ETV Bharat / state

Land for ECL Expansion: ইসিএলের সম্প্রসারণে জমি দিল রাজ্য, মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেন মলয় ঘটক

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএলে-র সম্প্রসারণে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক ৷

Land for ECL Expansion
Land for ECL Expansion
author img

By

Published : May 22, 2023, 7:56 PM IST

কলকাতা, 22 মে: নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অবৈধ কয়লা খনন রুখতে এবার ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএলে-র সম্প্রসারণে সাহায্যের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন পিট তৈরি ও কয়লা খাদান সম্প্রসারণের জন্য জমি দেওয়া হবে । সেই মতো নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ দিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই জমি প্রদানের কথা ঘোষণা করেন ।

এ দিন মলয় ঘটক বলেন, ‘‘দীর্ঘদিন ধরে ইস্টার্ন কোলফিল্ডের একটা বড় অংশ বন্ধ রয়েছে । এক সময় এখানে এক লক্ষ তিরিশ হাজার মানুষ মতো চাকরি করতেন । কিন্তু ধাপে ধাপে বহু কয়লা খনি বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন কর্মসঙ্কোচন হয়েছে, একই সঙ্গে বেড়েছে বিভিন্ন দুষ্কৃতকারী কাজকর্ম । ইসিএল কর্তৃপক্ষ এই বন্ধ খাদানের কয়েকটি আবার চালু করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল । তাদের যে জমির দরকার, তাতে রাজ্য সরকারের বেশ কিছুটা অব্যবহৃত জমি রয়েছে । আজকে রাজ্য মন্ত্রিসভা এই জমিগুলি ইসিএলকে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ।’’

Land for ECL Expansion
নবান্নে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মলয় ঘটক৷ সঙ্গে রয়েছেন আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম

তিনি জানান, এর মধ্যে পাণ্ডবেশ্বরে রয়েছে 15.51 একর জমি । এর ফলে ওই এলাকায় ইসিএল কর্তৃপক্ষ আরও বড় ভাবে কাজ করতে পারবে ৷ একই ভাবে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের হাতে থাকা 2.5 একর জমিও দেওয়া হচ্ছে তাদের । 2.8 একর কেন্দা অঞ্চলে । 6.5 একর দেওয়া হয়েছে রায়না অঞ্চলে ।

একই সঙ্গে এ দিন মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে এদিন ফ্রেট করিডরের জন্য জমি বরাদ্দ করা হয়েছে । এই জমি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব জমি । মোটের উপর নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার । আর সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ।

আরও পড়ুন: বজবজে বিস্ফোরণের পর বৈধ বাজি কারখানাগুলির উপর নজরদারির নির্দেশ নবান্নের

কলকাতা, 22 মে: নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অবৈধ কয়লা খনন রুখতে এবার ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএলে-র সম্প্রসারণে সাহায্যের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন পিট তৈরি ও কয়লা খাদান সম্প্রসারণের জন্য জমি দেওয়া হবে । সেই মতো নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ দিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই জমি প্রদানের কথা ঘোষণা করেন ।

এ দিন মলয় ঘটক বলেন, ‘‘দীর্ঘদিন ধরে ইস্টার্ন কোলফিল্ডের একটা বড় অংশ বন্ধ রয়েছে । এক সময় এখানে এক লক্ষ তিরিশ হাজার মানুষ মতো চাকরি করতেন । কিন্তু ধাপে ধাপে বহু কয়লা খনি বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন কর্মসঙ্কোচন হয়েছে, একই সঙ্গে বেড়েছে বিভিন্ন দুষ্কৃতকারী কাজকর্ম । ইসিএল কর্তৃপক্ষ এই বন্ধ খাদানের কয়েকটি আবার চালু করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল । তাদের যে জমির দরকার, তাতে রাজ্য সরকারের বেশ কিছুটা অব্যবহৃত জমি রয়েছে । আজকে রাজ্য মন্ত্রিসভা এই জমিগুলি ইসিএলকে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ।’’

Land for ECL Expansion
নবান্নে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মলয় ঘটক৷ সঙ্গে রয়েছেন আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম

তিনি জানান, এর মধ্যে পাণ্ডবেশ্বরে রয়েছে 15.51 একর জমি । এর ফলে ওই এলাকায় ইসিএল কর্তৃপক্ষ আরও বড় ভাবে কাজ করতে পারবে ৷ একই ভাবে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের হাতে থাকা 2.5 একর জমিও দেওয়া হচ্ছে তাদের । 2.8 একর কেন্দা অঞ্চলে । 6.5 একর দেওয়া হয়েছে রায়না অঞ্চলে ।

একই সঙ্গে এ দিন মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে এদিন ফ্রেট করিডরের জন্য জমি বরাদ্দ করা হয়েছে । এই জমি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব জমি । মোটের উপর নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার । আর সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ।

আরও পড়ুন: বজবজে বিস্ফোরণের পর বৈধ বাজি কারখানাগুলির উপর নজরদারির নির্দেশ নবান্নের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.