কলকাতা, 23 মে: কেন্দ্রের মোদি সরকারের অর্ডিন্যান্স নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজ্যসভায় এই অর্ডিন্যান্স আইনে পরিণত করতে যে বিল কেন্দ্র নিয়ে আসবে, তার বিরোধিতা করতে আম আদমি পার্টির পাশেই থাকবে তৃণমূল, মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে সেকথাও জানিয়েছেন মমতা ৷
একই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‘সুপ্রিম কোর্টের রায়ের পরও যে অর্ডিন্যান্স নিয়ে এসেছে কেন্দ্র, আমি সব দলকে বলব যদি আমরা এক হই, রাজ্যসভায় বিজেপিকে হারানো যাবে ৷ আমাদের দল এই অর্ডিন্যান্সের বিরোধিতা করবে ৷ 2024 এর ভোটের আগে এটা বড় সুযোগ ৷’’
প্রসঙ্গত, দিনকয়েক আগে সুপ্রিম কোর্ট দিল্লির প্রশাসনের আমলাদের নিয়ন্ত্রণের অধিকার দিল্লি সরকারের হাতেই দিয়েছিল ৷ কিন্তু তার পর কেন্দ্রীয় সরকার পালটা অর্ডিন্যান্স জারি করে ৷ যে অর্ডিন্যান্সকে বেআইনি বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাই এই অর্ডিন্যান্সকে যাতে সংসদে খারিজ করা যায়, সেই কারণে তিনি বিজেপি বিরোধী দলগুলির সমর্থন আদায়ের প্রক্রিয়া শুরু করেছেন ৷
গতকাল সোমবার তিনি এই নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন ৷ তার পর মঙ্গলবার তিনি চলে আসেন কলকাতায় ৷ নবান্নে তিনি বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে ৷ কেজরিওয়ালের সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লি মন্ত্রিসভায় কেজরিওয়ালের সতীর্থ অতিশী ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ৷ বৈঠকের তাঁরা নবান্নে সাংবাদিক বৈঠক করেন ৷
সেই বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তোলেন মমতা ও কেজরিওয়াল দু’জনেই ৷ মমতার দাবি, সমস্ত বিরোধী দলের সরকারের উপর স্বৈরতন্ত্র চলছে ৷ অন্যদিকে কেজরিওয়ালের দাবি, বিরোধী রাজনৈতিক দলের সরকারগুলি ইচ্ছাকৃত বিরক্ত করছে কেন্দ্রের মোদি সরকার ৷