কলকাতা, 26 মে : আমফানের জেরে দক্ষিণবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর । কলকাতায় ভেঙে পড়েছে হাজার হাজার গাছ । বহু জায়গায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ । পাওয়া যাচ্ছে না পানীয় জল । আমফান পরবর্তী শহরের এই পরিস্থিতি নিয়ে আজ কালীঘাটের বাড়িতে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জল ও বিদ্যুতের দাবি নিয়ে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় যে বিক্ষোভ চলছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলেই সূত্রের খবর ।
শহরে আমফান পরবর্তী অবস্থা খুব একটা ভালো নয় । রাস্তা থেকে গাছ সরানো, বিদ্যুৎ সংযোগ, জলের পরিষেবা দেওয়া-সহ বিভিন্ন বিষয় নিয়ে নাজেহাল রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা । কলকাতাকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করেও পদে পদে ব্যর্থ হতে হচ্ছে তাঁদের । যার জেরে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ । যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ-প্রশাসনকে । এই সমস্ত বিক্ষোভের পিছনে বিরোধীদের হাত থাকতে পারে বলে আগেই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী । এছাড়া PTS ও গরফা থানায় পরপর দু'বার পুলিশকর্মীদের মধ্যেও চলেছে বিক্ষোভ এবং মারধরের ঘটনা ।
সমস্ত বিষয় নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । সূত্রের খবর, আজ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার সঙ্গে এসব বিষয় নিয়েই একান্ত বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী । যদিও এই বৈঠকের বিষয়ে সরকারের তরফে কোনও কিছু জানানো হয়নি । তবে কলকাতা পুলিশ কমিশনারকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী বেশ কিছু নিদান দিয়েছেন বলে খবর ।