলকাতা, 12 অগস্ট: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডে সমর্থন নেই তৃণমূলের । শনিবার প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে । এই অবস্থায় নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী । এদিন এক অডিয়ো বার্তায় তিনি বলেন, "একদম হবে না ইউনিফর্ম সিভিল কোড ৷ যেভাবে সিএএ, এনআরসি আটকেছি, সেভাবেই ইউনিফর্ম সিভিল কোড আটকাব ৷"

এদিন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই দেশটা অনেক বড় দেশ । বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের একতা । হিন্দুদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে । মুসলিমদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে । আদিবাসীদের মধ্যেও আছে, খ্রিষ্টানদের মধ্যেও আছে । কখনও এসব চিন্তা করে দেখেছেন । কারওর সঙ্গে কোনও বিষয়ে কিছু নিয়ে আলোচনা করেন না । কিছু আলোচনা করেন না । চুপচাপ বসে থাকে ন। আর দূরদর্শনটাকে মোদি দর্শন থেকে শুরু করে, মন কি বাত থেকে শুরু করে বিজেপি কা বাত করেন ।" এর আগেও অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী । এদিন তার বক্তব্যে এরই পুনরাবৃত্তি শোনা গেল ।

এদিন বিজেপি নেতাদের দুর্নীতি নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, চোরদের পুষেছে বিজেপি, তারা ভাজপার ওয়াশিং মেশিনে গেলে সাদা হয়ে যায় । চোর-ডাকাত সব বসে আছে বিজেপি পার্টিতে । সবচেয়ে বড় কথা মহিলাদের উপর অত্যাচার আজ এত বেড়ে গিয়েছে যা কখনওই দেশে হয়নি । মহিলারা এত অসম্মানিত বোধ কখনও করেনি ।

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে রাজভবনকে দিয়ে সমান্তরাল শাসন চালানোর অভিযোগ মমতার

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন," আপনাকে বলি আগে নিজের রাজ্যগুলিকে সামলান । বাংলা শান্তিতে চলছে, বাংলাকে শান্তিতে চলতে দিন । আপনি টাকা দিচ্ছেন না তা সত্ত্বেও তো আমরা চালাচ্ছি । আপনি সারাক্ষণ যদি বাংলা এই করছে, বাংলা ওই করছে, বাংলাকে দেখে নেব এমন করেন দেশ সামলাবেন কি করে ! আপনি যদি বাংলা দখল করার কথা ভাবেন মনে রাখবেন বাংলাই শেষ কথা বলবে । বাংলার মানুষ কখনও মাথা নত করে না আর এই সমস্ত দাঙ্গার রাজনীতির কাছে মাথা নত করে না ।"

Last Updated : Aug 12, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.