ETV Bharat / state

Mamata as Advocate: আইনজীবী হিসাবে আদালতে সওয়ালের ইচ্ছা প্রকাশ মমতার - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার আলিপুর আদালতে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata at Alipore Court) ৷ সেখানে তিনি আইনজীবী হিসেবে আদালতে সওয়ালের ইচ্ছা প্রকাশ করেন ৷

Mamata as Advocate
Mamata as Advocate
author img

By

Published : Mar 14, 2023, 8:14 PM IST

কলকাতা, 14 মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও আইনজীবী হয়ে আদালতে সওয়াল করার ইচ্ছা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার আলিপুর আদালতে ঋষি অরবিন্দ ঘোষের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি এই ইচ্ছা প্রকাশ করেন ৷

সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি কখনও কখনও ভাবি আমি নিজেই কোর্টে গিয়ে প্র্যাকটিস করি । টাইম পেয়ে উঠছি না । কিন্তু কিছু কিছু কেসে ভাবছি নিজেই অংশগ্রহণ করব । কারণ, নিজের অন্তরের কথাটা নিজে যতটা ভালো করে বলতে পারব, সেটা ব্রিফ করার মাধ্যমে হয় না । কোনও কিছু ব্রিফ করা আর নিজের অন্তর থেকে বলা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে । তাই সুযোগ পেলে আমাকেও সুযোগ দেবেন । কথা দিচ্ছি পয়সা নেব না । আমার পয়সার দরকার নেই ।’’

সেখানে মুখ্যমন্ত্রী আবারও সাংসদ হিসেবে তাঁর পেনশন না নেওয়ার কথা উল্লেখ করেন ৷ জানান যে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর যে বেতন সেটাও নেন ৷ গান, বই লিখে পাওয়া রয়ালটি পাওয়া টাকা থেকেই যে তাঁর চলে, সেটাও আবার সকলকে জানান ৷ বলেন, ‘‘আমি কিচ্ছু নিই না । ওদের গাড়িতেও আমি চড়ি না । এমনকি চাও নিজের পয়সায় খাই ।’’

প্রসঙ্গত, অতীতেও একাধিকবার মুখ্যমন্ত্রীর মুখে তিনি যে আইনজীবী, তাঁর যে আইনের একটা ডিগ্রি রয়েছে, সে কথা শোনা গিয়েছে । তবে এভাবে সরাসরি আইনজীবী হয়ে সওয়াল করতে নামার কথা অতীতে শোনা যায়নি । সেদিক থেকে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য একেবারে নতুন । এবং অবশ্যই তাৎপর্যপূর্ণ । কারণ, এই মুহূর্তে আদালতের সবচেয়ে চর্চিত বিষয় নিয়োগ দুর্নীতির শুনানি ৷ যা নিয়ে রোজই কোনও না কোনও বিষয় সামনে আসে এই নিয়ে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি এমনই কোনও মামলায় এবার আইনজীবী হিসেবে সওয়াল করতে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে !

উল্লেখ্য, এদিন আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের (Alipore Court Bar Association) তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন সাম্মানিক সদস্যপদ দেওয়া হল । আর তাৎপর্যপূর্ণভাবে সেই দিনই আইনজীবী হিসাবে আদালতের সওয়াল করতে নামার কথা বললেন তিনি ।

অন্যদিকে ওই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জজ জয়ন্ত কোলে, বিচারপতি সুব্রত তালুকদার, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বাবুল সুপ্রিয় ও সাংসদ শুভাশিস চক্রবর্তী । এদিন আলিপুর আদালত চত্বরে ঋষি অরবিন্দের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে আলিপুর আদালতের উন্নয়নের উপলক্ষে একগুচ্ছ ঘোষণাও করেন তিনি ।

আরও পড়ুন: চাকরিহারাদের নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতিকে বিবেচনার আবেদন

কলকাতা, 14 মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও আইনজীবী হয়ে আদালতে সওয়াল করার ইচ্ছা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার আলিপুর আদালতে ঋষি অরবিন্দ ঘোষের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি এই ইচ্ছা প্রকাশ করেন ৷

সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি কখনও কখনও ভাবি আমি নিজেই কোর্টে গিয়ে প্র্যাকটিস করি । টাইম পেয়ে উঠছি না । কিন্তু কিছু কিছু কেসে ভাবছি নিজেই অংশগ্রহণ করব । কারণ, নিজের অন্তরের কথাটা নিজে যতটা ভালো করে বলতে পারব, সেটা ব্রিফ করার মাধ্যমে হয় না । কোনও কিছু ব্রিফ করা আর নিজের অন্তর থেকে বলা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে । তাই সুযোগ পেলে আমাকেও সুযোগ দেবেন । কথা দিচ্ছি পয়সা নেব না । আমার পয়সার দরকার নেই ।’’

সেখানে মুখ্যমন্ত্রী আবারও সাংসদ হিসেবে তাঁর পেনশন না নেওয়ার কথা উল্লেখ করেন ৷ জানান যে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর যে বেতন সেটাও নেন ৷ গান, বই লিখে পাওয়া রয়ালটি পাওয়া টাকা থেকেই যে তাঁর চলে, সেটাও আবার সকলকে জানান ৷ বলেন, ‘‘আমি কিচ্ছু নিই না । ওদের গাড়িতেও আমি চড়ি না । এমনকি চাও নিজের পয়সায় খাই ।’’

প্রসঙ্গত, অতীতেও একাধিকবার মুখ্যমন্ত্রীর মুখে তিনি যে আইনজীবী, তাঁর যে আইনের একটা ডিগ্রি রয়েছে, সে কথা শোনা গিয়েছে । তবে এভাবে সরাসরি আইনজীবী হয়ে সওয়াল করতে নামার কথা অতীতে শোনা যায়নি । সেদিক থেকে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য একেবারে নতুন । এবং অবশ্যই তাৎপর্যপূর্ণ । কারণ, এই মুহূর্তে আদালতের সবচেয়ে চর্চিত বিষয় নিয়োগ দুর্নীতির শুনানি ৷ যা নিয়ে রোজই কোনও না কোনও বিষয় সামনে আসে এই নিয়ে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি এমনই কোনও মামলায় এবার আইনজীবী হিসেবে সওয়াল করতে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে !

উল্লেখ্য, এদিন আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের (Alipore Court Bar Association) তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন সাম্মানিক সদস্যপদ দেওয়া হল । আর তাৎপর্যপূর্ণভাবে সেই দিনই আইনজীবী হিসাবে আদালতের সওয়াল করতে নামার কথা বললেন তিনি ।

অন্যদিকে ওই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জজ জয়ন্ত কোলে, বিচারপতি সুব্রত তালুকদার, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বাবুল সুপ্রিয় ও সাংসদ শুভাশিস চক্রবর্তী । এদিন আলিপুর আদালত চত্বরে ঋষি অরবিন্দের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে আলিপুর আদালতের উন্নয়নের উপলক্ষে একগুচ্ছ ঘোষণাও করেন তিনি ।

আরও পড়ুন: চাকরিহারাদের নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতিকে বিবেচনার আবেদন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.