কলকাতা, 11 মে: আগামী তিন মাসের মধ্যে রাজ্য পুলিশের যাবতীয় নিয়োগ শেষ করতে হবে বলে কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ প্রয়োজনে সাতদিনের ট্রেনিং দিয়ে পুলিশে নিয়োগ করা হোক বলেও বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷
এদিন নবান্ন সভাঘরে উৎকর্ষ বাংলার অগ্রগতি পর্যালোচনা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ইতিমধ্য়েই এই প্রকল্প কর্মসংস্থান তৈরিতে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও রাজ্য প্রশংসিত হয়েছে ৷ এদিন সেই বৈঠক থেকেই নিয়োগ নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ কেন রাজ্যে পুলিশের নিয়োগ বন্ধ হয়ে রয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ এদিন মুখ্যমন্ত্রী বলান, "আগামী তিন মাসের মধ্যে পুলিশের যাবতীয় নিয়োগ শেষ করতে হবে ৷ আমি কিন্তু স্পষ্ট বলে দিলাম ৷ প্রয়োজনে সাত দিনের ট্রেনিং দিয়ে তাদের থানায় পাঠাও ৷ ফোর্স বাড়াও ৷"
শিক্ষক-সহ অন্যান্য নিয়োগে দুর্নীতি নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ এর মাঝেই গত জানুয়ারি মাসে পুলিশের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়েও উদ্বেগ দেখা যায় চাকরিপ্রার্থীদের ৷ এমনকী আন্দোলনে নামারও হুমকি দিয়েছিলেন পুলিশে চাকরিপ্রার্থীরা ৷ এর মাঝেই নিয়োগে গড়িমসি নিয়ে এদিন রীতিমতো আধিকারিকদের ধমক দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, অনেক আধিকারিকই আছেন যাঁরা কাজে ঢিলেমি করে ৷ ফাইল ফেলে রাখেন ৷ যার জেরে পরীক্ষার্থীরা বিপাকে পড়েন ৷ অনেকেই আশা করে থাকেন নিয়োগের জন্য ৷
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আগে আমরা ছ'মাসের পুলিশে ট্রেনিং দিতাম ৷ আমাদের এখানে কয়েক হাজার নিয়োগের জন্য পড়ে আছে ৷ কিন্তু যারা নিয়োগ দিচ্ছে তাদের একটা গা-ছাড়া মনোভাব দেখা যাচ্ছে ৷ তার যেন কিছু যায় আসে না ৷ কিন্তু যে ছেলে-মেয়েরা পরীক্ষা দিচ্ছে তারা তো আশায় থাকে ৷" এই বক্তব্যের পরই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে এই নিয়োগ সম্পূর্ণ করতে হবে ৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, আপাতত সাত দিনের ট্রেনিং দিয়ে নিয়োগ করা হোক ৷ অন্তত পুলিশে ফোর্স বাড়ুক ৷ পরে আবার 21 দিনের ট্রেনিং দেওয়া যাবে তাদের ৷
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম