ETV Bharat / state

Mamata Banerjee: বাম আমলে 1 কোটি ভুয়ো রেশন কার্ড নির্বাচনে ব্যবহারের অভিযোগ মমতার

রেশন দুর্নীতি প্রসঙ্গে রাজ্যে 34 বছরের বাম শাসনের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার তিনি বলেন, তাঁর সরকার ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে, বামেদের সময়ে রাজ্যে 1 কোটি ভুয়ো রেশন কার্ড ছিল ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:43 PM IST

কলকাতা, 6 নভেম্বর: রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এই দুর্নীতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই বিষয়টিকে হাতিয়ার করে বিরোধীপক্ষ বারংবার যখন তৃণমূল সরকারকে এই নিয়ে কাঠগড়ায় তুলছে, ঠিক সেই সময় আরও একবার জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উলটে রেশন দুর্নীতি নিয়ে পালটা বামেদের বিঁধলেন তিনি। তাঁর অভিযোগ, বাম আমলে এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। সেগুলি ভোটেও ব্যবহার করা হতো ৷

এদিন তাঁর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী জানান, 34 বছর বামেদের সময়ের ভুয়ো রেশন কার্ড বাতিল করতেই আমাদের 8-10 বছর সময় লেগেছে । অথচ তৃণমূল সরকারের বিরুদ্ধেই রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,"আজকে পুলিশের মুখে আটা ছুড়ে দেওয়া হচ্ছে, কেন? কারণ এটাই ওদের পরম্পরা । 34 বছর ধরে চাষীদের থেকে চাল কেনা হত না । যেখানে অস্বচ্ছতা পরিষ্কার করতে গিয়ে আমাদের 10 বছর সময় লেগেছে । আমরা এক কোটি রেশন কার্ড বাদ দিয়েছি, কেন জানেন ? এক কোটি রেশন কার্ডে আগে চাল তোলা হতো বামফ্রন্টের আমলে এবং ওই এক কোটি রেশন কার্ডে ভুয়ো নামে ভোট দেওয়া হতো । এগুলি বাদ দিতে গিয়ে আমাদের সরকারের সময় লেগেছে । আমরা রেশন কার্ড ডিজিটাইজ করেছি ।"

বাম আমলে রাজ্যে অনাহারে মৃত্যুর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "আজকে বলুন তো কোন লোকটা অনাহারে মারা গিয়েছে । বাম আমলে জঙ্গলমহলে পিঁপড়ের ডিম খেয়ে মানুষ থাকত । আজকে সকলেই চাল পায়। আমরা জঙ্গলমহলকে বেশি চাল দিই, সিঙ্গুরের আন্দোলন কবে হয়ে গিয়েছে, এখনও তারা বেশি চাল পায়। এক শ্রেণির লোক রেশন তোলে না । তাদের জন্য আমরা আইডি কার্ড তৈরি করে দিয়েছি ।"

আরও পড়ুন: 'নিজের নামে স্টেডিয়াম করিনি', বিজয়া সম্মিলনী থেকে মোদিকে তোপ মমতার

মোটের উপর এদিন আরও একবার বামেদের নিশানা করলেন মমতা । একই সঙ্গে তিনি বোঝানোর চেষ্টা করলেন, রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ উঠলেও এই সরকারের আমলে আসলে রেশন ব্যবস্থার উন্নতি হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে এই মন্তব্য করেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি প্রাক্তন খাদ্য মন্ত্রীর পাশে আছেন ৷

কলকাতা, 6 নভেম্বর: রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এই দুর্নীতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই বিষয়টিকে হাতিয়ার করে বিরোধীপক্ষ বারংবার যখন তৃণমূল সরকারকে এই নিয়ে কাঠগড়ায় তুলছে, ঠিক সেই সময় আরও একবার জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উলটে রেশন দুর্নীতি নিয়ে পালটা বামেদের বিঁধলেন তিনি। তাঁর অভিযোগ, বাম আমলে এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। সেগুলি ভোটেও ব্যবহার করা হতো ৷

এদিন তাঁর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী জানান, 34 বছর বামেদের সময়ের ভুয়ো রেশন কার্ড বাতিল করতেই আমাদের 8-10 বছর সময় লেগেছে । অথচ তৃণমূল সরকারের বিরুদ্ধেই রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,"আজকে পুলিশের মুখে আটা ছুড়ে দেওয়া হচ্ছে, কেন? কারণ এটাই ওদের পরম্পরা । 34 বছর ধরে চাষীদের থেকে চাল কেনা হত না । যেখানে অস্বচ্ছতা পরিষ্কার করতে গিয়ে আমাদের 10 বছর সময় লেগেছে । আমরা এক কোটি রেশন কার্ড বাদ দিয়েছি, কেন জানেন ? এক কোটি রেশন কার্ডে আগে চাল তোলা হতো বামফ্রন্টের আমলে এবং ওই এক কোটি রেশন কার্ডে ভুয়ো নামে ভোট দেওয়া হতো । এগুলি বাদ দিতে গিয়ে আমাদের সরকারের সময় লেগেছে । আমরা রেশন কার্ড ডিজিটাইজ করেছি ।"

বাম আমলে রাজ্যে অনাহারে মৃত্যুর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "আজকে বলুন তো কোন লোকটা অনাহারে মারা গিয়েছে । বাম আমলে জঙ্গলমহলে পিঁপড়ের ডিম খেয়ে মানুষ থাকত । আজকে সকলেই চাল পায়। আমরা জঙ্গলমহলকে বেশি চাল দিই, সিঙ্গুরের আন্দোলন কবে হয়ে গিয়েছে, এখনও তারা বেশি চাল পায়। এক শ্রেণির লোক রেশন তোলে না । তাদের জন্য আমরা আইডি কার্ড তৈরি করে দিয়েছি ।"

আরও পড়ুন: 'নিজের নামে স্টেডিয়াম করিনি', বিজয়া সম্মিলনী থেকে মোদিকে তোপ মমতার

মোটের উপর এদিন আরও একবার বামেদের নিশানা করলেন মমতা । একই সঙ্গে তিনি বোঝানোর চেষ্টা করলেন, রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ উঠলেও এই সরকারের আমলে আসলে রেশন ব্যবস্থার উন্নতি হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে এই মন্তব্য করেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি প্রাক্তন খাদ্য মন্ত্রীর পাশে আছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.