ETV Bharat / state

সোনিয়ার ডাকা বৈঠকে অনুপস্থিতি নিয়ে মমতার পাশে চিদম্বরম - তৃণমূল

সোনিয়া গান্ধির বৈঠকে ছিলেন না মানেই মমতা কেন্দ্রের নীতি মেনে নেবেন এমন নয় । কার্যত এইভাবেই মমতার পাশে দাঁড়ালেন পি চিদম্বরম ।

P Chidambaram
পি চিদম্বরম
author img

By

Published : Jan 18, 2020, 7:50 PM IST

Updated : Jan 18, 2020, 8:25 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : সোনিয়া গান্ধির ডাকা বৈঠকে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় ধরনের কোনও ভুল করেননি । আজ এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা পি চিদম্বরম । শুধু তাই নয়, বৈঠকে যোগ না দেওয়ায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর যে ক্ষুব্ধ নন, তারও ইঙ্গিত দিলেন তিনি ।

13 জানুয়ারি BJP বিরোধী রাজনৈতিক দলগুলি নিয়ে বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । কিন্তু তাতে সাতটি বড় বিরোধী দল উপস্থিত ছিল না । যার মধ্যে তৃণমূলও ছিল । আজ প্রদেশ কংগ্রেস দপ্তর বিধানভবনে সে প্রসঙ্গেই মন্তব্য করেন কংগ্রেস নেতা পি চিদম্বরম । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো আন্দোলন করছেন । বিরোধীদের বৈঠকে তিনি যাননি মানে কেন্দ্রের সব সিদ্ধান্ত মেনে নিচ্ছেন এমন ভাবা অনুচিত ।"

সোনিয়ার বৈঠকে অনুপস্থিতি নিয়ে কী বললেন চিদম্বরম ?

পি চিদম্বরম বলেন, "মমতা তাঁর ইচ্ছেমতো কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে পৃথকভাবে লড়াই করছেন । পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক রাজনীতির স্বার্থে সংশ্লিষ্ট রাজ্যের নেতৃত্বর কিছু বাধ্যবাধকতা থাকে । কংগ্রেস সংবিধানের জন্য লড়ছে । যারা মানুষ এবং সংবিধানের জন্য লড়াই করে তাদের সকলকে একসঙ্গে আসা উচিত । মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ে থাকবেন বলে মনে করি । "

কলকাতা, 18 জানুয়ারি : সোনিয়া গান্ধির ডাকা বৈঠকে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় ধরনের কোনও ভুল করেননি । আজ এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা পি চিদম্বরম । শুধু তাই নয়, বৈঠকে যোগ না দেওয়ায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর যে ক্ষুব্ধ নন, তারও ইঙ্গিত দিলেন তিনি ।

13 জানুয়ারি BJP বিরোধী রাজনৈতিক দলগুলি নিয়ে বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । কিন্তু তাতে সাতটি বড় বিরোধী দল উপস্থিত ছিল না । যার মধ্যে তৃণমূলও ছিল । আজ প্রদেশ কংগ্রেস দপ্তর বিধানভবনে সে প্রসঙ্গেই মন্তব্য করেন কংগ্রেস নেতা পি চিদম্বরম । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো আন্দোলন করছেন । বিরোধীদের বৈঠকে তিনি যাননি মানে কেন্দ্রের সব সিদ্ধান্ত মেনে নিচ্ছেন এমন ভাবা অনুচিত ।"

সোনিয়ার বৈঠকে অনুপস্থিতি নিয়ে কী বললেন চিদম্বরম ?

পি চিদম্বরম বলেন, "মমতা তাঁর ইচ্ছেমতো কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে পৃথকভাবে লড়াই করছেন । পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক রাজনীতির স্বার্থে সংশ্লিষ্ট রাজ্যের নেতৃত্বর কিছু বাধ্যবাধকতা থাকে । কংগ্রেস সংবিধানের জন্য লড়ছে । যারা মানুষ এবং সংবিধানের জন্য লড়াই করে তাদের সকলকে একসঙ্গে আসা উচিত । মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ে থাকবেন বলে মনে করি । "

Intro:সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় ধরনের কোনো ভুল করেননি বলে আজ মন্তব্য করলেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার ইস্যুতে দিল্লির বৈঠক এ রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি। তাতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর মোটেই ক্ষুব্ধ হয়নি। আজ প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে বসে ইঙ্গিত দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম।


Body:কংগ্রেসের ডাকা এই বৈঠকে সাতটি বিরোধী বড়দল হাজির হয়নি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস অন্যতম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো আন্দোলন করছেন। বিরোধীদের ডাকা বৈঠকে তিনি যাননি মানে কেন্দ্রের সব সিদ্ধান্ত মেনে নিচ্ছেন এমনটা ভাবা অনুচিত বলে আজ মন্তব্য করলেন পি চিদাম্বরম।
তিনি বলেন, "বিরোধী দলের বৈঠকে তিনি যাননি বলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা নয়। তিনি তার ইচ্ছেমতো পৃথকভাবে লড়াই করছেন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক রাজনীতির স্বার্থে সংশ্লিষ্ট রাজ্যের নেতৃত্বর বেশ কিছু বাধ্যবাধকতা থাকে। কংগ্রেস সংবিধানের জন্য লড়ছে। যারা মানুষ এবং সংবিধানের জন্য লড়াই করে তাদের সকলকে একসঙ্গে আসা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ে থাকবেন বলে আমি মনে করি।"
কেন্দ্রীয় আইন এবং বিলের বিরোধিতা কিভাবে করা যায় তা নিয়ে আজ প্রদেশ নেতাদের সঙ্গে প্রশিক্ষণ দিতে এরাজ্যে এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। রাজ্যের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে একটি কর্মশালাও করেন তিনি। কর্মশালার শেষে পি চিদাম্বরম জানিয়ে দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজ্যজুড়ে এন আর সি ও সি এ এ বিরোধী আন্দোলন লাগাতার চালিয়ে যাবে।


Conclusion:
Last Updated : Jan 18, 2020, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.