ETV Bharat / state

CM's North Bengal Tour : ট্রেনে চেপে উত্তরবঙ্গে রওনা হলেন মুখ্যমন্ত্রী

খারাপ আবহাওয়ার কারণে মুখ্য়মন্ত্রীর উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল হল ৷ বিমানের বদলে হাওড়া থেকে ট্রেনে 3 দিনের জেলা সফরে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjees North Bengal Tour) ৷

author img

By

Published : Dec 6, 2021, 4:19 PM IST

Updated : Dec 6, 2021, 5:15 PM IST

North Bengal Tou
উত্তরবঙ্গের পথে মুখ্যমন্ত্রী

কলকাতা, 6 ডিসেম্বর : হাওড়া স্টেশন থেকে ট্রেনে মালদার পথে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Departs for Malda by train) । 7 থেকে 9 ডিসেম্বর তিনদিনের জেলা সফরে যাচ্ছেন তিনি ৷ প্রথমে ঠিক ছিল আকাশপথেই তিন জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে সফরের যাত্রাপথ বদল হল ৷

মালদা থেকেই সেখান থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ দুপুর 2.15 মিনিটের শতাব্দী এক্সপ্রেসে জেলা সফরে রওনা দেন তিনি । নবান্ন সূত্রে মুখ্যমন্ত্রীর যে সফরসূচি পাওয়া গিয়েছে, তাতে 7 ডিসেম্বর উত্তর দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক আগেই বাতিল হয়ে গিয়েছে ৷ ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা ৷ এর পর সেখান থেকে যাবেন রায়গঞ্জে ৷ সেখানেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ পরের দিন অর্থাৎ, 8 ডিসেম্বর মালদা এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানকার সমস্ত কাজের খতিয়ান নেবেন ৷ কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে ৷ 9 ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে ৷ সূত্রের খবর, এই জেলা সফরের পর গোয়া এবং শিলং যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর ।

যাত্রাপথ বদলে ট্রেনে 3 দিনের জেলা সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই যোগী-ভূমে তৃণমূল সুপ্রিমো ?

তারপরেই, আগামী 16 ডিসেম্বর অর্থাৎ পুরভোটের প্রচারের শেষ দিনে কলকাতায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা এলাকায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো । বাঘাযতীন যুব সংঘের মাঠে টালিগঞ্জ এবং যাদবপুর বিধানসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করতে পারেন তৃণমূল নেত্রী । এরপর বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মমতা ।

আরও পড়ুন : CM Administrative Meeting Cancel in South Dinajpur : মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বাতিল দক্ষিণ দিনাজপুরে

কলকাতা, 6 ডিসেম্বর : হাওড়া স্টেশন থেকে ট্রেনে মালদার পথে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Departs for Malda by train) । 7 থেকে 9 ডিসেম্বর তিনদিনের জেলা সফরে যাচ্ছেন তিনি ৷ প্রথমে ঠিক ছিল আকাশপথেই তিন জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে সফরের যাত্রাপথ বদল হল ৷

মালদা থেকেই সেখান থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ দুপুর 2.15 মিনিটের শতাব্দী এক্সপ্রেসে জেলা সফরে রওনা দেন তিনি । নবান্ন সূত্রে মুখ্যমন্ত্রীর যে সফরসূচি পাওয়া গিয়েছে, তাতে 7 ডিসেম্বর উত্তর দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক আগেই বাতিল হয়ে গিয়েছে ৷ ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা ৷ এর পর সেখান থেকে যাবেন রায়গঞ্জে ৷ সেখানেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ পরের দিন অর্থাৎ, 8 ডিসেম্বর মালদা এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানকার সমস্ত কাজের খতিয়ান নেবেন ৷ কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে ৷ 9 ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে ৷ সূত্রের খবর, এই জেলা সফরের পর গোয়া এবং শিলং যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর ।

যাত্রাপথ বদলে ট্রেনে 3 দিনের জেলা সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই যোগী-ভূমে তৃণমূল সুপ্রিমো ?

তারপরেই, আগামী 16 ডিসেম্বর অর্থাৎ পুরভোটের প্রচারের শেষ দিনে কলকাতায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা এলাকায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো । বাঘাযতীন যুব সংঘের মাঠে টালিগঞ্জ এবং যাদবপুর বিধানসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করতে পারেন তৃণমূল নেত্রী । এরপর বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মমতা ।

আরও পড়ুন : CM Administrative Meeting Cancel in South Dinajpur : মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বাতিল দক্ষিণ দিনাজপুরে

Last Updated : Dec 6, 2021, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.