ETV Bharat / state

47তম কলকাতা বইমেলার উদ্বোধন, লেখক মমতার টার্গেট এবার 150 - কলকাতা বইমেলা 2024

International Kolkata Book Fair 2024: 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল ৷ আজ মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ বার প্রকাশিত বই মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা হতে চলেছে 143 ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 5:26 PM IST

Updated : Jan 18, 2024, 7:30 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উদ্বোধনের আগেই বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি ৷ এ দিন তিনি জানিয়েছেন যে, এবারের বইমেলায় তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা হবে 143 ৷ আর সাতটা বই লিখে সামনের বছর বইমেলাতেই 150-র কোটা পূর্ণ করবেন বলে জানিয়েছেন তিনি ৷

এ দিন মেলার উদ্বোধনের আগেই বিকেল সাড়ে তিনটে নাগাদ বইমেলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, ফিরহাদ হাকিম, সুজিত বসু, নগরপাল বিনীত গোয়েল-সহ আরও অনেকে ৷ কলকাতা বইমেলায় এ বারের থিম কান্ট্রি ব্রিটেন ৷ বইমেলার উদ্বোধন করে ব্রিটেনের প্রতিনিধিদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, লন্ডনের প্রতিটি রাস্তা তাঁর চেনা ৷ কারণ সেখানে গেলে গাড়িতে নয়, পায়ে হেঁটেই সব রাস্তায় ঘুরে বেড়ান ৷ বাংলার অনেক ছেলেমেয়ে ব্রিটেনে কাজ করে ও পড়াশোনা করে, এ কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন যে, বাংলার সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো ৷

এ বছর বইমেলায় তাঁর কতগুলো বই প্রকাশ পাচ্ছে সেই তথ্যও এ দিন দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এতদিন আমার 136টি বই ছিল ৷ আর এ বারের বই প্রকাশ পেলে আমার মোট বই হবে 143টি ৷ সামনের বছর আর সাতটা লিখব ৷ 150 হয়ে যাবে ৷ রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে ৷ টাইম পাই না ৷ যাঁরা আমার সঙ্গে ট্রাভেল করে, আমি বলব তাঁরা লিখে নিলে সবচেয়ে ভালো হত ৷ নিজে হাতে লেখার সময় হয়ে ওঠে না ৷"

মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেন, "বইমেলা এখন বিশ্বমেলা ৷ কলকাতায় একটা ছোট্ট জায়গায় আগে বইমেলা হত ৷ তাই নিয়ে অনেক বিতর্ক হয়েছে ৷ 95 সাল থেকে প্রথম বইমেলায় আমার বই বেরোয় ৷ আজ বইমেলায় কত জায়গা ৷ বুকস্টলগুলি দেখে চমকে যেতে হয় ৷ এই প্রাঙ্গণ আমরা বইমেলাকেই দিয়ে দিয়েছি ৷ এটা স্থায়ী বইমেলা প্রাঙ্গণ ৷ আমাদের দফতরগুলি বইমেলার আগে একটি বৈঠক করে বইমেলা কমিটির সঙ্গে ৷ আমরা সবরকম সহযোগিতা করি ৷"

উল্লেখ্য, বইমেলায় এ বার মোট 9টি প্রবেশদ্বার করা হয়েছে ৷ প্রতিটি প্রবেশদ্বারের নাম রাখা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে ৷ মেলা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ মোট 200টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৷ প্রতিদিনি বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা খোলা থাকছে ৷ বইমেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের
  2. নিরাপত্তা জোরদার করতে বসল 200টি সিসি ক্যামেরা, বইমেলার শেষ পর্বের প্রস্তুতি ইটিভি ভারতে
  3. 12 বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে জার্মানি, থিম কান্ট্রি যুক্তরাজ্য

কলকাতা, 18 জানুয়ারি: 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উদ্বোধনের আগেই বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি ৷ এ দিন তিনি জানিয়েছেন যে, এবারের বইমেলায় তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা হবে 143 ৷ আর সাতটা বই লিখে সামনের বছর বইমেলাতেই 150-র কোটা পূর্ণ করবেন বলে জানিয়েছেন তিনি ৷

এ দিন মেলার উদ্বোধনের আগেই বিকেল সাড়ে তিনটে নাগাদ বইমেলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, ফিরহাদ হাকিম, সুজিত বসু, নগরপাল বিনীত গোয়েল-সহ আরও অনেকে ৷ কলকাতা বইমেলায় এ বারের থিম কান্ট্রি ব্রিটেন ৷ বইমেলার উদ্বোধন করে ব্রিটেনের প্রতিনিধিদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, লন্ডনের প্রতিটি রাস্তা তাঁর চেনা ৷ কারণ সেখানে গেলে গাড়িতে নয়, পায়ে হেঁটেই সব রাস্তায় ঘুরে বেড়ান ৷ বাংলার অনেক ছেলেমেয়ে ব্রিটেনে কাজ করে ও পড়াশোনা করে, এ কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন যে, বাংলার সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো ৷

এ বছর বইমেলায় তাঁর কতগুলো বই প্রকাশ পাচ্ছে সেই তথ্যও এ দিন দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এতদিন আমার 136টি বই ছিল ৷ আর এ বারের বই প্রকাশ পেলে আমার মোট বই হবে 143টি ৷ সামনের বছর আর সাতটা লিখব ৷ 150 হয়ে যাবে ৷ রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে ৷ টাইম পাই না ৷ যাঁরা আমার সঙ্গে ট্রাভেল করে, আমি বলব তাঁরা লিখে নিলে সবচেয়ে ভালো হত ৷ নিজে হাতে লেখার সময় হয়ে ওঠে না ৷"

মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেন, "বইমেলা এখন বিশ্বমেলা ৷ কলকাতায় একটা ছোট্ট জায়গায় আগে বইমেলা হত ৷ তাই নিয়ে অনেক বিতর্ক হয়েছে ৷ 95 সাল থেকে প্রথম বইমেলায় আমার বই বেরোয় ৷ আজ বইমেলায় কত জায়গা ৷ বুকস্টলগুলি দেখে চমকে যেতে হয় ৷ এই প্রাঙ্গণ আমরা বইমেলাকেই দিয়ে দিয়েছি ৷ এটা স্থায়ী বইমেলা প্রাঙ্গণ ৷ আমাদের দফতরগুলি বইমেলার আগে একটি বৈঠক করে বইমেলা কমিটির সঙ্গে ৷ আমরা সবরকম সহযোগিতা করি ৷"

উল্লেখ্য, বইমেলায় এ বার মোট 9টি প্রবেশদ্বার করা হয়েছে ৷ প্রতিটি প্রবেশদ্বারের নাম রাখা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে ৷ মেলা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ মোট 200টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৷ প্রতিদিনি বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা খোলা থাকছে ৷ বইমেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের
  2. নিরাপত্তা জোরদার করতে বসল 200টি সিসি ক্যামেরা, বইমেলার শেষ পর্বের প্রস্তুতি ইটিভি ভারতে
  3. 12 বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে জার্মানি, থিম কান্ট্রি যুক্তরাজ্য
Last Updated : Jan 18, 2024, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.