ETV Bharat / state

Mamata Banerjee Foreign Tour: পাঁচ বছর বাদে বিদেশযাত্রা, দুবাইয়ের উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রী মমতার - Mamata Banerjee

বিদেশি লগ্নি আনতেই দুবাই ও স্পেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের একথাই বললেন তৃণমূল প্রধান ৷

ETV Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 10:17 AM IST

Updated : Sep 12, 2023, 11:12 AM IST

মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দুবাই ও স্পেনের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 12 সেপ্টেম্বর: দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, "আমরা পাঁচ বছর পর যাচ্ছি ৷ স্পেন কলকাতা বইমেলায় এসেছিল ৷ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তারা থিম দেশ ছিল ৷ ওখানে অনেক শিল্প আছে ৷" সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 9.40 মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান দুবাইয়ের পথে উড়ে গিয়েছে ৷

এদিন কলকাতা বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং আরও অনেকে ৷ সোমবারই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন ৷ এদিন তিনি জানান, 12 তারিখ তিনি ও তাঁর সঙ্গে থাকা প্রতিনিধি দলটি প্রথম দুবাইয়ে যাবে ৷ মঙ্গলবার সেখানেই থাকবেন তাঁরা ৷ বুধবার স্পেনে যাওয়ার বিমানে উঠবেন ৷ বিদেশি লগ্নি আনতেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: শিল্পের সঙ্গে ফুটবলেও বিনিয়োগ আনতে আগ্রহী মুখ্যমন্ত্রী, মমতার সঙ্গে বৈঠকের সূচিপ্রকাশ লা লিগার

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁর সফর সম্বন্ধে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী বলেন, "দুবাইতে বাণিজ্য সম্মেলন আছে ৷ প্রবসী ভারতীয়দের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ৷ দেখা যাক কী হয় ৷" সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্পেন সফরের বিষয়টি নিশ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সৌরভও মাদ্রিদ যাচ্ছেন ৷ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়েরও একজন করে প্রতিনিধি যাচ্ছেন ৷" জানা গিয়েছে, মহারাজ লন্ডন থেকে সোজা মাদ্রিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেবেন ৷ মুখ্যমন্ত্রীর এই সফর সম্পর্কে যথেষ্ট আশাবাদী তার সফরসঙ্গী শিল্পপতি সঞ্জয় বুদিয়া।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মঙ্গলবার, 12 সেপ্টেম্বর তিনি দুবাইয়ে থাকবেন ৷ স্পেনের রাজধানী মাদ্রিদে যাওয়ার বিমান না-থাকায় আজ রাত সেখানেই থাকবেন ৷ বুধবার, 13 সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনগামী বিমানে উঠবেন ৷

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে দিল্লিতে ধরনার অনুমতি না-মিললে রাজঘাটে হবে প্রার্থনা, বললেন মমতা

তিনি বলেন, "আমরা তিনদিন মাদ্রিদে থাকব ৷ এই সময় এক বাণিজ্য সম্মেলনে অংশ নেব ৷ প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলব ৷ সেখান থেকে ট্রেনে বার্সেলোনা যাব ৷ এই শহরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস-এর একটি বৈঠক হবে ৷ তাতে অংশ নেব ৷" তিনি আক্ষেপের সুরে বলেন, "পাঁচ বছর বাদে বিদেশে যাচ্ছি ৷ এর আগে আমন্ত্রণ থাকলেও আমাদের বিদেশে যেতে দেওয়া হয়নি ৷" 12 দিনের বিদেশ সফর শেষে 23 সেপ্টেম্বর তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে ৷ ফেরার পথেও দুবাই হয়েই পশ্চিমবঙ্গে আসবেন ৷

মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দুবাই ও স্পেনের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 12 সেপ্টেম্বর: দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, "আমরা পাঁচ বছর পর যাচ্ছি ৷ স্পেন কলকাতা বইমেলায় এসেছিল ৷ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তারা থিম দেশ ছিল ৷ ওখানে অনেক শিল্প আছে ৷" সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 9.40 মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান দুবাইয়ের পথে উড়ে গিয়েছে ৷

এদিন কলকাতা বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং আরও অনেকে ৷ সোমবারই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন ৷ এদিন তিনি জানান, 12 তারিখ তিনি ও তাঁর সঙ্গে থাকা প্রতিনিধি দলটি প্রথম দুবাইয়ে যাবে ৷ মঙ্গলবার সেখানেই থাকবেন তাঁরা ৷ বুধবার স্পেনে যাওয়ার বিমানে উঠবেন ৷ বিদেশি লগ্নি আনতেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: শিল্পের সঙ্গে ফুটবলেও বিনিয়োগ আনতে আগ্রহী মুখ্যমন্ত্রী, মমতার সঙ্গে বৈঠকের সূচিপ্রকাশ লা লিগার

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁর সফর সম্বন্ধে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী বলেন, "দুবাইতে বাণিজ্য সম্মেলন আছে ৷ প্রবসী ভারতীয়দের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ৷ দেখা যাক কী হয় ৷" সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্পেন সফরের বিষয়টি নিশ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সৌরভও মাদ্রিদ যাচ্ছেন ৷ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়েরও একজন করে প্রতিনিধি যাচ্ছেন ৷" জানা গিয়েছে, মহারাজ লন্ডন থেকে সোজা মাদ্রিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেবেন ৷ মুখ্যমন্ত্রীর এই সফর সম্পর্কে যথেষ্ট আশাবাদী তার সফরসঙ্গী শিল্পপতি সঞ্জয় বুদিয়া।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মঙ্গলবার, 12 সেপ্টেম্বর তিনি দুবাইয়ে থাকবেন ৷ স্পেনের রাজধানী মাদ্রিদে যাওয়ার বিমান না-থাকায় আজ রাত সেখানেই থাকবেন ৷ বুধবার, 13 সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনগামী বিমানে উঠবেন ৷

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে দিল্লিতে ধরনার অনুমতি না-মিললে রাজঘাটে হবে প্রার্থনা, বললেন মমতা

তিনি বলেন, "আমরা তিনদিন মাদ্রিদে থাকব ৷ এই সময় এক বাণিজ্য সম্মেলনে অংশ নেব ৷ প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলব ৷ সেখান থেকে ট্রেনে বার্সেলোনা যাব ৷ এই শহরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস-এর একটি বৈঠক হবে ৷ তাতে অংশ নেব ৷" তিনি আক্ষেপের সুরে বলেন, "পাঁচ বছর বাদে বিদেশে যাচ্ছি ৷ এর আগে আমন্ত্রণ থাকলেও আমাদের বিদেশে যেতে দেওয়া হয়নি ৷" 12 দিনের বিদেশ সফর শেষে 23 সেপ্টেম্বর তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে ৷ ফেরার পথেও দুবাই হয়েই পশ্চিমবঙ্গে আসবেন ৷

Last Updated : Sep 12, 2023, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.