ETV Bharat / state

200 লোক এনে চোখ রাঙাবেন না; তৃণমূলের ধরনা মঞ্চে বাম ছাত্রদের কটাক্ষ মমতার - mamata banerjee on left students

‘‘এক ঘণ্টা সময় দিন 10 লাখ লোক এনে দেখিয়ে দিচ্ছি ৷ আমার সঙ্গে এক একটা মিছিলে 5 লাখ করে লোক হাঁটেন, তাই 200 লোক এনে আমাকে চোখ রাঙাবেন না ৷’’ তৃণমূলের ধরণা মঞ্চ থেকে বাম ছাত্রদের বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

image
মমতা
author img

By

Published : Jan 12, 2020, 9:02 AM IST

Updated : Jan 12, 2020, 10:51 AM IST

কলকাতা, 12 জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন বৈঠক করেছেন? বৈঠকে কোনও রফা হয়েছে কি ? রাতে বাম ছাত্রদের এসব প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তবে তাদের পালটাও দিয়েছেন তিনি । মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন,‘‘আমি সবাইকে ভালবাসি । তা বলে এই নয়, 200 লোক এনে আমাকে চোখ রাঙাবেন । আমাকে এক ঘণ্টা সময় দিন, দশ লাখ লোক এনে দেখিয়ে দিচ্ছি ।’’


মিলেনিয়াম পার্কে থাকাকালীনই মমতা খবর পান, রানী রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র সংগঠনের ধরনা মঞ্চে হামলা করছে বাম ছাত্র-ছাত্রীরা । খবর পেয়ে মিলেনিয়াম পার্ক থেকে সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চে এসে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল নেত্রী মঞ্চে হাজির হতেই বামপন্থী ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে ।

তৃণমূল ধরণা মঞ্চে মমতা

সুর করে স্লোগান ও মমতাকে উদ্দেশ্য করে গান শুরু হয়, ‘‘দিদি তুমি কার দলে’’ । যদিও বিক্ষোভরত ছাত্রদের বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করেন মমতা । কিন্তু তাতেও পিছু হটেনা বিক্ষোভকারীরা ।

পরিস্থিতি বেগতিক হওয়ায় মঞ্চ চত্বরে আসেন কলকাতা পুলিশ কমিশনারসহ পুলিশের শীর্ষ আধিকারিকরা । অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো তৃণমূলের শীর্ষ নেতারাও আসেন । তৃণমূল ছাত্র পরিষদের কয়েকশো ছাত্রও চলে আসে মঞ্চের কাছাকাছি । কিছুটা সময় পরে অবস্থা স্বাভাবিক হতে শুরু করে । হাতে মাইক্রোফোন ধরে হুঁশিয়ারি দিয়ে মমতা জানিয়ে দেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে । আমি সবাইকে ভালবাসি । তা বলে এই নয় আপনারা 200 লোক এনে আমাকে চোখ রাঙাবেন । আমাকে এক ঘন্টা সময় দিন 10 লাখ লোক এনে দেখিয়ে দিচ্ছি ।"

কলকাতা, 12 জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন বৈঠক করেছেন? বৈঠকে কোনও রফা হয়েছে কি ? রাতে বাম ছাত্রদের এসব প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তবে তাদের পালটাও দিয়েছেন তিনি । মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন,‘‘আমি সবাইকে ভালবাসি । তা বলে এই নয়, 200 লোক এনে আমাকে চোখ রাঙাবেন । আমাকে এক ঘণ্টা সময় দিন, দশ লাখ লোক এনে দেখিয়ে দিচ্ছি ।’’


মিলেনিয়াম পার্কে থাকাকালীনই মমতা খবর পান, রানী রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র সংগঠনের ধরনা মঞ্চে হামলা করছে বাম ছাত্র-ছাত্রীরা । খবর পেয়ে মিলেনিয়াম পার্ক থেকে সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চে এসে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল নেত্রী মঞ্চে হাজির হতেই বামপন্থী ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে ।

তৃণমূল ধরণা মঞ্চে মমতা

সুর করে স্লোগান ও মমতাকে উদ্দেশ্য করে গান শুরু হয়, ‘‘দিদি তুমি কার দলে’’ । যদিও বিক্ষোভরত ছাত্রদের বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করেন মমতা । কিন্তু তাতেও পিছু হটেনা বিক্ষোভকারীরা ।

