কলকাতা, 12 জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন বৈঠক করেছেন? বৈঠকে কোনও রফা হয়েছে কি ? রাতে বাম ছাত্রদের এসব প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তবে তাদের পালটাও দিয়েছেন তিনি । মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন,‘‘আমি সবাইকে ভালবাসি । তা বলে এই নয়, 200 লোক এনে আমাকে চোখ রাঙাবেন । আমাকে এক ঘণ্টা সময় দিন, দশ লাখ লোক এনে দেখিয়ে দিচ্ছি ।’’
মিলেনিয়াম পার্কে থাকাকালীনই মমতা খবর পান, রানী রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র সংগঠনের ধরনা মঞ্চে হামলা করছে বাম ছাত্র-ছাত্রীরা । খবর পেয়ে মিলেনিয়াম পার্ক থেকে সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চে এসে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল নেত্রী মঞ্চে হাজির হতেই বামপন্থী ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে ।
সুর করে স্লোগান ও মমতাকে উদ্দেশ্য করে গান শুরু হয়, ‘‘দিদি তুমি কার দলে’’ । যদিও বিক্ষোভরত ছাত্রদের বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করেন মমতা । কিন্তু তাতেও পিছু হটেনা বিক্ষোভকারীরা ।
পরিস্থিতি বেগতিক হওয়ায় মঞ্চ চত্বরে আসেন কলকাতা পুলিশ কমিশনারসহ পুলিশের শীর্ষ আধিকারিকরা । অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো তৃণমূলের শীর্ষ নেতারাও আসেন । তৃণমূল ছাত্র পরিষদের কয়েকশো ছাত্রও চলে আসে মঞ্চের কাছাকাছি । কিছুটা সময় পরে অবস্থা স্বাভাবিক হতে শুরু করে । হাতে মাইক্রোফোন ধরে হুঁশিয়ারি দিয়ে মমতা জানিয়ে দেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে । আমি সবাইকে ভালবাসি । তা বলে এই নয় আপনারা 200 লোক এনে আমাকে চোখ রাঙাবেন । আমাকে এক ঘন্টা সময় দিন 10 লাখ লোক এনে দেখিয়ে দিচ্ছি ।"