ETV Bharat / state

Mamata Rahul: রাহুল পারেননি, মোদির বিকল্প মুখ মমতাই; মুখপত্রে দাবি তৃণমূলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিকল্প মুখ (Face of Opposition) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কখনওই রাহুল গান্ধি (Rahul Gandhi) নন ৷ মমতাকে সামনে রেখেই প্রচারে নামবে তাঁর দল ৷ দলীয় মুখপত্র জাগোবাংলায় এ কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

mamata banerjee is the face of opposition, not rahul gandhi: Jago Bangla report
রাহুল পারেননি, মোদির বিকল্প মুখ মমতাই; মুখপত্রে দাবি তৃণমূলের
author img

By

Published : Sep 19, 2021, 2:30 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : কংগ্রেসকে নিয়েই বিজেপি বিরোধী বিকল্পের কথা ভাবছে তৃণমূল কংগ্রেস ৷ তবে তাদের দাবি, বিরোধী জোটের মুখ (Face of Opposition) হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee), রাহুল গান্ধি (Rahul Gandhi) নন ৷ কারণ সোনিয়া-পুত্র কখনওই নরেন্দ্র মোদির (Narendra Modi) বিকল্প মুখ হয়ে উঠতে পারেননি ৷ তাই বিকল্প হিসেবে মমতার মুখকে সামনে রেখেই দেশজুড়ে প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভার এই ঘোষণা প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলা পত্রিকায় ৷

সেখানে জানানো হয়েছে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সভায় দিল্লি অভিযানের বার্তা স্পষ্ট করে দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি ও মন্ত্রী তাপস রায়, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও সাংসদ শান্তনু সেন ৷ সুদীপ তাঁর ভাষণে বলেছেন, "দেশে বিকল্প দরকার ৷ আমি রাহুল গান্ধিকে বহুদিন চিনি ৷ কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে, তিনি এখনও নরেন্দ্র মোদির বিকল্প মুখ হয়ে উঠতে পারেননি ৷ গোটা দেশ মমতাকে চাইছে ৷ আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলে মমতাকে বিকল্প মুখ হিসেবে সামনে রেখেই প্রচারে যাব ৷" সুদীপ আরও জানিয়েছেন, সংসদীয় কমিটির কাজে গুজরাত ও গোয়ায় গিয়েছিলেন তিনি ৷ সেখানে বিভিন্নজনের সঙ্গে কথায়বার্তায় সবাই তাঁকে বলেছেন, বাংলায় বিজেপি হারায় তাঁরা খুশি ৷ সবার নাকি দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের হাল ধরতে হবে ৷

আরও পড়ুন: Modi's Birthday Video Controversy: মোদির জন্মদিনে বিজেপির উন্নয়ন-ভিডিয়োয় আমেরিকার ছবি, বিস্ফোরক কুণাল

জাগোবাংলার প্রতিবেদন অনুযায়ী, তৃণমূলের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেছেন, বাংলা তৃণমূলের দুর্গ ৷ এরপর ত্রিপুরায় 2023 সালে সরকার গঠন করবে বলে নিশ্চিত তিনি ৷ কুণালের দাবি, 2024 সালে দিল্লিতে বিজেপিকে সরিয়ে বিকল্প শক্তির ভরকেন্দ্র হবে তৃণমূলই ৷ গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে বলে মত তৃণমূল মুখপাত্রের ৷ আর তাপস রায়, শান্তনু সেন, বিবেক গুপ্তা ও রেহানা খাতুনরা সরাসরি বলেছেন, "বাংলার জননেত্রীকে প্রধানমন্ত্রী চান দেশের মানুষ ৷"

আরও পড়ুন : Visva-Bharati University : নাম না করে অনুব্রতকে ‘বাহুবলী’ বলে তোপ বিশ্বভারতীর উপাচার্যের

জাগোবাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, তৃণমূলের কোনও বক্তাই কংগ্রেসকে অসম্মান করেননি ৷ কিন্তু তাঁদের বক্তব্য, রাহুল গান্ধিকে মানুষ মোদির বিকল্প মুখ হিসেবে দেখছে না ৷ রাহুল বারবার সুযোগ পেয়েও কিছু করতে পারেননি ৷ বিকল্প মঞ্চের গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলার মুখ্যমন্ত্রীকে সামনে রেখেই জোরদার প্রচারে নামতে হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, সেটা করলেই 2014 বা 2019 সালের পুনরাবৃত্তি আর হবে না ৷ প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, টাইম ম্যাগাজিনে সেরা 20 জন প্রভাবশালীর তালিকায় নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় এটাই আলোচনাই উঠে আসছে যে, মোদিকে টেক্কা দেওয়ার একটি মুখই আছে ৷ আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: Weather Forecast : চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা, 19 সেপ্টেম্বর : কংগ্রেসকে নিয়েই বিজেপি বিরোধী বিকল্পের কথা ভাবছে তৃণমূল কংগ্রেস ৷ তবে তাদের দাবি, বিরোধী জোটের মুখ (Face of Opposition) হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee), রাহুল গান্ধি (Rahul Gandhi) নন ৷ কারণ সোনিয়া-পুত্র কখনওই নরেন্দ্র মোদির (Narendra Modi) বিকল্প মুখ হয়ে উঠতে পারেননি ৷ তাই বিকল্প হিসেবে মমতার মুখকে সামনে রেখেই দেশজুড়ে প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভার এই ঘোষণা প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলা পত্রিকায় ৷

সেখানে জানানো হয়েছে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সভায় দিল্লি অভিযানের বার্তা স্পষ্ট করে দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি ও মন্ত্রী তাপস রায়, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও সাংসদ শান্তনু সেন ৷ সুদীপ তাঁর ভাষণে বলেছেন, "দেশে বিকল্প দরকার ৷ আমি রাহুল গান্ধিকে বহুদিন চিনি ৷ কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে, তিনি এখনও নরেন্দ্র মোদির বিকল্প মুখ হয়ে উঠতে পারেননি ৷ গোটা দেশ মমতাকে চাইছে ৷ আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলে মমতাকে বিকল্প মুখ হিসেবে সামনে রেখেই প্রচারে যাব ৷" সুদীপ আরও জানিয়েছেন, সংসদীয় কমিটির কাজে গুজরাত ও গোয়ায় গিয়েছিলেন তিনি ৷ সেখানে বিভিন্নজনের সঙ্গে কথায়বার্তায় সবাই তাঁকে বলেছেন, বাংলায় বিজেপি হারায় তাঁরা খুশি ৷ সবার নাকি দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের হাল ধরতে হবে ৷

আরও পড়ুন: Modi's Birthday Video Controversy: মোদির জন্মদিনে বিজেপির উন্নয়ন-ভিডিয়োয় আমেরিকার ছবি, বিস্ফোরক কুণাল

জাগোবাংলার প্রতিবেদন অনুযায়ী, তৃণমূলের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেছেন, বাংলা তৃণমূলের দুর্গ ৷ এরপর ত্রিপুরায় 2023 সালে সরকার গঠন করবে বলে নিশ্চিত তিনি ৷ কুণালের দাবি, 2024 সালে দিল্লিতে বিজেপিকে সরিয়ে বিকল্প শক্তির ভরকেন্দ্র হবে তৃণমূলই ৷ গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে বলে মত তৃণমূল মুখপাত্রের ৷ আর তাপস রায়, শান্তনু সেন, বিবেক গুপ্তা ও রেহানা খাতুনরা সরাসরি বলেছেন, "বাংলার জননেত্রীকে প্রধানমন্ত্রী চান দেশের মানুষ ৷"

আরও পড়ুন : Visva-Bharati University : নাম না করে অনুব্রতকে ‘বাহুবলী’ বলে তোপ বিশ্বভারতীর উপাচার্যের

জাগোবাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, তৃণমূলের কোনও বক্তাই কংগ্রেসকে অসম্মান করেননি ৷ কিন্তু তাঁদের বক্তব্য, রাহুল গান্ধিকে মানুষ মোদির বিকল্প মুখ হিসেবে দেখছে না ৷ রাহুল বারবার সুযোগ পেয়েও কিছু করতে পারেননি ৷ বিকল্প মঞ্চের গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলার মুখ্যমন্ত্রীকে সামনে রেখেই জোরদার প্রচারে নামতে হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, সেটা করলেই 2014 বা 2019 সালের পুনরাবৃত্তি আর হবে না ৷ প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, টাইম ম্যাগাজিনে সেরা 20 জন প্রভাবশালীর তালিকায় নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় এটাই আলোচনাই উঠে আসছে যে, মোদিকে টেক্কা দেওয়ার একটি মুখই আছে ৷ আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: Weather Forecast : চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.