ETV Bharat / state

নোবেলজয়ী অভিজিৎকে অভিনন্দন মোদি-মমতার - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জিকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর ৷

ছবি
author img

By

Published : Oct 14, 2019, 4:19 PM IST

Updated : Oct 15, 2019, 12:47 AM IST

কলকাতা, 14 অক্টোবর : অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটবার্তায় তিনি লেখেন, অর্থনীতিতে নোবেল প্রাপ্তির জন্য অভিজিৎ ব্যানার্জিকে অভিনন্দন ৷ দারিদ্র্য দূরীকরণে তার অবদান উল্লেখযোগ্য ৷ অর্থনীতিতে নোবেল পাওয়ার জন্য এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারকেও আমার শুভেচ্ছা ৷

  • Congratulations to Abhijit Banerjee on being conferred the 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel. He has made notable contributions in the field of poverty alleviation.

    — Narendra Modi (@narendramodi) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিজিৎ ব্যানার্জির বাড়িতে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ টুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, অর্থনীতিতে নোবেল সম্মান প্রাপ্তির জন্য অভিজিৎ ব্যানার্জিকে হার্দিক অভিনন্দন ৷ তিনি সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন ৷ আরও একজন বাঙালি দেশকে গৌরবান্বিত করলেন ৷ আমরা উচ্ছ্বসিত ৷

  • Hearty congratulations to Abhijit Banerjee, alumnus of South Point School & Presidency College Kolkata, for winning the Nobel Prize in Economics. Another Bengali has done the nation proud. We are overjoyed.

    জয় হিন্দ । জয় বাংলা ।

    — Mamata Banerjee (@MamataOfficial) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও পড়ুন : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্য নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ একইসঙ্গে অভিজিতের স্ত্রী এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমারও এই পুরস্কার পেয়েছেন ৷ অমর্ত্য সেনের পর অভিজিৎ দ্বিতীয় বাঙালি, যিনি অর্থনীতিতে নোবেল পেলেন ৷ নোবেল জয়ে এস্থার ডুফলো, মাইকেল ক্রেমার ও অভিজিৎ ব্যানার্জিকে শুভেচ্ছা জানালেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তিনি বলেন, অভিজিৎ ব্যানার্জির এই সাফল্য দেশকে গৌরবান্বিত করেছে ৷ অভিজিৎ এবং তাঁর সহপ্রাপকদের গবেষণামূলক দৃষ্টিভঙ্গি ভারত সহ সমগ্র বিশ্বে দারিদ্র্য দূরীকরণে সাহায্য করবে ৷ তাঁদের গবেষণা পদ্ধতি, দৃষ্টিভঙ্গি খুব সমকালীন ও দৃষ্টান্তমূলক ৷

শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটবার্তায় তিনি লেখেন, অর্থনীতিতে নোবেল জেতার জন্য অভিজিৎ ব্যানার্জিকে শুভেচ্ছা ৷ NYAY-র ভাবনাকে ত্বরান্বিত করতে সাহায্য করেছেন তিনি ৷ দারিদ্র্য দূরীকরণ ও ভারতীয় অর্থনীতিকে উজ্জীবিত করার ক্ষমতা রয়েছে NYAY-র ৷ যদিও এখন আমাদের কাছে 'মোদিনমিক্স' আছে ৷ যা অর্থনীতি ধ্বংস করছে আর দারিদ্র্য় বাড়াচ্ছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নোবেলজয়ীকে শুভেচ্ছা জানিয়েছেন টুইটে। তিনি লেখেন, ‘‘আজ প্রতিটি ভারতীয়র জন্য একটি বিশাল দিন।'' শুভেচ্ছা জানান বাম নেতা সীতারাম ইয়েচুরিও। নোবেলজয়ী কৈলাস সত্যার্থীও শুভেচ্ছা জানিয়েছেন তিন নোবেল প্রাপককে।

  • Congratulations to #AbhijitBanerjee on winning the Nobel Prize in Economics.

    Abhijit helped conceptualise NYAY that had the power to destroy poverty and boost the Indian economy.

    Instead we now have Modinomics, that’s destroying the economy and boosting poverty. https://t.co/joBYusVFKT

    — Rahul Gandhi (@RahulGandhi) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিজিতের নোবেল সম্মান প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "বাঙালির কাছে আজ আনন্দের দিন ৷ সৌরভ দেশের ক্রিকেট প্রশাসকের দায়িত্ব নিচ্ছে ৷ আবার একজন বাঙালি নোবেল পেলেন । আমার এবং দলের তরফে তাঁদের অভিনন্দন ।" শুভেচ্ছা জানান কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরিও ৷ বলেন, "বাঙালি সন্তান অভিজিৎ ৷ এবার অর্থনীতিতে নোবেল সম্মান পেয়ে আমাদের সকলকে গর্বিত করলেন । অভিজিৎকে অভিনন্দন ।"

1961 সালের 21 ফেব্রুয়ারি কলকাতায় জন্ম অভিজিতের ৷ সাউথ পয়েন্ট স্কুলে প্রাথমিক পড়াশোনার পর প্রেসিডেন্সি কলেজে ভরতি হন ৷ 1983 সালে সেখানে অর্থনীতিতে স্নাতক হন তিনি ৷ স্নাতকোত্তর পড়াশোনার জন্য চলে যান দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ৷ 1988 সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে Ph.D শেষ করেন ৷ তাঁর গবেষণার বিষয় ছিল - "এসেস ইন ইনফরমেশন ইকোনোমিক্স "।

কলকাতা, 14 অক্টোবর : অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটবার্তায় তিনি লেখেন, অর্থনীতিতে নোবেল প্রাপ্তির জন্য অভিজিৎ ব্যানার্জিকে অভিনন্দন ৷ দারিদ্র্য দূরীকরণে তার অবদান উল্লেখযোগ্য ৷ অর্থনীতিতে নোবেল পাওয়ার জন্য এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারকেও আমার শুভেচ্ছা ৷

  • Congratulations to Abhijit Banerjee on being conferred the 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel. He has made notable contributions in the field of poverty alleviation.

