ETV Bharat / state

নির্বাচনী প্রচার থেকে মমতাকে বহিষ্কার করা হোক, কমিশনে BJP

কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে কখনই বলতে পারেন না ধমকে চমকে ভোট করাতে হবে। গতকাল সিউড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন BJP নেতা জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া।

author img

By

Published : Apr 26, 2019, 9:44 PM IST

Updated : Apr 26, 2019, 9:54 PM IST

জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া

কলকাতা, 26 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে "বাঘের বাচ্চা"-র মতো লড়াই করার জন্য পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, "কেষ্ট তোমার পিছনেও ওরা লাগবে । তুমি একটু চমকাবে ধমকাবে । বাঘের বাচ্চার মতো লড়াই করবে ।" বিষয়টিতে তৃণমূল সুপ্রিমো হুমকি দিয়েছেন বলে মনে করছে BJP । সেই সূত্রে আজ BJP-র তরফে জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া দ্বারস্থ হন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে । সেখানে মমতার বিরুদ্ধে অভিযোগ জানায় BJP । BJP-র দাবি, তৃণমূল সুপ্রিমোকে নির্বাচনী প্রচার প্রক্রিয়ার বাইরে বের করে দেওয়া হোক ।

আগামী সোমবার বীরভূমের দুই লোকসভা কেন্দ্রে ভোট । প্রচারের একেবারে শেষ লগ্নে ঝড় তুলতে গতকাল সিউড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে অনুব্রত মণ্ডলকে তৃণমূল নেত্রী বলেন, কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে না । মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে । তোমাদের হিম্মতকে সম্মান করি । BJP-র পার্টি অফিস থেকে সবটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে । BJP-র দালালদের চিনে রাখবে ।

মুখ্যমন্ত্রীর "একটু একটু ধমকাবে চমকাবে" উপদেশটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, "গতকাল সিউড়ির জনসভায় মুখ্যমন্ত্রী তাঁর কাছের জনদের উপদেশ দিয়েছেন । বলেছেন, ধমকে চমকে ভোট করাতে । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে কখনই বলতে পারেন না ধমকে চমকে ভোট করাতে হবে । বিষয়টির দিকে আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে বলেছি । তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা নির্বাচন কমিশনের কাছে সেটাই আবেদন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কী মনে করছেন? আমরা নির্বাচন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার চাইছি । আইনের চোখে সবাই সমান । তৃণমূলের লোককে গাছে বেঁধে পেটাব। আর সব ভোটারদের ধমকানো চমকানো দুটোর ব্যপ্তির মধ্যে তফাত আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্ব সমক্ষে বলছেন ভোট করতে হবে ধমকে চমকে ভোট করাতে হবে । তার মানে তিনি ভোটারদের টার্গেট করছেন । কোনও রাজনৈতিক দলকে টার্গেট করছেন না । "

ভিডিয়োয় শুনুন জয়প্রকাশের বক্তব্য

তিনি আরও বলেন, "বাংলার কিছু জায়গায় পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না । ময়ূরেশ্বরের OC প্রকাশ্যে তৃণমূলের দলের লোক হিসেবে কাজ করছে । BJP কোনও মিটিং করার অনুমতি চাইলেই বলছে সম্ভব নয় । ২৯ এপ্রিলের ভোটে প্রতিটি বুথে যেনও ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকে । এই বিষয়গুলি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি ।"

কলকাতা, 26 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে "বাঘের বাচ্চা"-র মতো লড়াই করার জন্য পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, "কেষ্ট তোমার পিছনেও ওরা লাগবে । তুমি একটু চমকাবে ধমকাবে । বাঘের বাচ্চার মতো লড়াই করবে ।" বিষয়টিতে তৃণমূল সুপ্রিমো হুমকি দিয়েছেন বলে মনে করছে BJP । সেই সূত্রে আজ BJP-র তরফে জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া দ্বারস্থ হন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে । সেখানে মমতার বিরুদ্ধে অভিযোগ জানায় BJP । BJP-র দাবি, তৃণমূল সুপ্রিমোকে নির্বাচনী প্রচার প্রক্রিয়ার বাইরে বের করে দেওয়া হোক ।

আগামী সোমবার বীরভূমের দুই লোকসভা কেন্দ্রে ভোট । প্রচারের একেবারে শেষ লগ্নে ঝড় তুলতে গতকাল সিউড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে অনুব্রত মণ্ডলকে তৃণমূল নেত্রী বলেন, কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে না । মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে । তোমাদের হিম্মতকে সম্মান করি । BJP-র পার্টি অফিস থেকে সবটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে । BJP-র দালালদের চিনে রাখবে ।

মুখ্যমন্ত্রীর "একটু একটু ধমকাবে চমকাবে" উপদেশটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, "গতকাল সিউড়ির জনসভায় মুখ্যমন্ত্রী তাঁর কাছের জনদের উপদেশ দিয়েছেন । বলেছেন, ধমকে চমকে ভোট করাতে । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে কখনই বলতে পারেন না ধমকে চমকে ভোট করাতে হবে । বিষয়টির দিকে আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে বলেছি । তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা নির্বাচন কমিশনের কাছে সেটাই আবেদন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কী মনে করছেন? আমরা নির্বাচন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার চাইছি । আইনের চোখে সবাই সমান । তৃণমূলের লোককে গাছে বেঁধে পেটাব। আর সব ভোটারদের ধমকানো চমকানো দুটোর ব্যপ্তির মধ্যে তফাত আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্ব সমক্ষে বলছেন ভোট করতে হবে ধমকে চমকে ভোট করাতে হবে । তার মানে তিনি ভোটারদের টার্গেট করছেন । কোনও রাজনৈতিক দলকে টার্গেট করছেন না । "

ভিডিয়োয় শুনুন জয়প্রকাশের বক্তব্য

তিনি আরও বলেন, "বাংলার কিছু জায়গায় পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না । ময়ূরেশ্বরের OC প্রকাশ্যে তৃণমূলের দলের লোক হিসেবে কাজ করছে । BJP কোনও মিটিং করার অনুমতি চাইলেই বলছে সম্ভব নয় । ২৯ এপ্রিলের ভোটে প্রতিটি বুথে যেনও ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকে । এই বিষয়গুলি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি ।"

Last Updated : Apr 26, 2019, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.