কলকাতা, 8 ডিসেম্বর: বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে একাধিক স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্পের উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকাই ট্রমা কেয়ার ওয়ার্ডে (SSKM Trauma Care Centre) ঢুকে হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী (Mamata at SSKM)।
এ দিন মূল অনুষ্ঠান সাড়ে চারটের সময় থাকলেও চারটে নাগাদ হাসপাতালে পৌঁছে যান তিনি । দিল্লি সফর সেরে ফিরে সরাসরি বিমানবন্দর থেকে রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । তারই ফাঁকে তিনি রোগীদের সঙ্গে কথা বললেন (Mamata talks to patients)।
প্রসঙ্গত, দিল্লি যাওয়ার দিন ট্রমা কেয়ারে গন্ডগোলের ঘটনায় পুলিশ এবং শীর্ষ চিকিৎসকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এসএসকেএম হাসপাতালে ট্রমা সেন্টারে ভাঙচুর করা নিয়ে তিনি বলেছিলেন, কোনও ভাবেই এই ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয় । সরকার ট্রমা কেয়ার সেন্টার অনেক টাকা খরচ করে সাজিয়েছে । আদতে এর ফলে মানুষের সমস্যা বাড়বে । তিনি এও জানান, সরকার জুনিয়র ডাক্তারদের পাশেই আছে । তবে রাতের বেলায় সিনিয়র ডাক্তারেরও উপস্থিত থাকা উচিত ।
বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে সরাসরি ট্রমা কেয়ারে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে উপস্থিত রোগী ও ডাক্তারদের সঙ্গে কথা বলে ট্রমা কেয়ারের পরিষেবা সম্পর্কে বোঝার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী । এরপর মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই প্রসঙ্গই টেনে আনেন মমতা । তিনি বলেন, "আমি সিনিয়র ডাক্তারদের বলব, আপনারা যদি নিজেদের মধ্যে আলোচনা করে রাতে রোটেশন করে থাকেন, তাহলে ভালো হয় । কার কখন কী হচ্ছে ? কেউ বলতে পারে না । আজ আমি ট্রমা কেয়ার গিয়েছিলাম । আমার খারাপ লেগেছে । যদি পদ্ধতি ভুল থাকে, তাহলে সেই পদ্ধতি আমাদের সংশোধন করতে হবে । ট্রমা কেয়ারে প্রসেস পরে হবে, আগে রোগীর চিকিৎসা শুরু হোক । সেই জন্যই তো হাসপাতাল । স্যালাইন দিতে গিয়ে চার-পাঁচবার এমন ভাবে ফোটানো হয়েছে যে, গলগল করে রক্ত বের হচ্ছে । স্যালাইন কীভাবে দিতে হয়, সেটা তো জানতে হবে । এমন অনেক ডাক্তার বা সিস্টার আছেন যাঁরা ইনজেকশন দেন বোঝাই যায় না ।"
আরও পড়ুন: গুজরাতে কংগ্রেসের ব্যর্থতায় বিকল্প মুখ হিসাবে মমতার উত্থান দেখছে তৃণমূল
এরপর এ দিন চিংড়িঘাটার দুর্ঘটনার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "একটি ড্রাগ অ্যাডিক্ট ছেলে উলটো-পালটা গাড়ি চালিয়ে সাত আট জনকে ইনজিওর করেছে । তাঁরা এখানে ভর্তি আছেন । আমি তাঁদের দেখতে গিয়েছিলাম । তাঁদের ভালো টেক কেয়ার করা হয়েছে । কয়েকজন পেশেন্টের ক্ষেত্রে দেখে মনে হল লিউকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া হয়েছে । একটা ব্যান্ডেজ পর্যন্ত করা যায়নি । দুপুরে ভর্তি হয়েছে ।" তিনি বলেন, "প্রসেস চলছে, চলবে ৷ আগে তাঁদের ঠিকমতো চিকিৎসা তো করতে হবে । বলা হয়েছে, এই প্রসেসের জন্য নাকি সময় লাগে ।" মমতার কথায়, "একটা ট্রমা কেয়ার সেন্টারে এমন হওয়া উচিত না ।"