    — Narendra Modi (@narendramodi) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিজিৎ ব্যানার্জির বাড়িতে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ টুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, অর্থনীতিতে নোবেল সম্মান প্রাপ্তির জন্য অভিজিৎ ব্যানার্জিকে হার্দিক অভিনন্দন ৷ তিনি সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন ৷ আরও একজন বাঙালি দেশকে গৌরবান্বিত করলেন ৷ আমরা উচ্ছ্বসিত ৷

  • Hearty congratulations to Abhijit Banerjee, alumnus of South Point School & Presidency College Kolkata, for winning the Nobel Prize in Economics. Another Bengali has done the nation proud. We are overjoyed.

    জয় হিন্দ । জয় বাংলা ।

    — Mamata Banerjee (@MamataOfficial) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও পড়ুন : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্য নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ একইসঙ্গে অভিজিতের স্ত্রী এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমারও এই পুরস্কার পেয়েছেন ৷ অমর্ত্য সেনের পর অভিজিৎ দ্বিতীয় বাঙালি, যিনি অর্থনীতিতে নোবেল পেলেন ৷ নোবেল জয়ে এস্থার ডুফলো, মাইকেল ক্রেমার ও অভিজিৎ ব্যানার্জিকে শুভেচ্ছা জানালেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তিনি বলেন, অভিজিৎ ব্যানার্জির এই সাফল্য দেশকে গৌরবান্বিত করেছে ৷ অভিজিৎ এবং তাঁর সহপ্রাপকদের গবেষণামূলক দৃষ্টিভঙ্গি ভারত সহ সমগ্র বিশ্বে দারিদ্র্য দূরীকরণে সাহায্য করবে ৷ তাঁদের গবেষণা পদ্ধতি, দৃষ্টিভঙ্গি খুব সমকালীন ও দৃষ্টান্তমূলক ৷

শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটবার্তায় তিনি লেখেন, অর্থনীতিতে নোবেল জেতার জন্য অভিজিৎ ব্যানার্জিকে শুভেচ্ছা ৷ NYAY-র ভাবনাকে ত্বরান্বিত করতে সাহায্য করেছেন তিনি ৷ দারিদ্র্য দূরীকরণ ও ভারতীয় অর্থনীতিকে উজ্জীবিত করার ক্ষমতা রয়েছে NYAY-র ৷ যদিও এখন আমাদের কাছে 'মোদিনমিক্স' আছে ৷ যা অর্থনীতি ধ্বংস করছে আর দারিদ্র্য় বাড়াচ্ছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নোবেলজয়ীকে শুভেচ্ছা জানিয়েছেন টুইটে। তিনি লেখেন, ‘‘আজ প্রতিটি ভারতীয়র জন্য একটি বিশাল দিন।'' শুভেচ্ছা জানান বাম নেতা সীতারাম ইয়েচুরিও। নোবেলজয়ী কৈলাস সত্যার্থীও শুভেচ্ছা জানিয়েছেন তিন নোবেল প্রাপককে।

  • Congratulations to #AbhijitBanerjee on winning the Nobel Prize in Economics.

    Abhijit helped conceptualise NYAY that had the power to destroy poverty and boost the Indian economy.

    Instead we now have Modinomics, that’s destroying the economy and boosting poverty. https://t.co/joBYusVFKT

    — Rahul Gandhi (@RahulGandhi) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিজিতের নোবেল সম্মান প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "বাঙালির কাছে আজ আনন্দের দিন ৷ সৌরভ দেশের ক্রিকেট প্রশাসকের দায়িত্ব নিচ্ছে ৷ আবার একজন বাঙালি নোবেল পেলেন । আমার এবং দলের তরফে তাঁদের অভিনন্দন ।" শুভেচ্ছা জানান কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরিও ৷ বলেন, "বাঙালি সন্তান অভিজিৎ ৷ এবার অর্থনীতিতে নোবেল সম্মান পেয়ে আমাদের সকলকে গর্বিত করলেন । অভিজিৎকে অভিনন্দন ।"

1961 সালের 21 ফেব্রুয়ারি কলকাতায় জন্ম অভিজিতের ৷ সাউথ পয়েন্ট স্কুলে প্রাথমিক পড়াশোনার পর প্রেসিডেন্সি কলেজে ভরতি হন ৷ 1983 সালে সেখানে অর্থনীতিতে স্নাতক হন তিনি ৷ স্নাতকোত্তর পড়াশোনার জন্য চলে যান দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ৷ 1988 সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে Ph.D শেষ করেন ৷ তাঁর গবেষণার বিষয় ছিল - "এসেস ইন ইনফরমেশন ইকোনোমিক্স "।

New Delhi, Oct 14 (ANI): National Investigation Agency's (NIA) national conference of Chiefs of Anti-Terrorism Squad/ Special Task Force took place in Delhi's Vigyan Bhawan on October 14. While addressing the event, NIA IG Alok Mittal said, "Registered fresh case based on anti-India activities of 'Sikhs for Justice'. They are running a campaign on social media, and trying to radicalise Sikh youth. 5 arrested in UP's Shamli last year admitted they were radicalised through 'Referendum 2020' propaganda."

Last Updated : Oct 15, 2019, 12:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.