পরিস্থিতি বেগতিক হওয়ায় মঞ্চ চত্বরে আসেন কলকাতা পুলিশ কমিশনারসহ পুলিশের শীর্ষ আধিকারিকরা । অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো তৃণমূলের শীর্ষ নেতারাও আসেন । তৃণমূল ছাত্র পরিষদের কয়েকশো ছাত্রও চলে আসে মঞ্চের কাছাকাছি । কিছুটা সময় পরে অবস্থা স্বাভাবিক হতে শুরু করে । হাতে মাইক্রোফোন ধরে হুঁশিয়ারি দিয়ে মমতা জানিয়ে দেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে । আমি সবাইকে ভালবাসি । তা বলে এই নয় আপনারা 200 লোক এনে আমাকে চোখ রাঙাবেন । আমাকে এক ঘন্টা সময় দিন 10 লাখ লোক এনে দেখিয়ে দিচ্ছি ।"

Intro:

মোদির সঙ্গে সেটিং বৈঠক ? বাম ছাত্রদের প্রশ্নের মুখে মমতা : ২০০ লোক এনে চোখ রাঙবেন না , পাল্টা দিলেন তৃণমূল নেত্রী


কলকাতা, ১১ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেনও বৈঠক করেছেন ? সেটিং বৈঠকে কোনও সেটিং হয়েছে কি ? রাতে বাম ছাত্রদের এসব প্রশ্ন বানের মুখে অসস্তিতে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাদের পাল্টা দিতে ছাড়েন নি তিনিও। মাইক হাতে মঞ্চে দাঁড়িয়ে মমতা রীতিমতো হুমকির সুরে বলেন, "আমি সবাইকে ভালবাসি। তা বলে এই নয় যে, ২০০ লোক এনে আমাকে চোখ রাঙাবেন। আমাকে এক ঘণ্টা সময় দিন দশ লক্ষ লোক এনে দেখিয়ে দিচ্ছি।'

Body:মিলিনিয়াম পার্কের কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই মমতা খবর পান, রানী রাসমণি এ্যভেনিউয়ে দলের ছাত্র সংগঠনের ধর্না মঞ্চে হামলা করছে বাম ছাত্র - ছাত্রীরা। বিক্ষোভ দেখাচ্ছেন তারা। খবর পেয়ে মিলিনিয়াম পার্ক থেকে সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের সভা মঞ্চে এসে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা মঞ্চে হাজির হতেই বামপন্থী ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁরা সুর করে স্লোগান তোলেন। মমতাকে উদ্দেশ্য করে " তারা গান ধরেন দিদি তুমি কার দলে' । যদিও বিক্ষোভরত ছাত্রদের বেশ কিছুক্ষণ যাবত বোঝানোর চেষ্টা করেন মমতা। নিজের অবস্থান আর একবার স্পষ্ট করে দেন। তাতেও পিছপা হয়না বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরিস্থিতি বেগতিক হওয়ায় মঞ্চ চত্বরে আসেন কলকাতা পুলিশ কমিশনারসহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো দলের শীর্ষ নেতারাও আসেন। তৃণমূল ছাত্র পরিষদের কয়েকশো ছাত্র চলে আসে মঞ্চের কাছাকাছি। কিছুটা সময় পরে অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। হাতে মাইক ধরে রীতিমতো হুমকি সুরে মমতা জানিয়ে দেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। আমি সবাইকে ভালবাসি । তা বলে এই নয় আপনারা ২০০ লোক এনে আমাকে চোখ রাঙাচ্ছেন। আমাকে এক ঘন্টা টাইম দিন ১০ লক্ষ্য লোকেদের দেখিয়ে দিচ্ছি।," প্রসঙ্গত, তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে বিকেলে একবার যোগ দিয়েছিলেন মমতা। কিন্তু মঞ্চে হামলার খবর পেয়ে আবারো তাঁকে রাতে আসতে হয়। তবে মাথা ঠান্ডা রেখে বিক্ষোভরত বামপন্থী ছাত্র ছাত্রীদের বিরত করেন তিনি। নরমে গরমে কৌশলী পদক্ষেপে তাদের নিরস্ত্র করে ড্যামেজ কন্ট্রোল করেন মমতা।

Conclusion:
Last Updated : Jan 12, 2020, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.