ETV Bharat / state

Mamata Banerjee on Manipur Violence: মণিপুরের সঙ্গে কাশ্মীরের তুলনা মমতার, পালটা কালো পতাকা বিজেপির - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

মণিপুর নিয়ে বিধানসভায় বিজেপিকে রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কাশ্মীরের সঙ্গে তুলনা টেনে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, উত্তর-পূর্ব ভারতের রাজ্য-সহ মণিপুর জ্বলছে ৷

Mamata Banerjee on Manipur Violence
মণিপুরের সঙ্গে কাশ্মীরের তুলনা টানলেন মমতা
author img

By

Published : Jul 27, 2023, 5:45 PM IST

Updated : Jul 27, 2023, 6:36 PM IST

কলকাতা, 27 জুলাই: মণিপুর নিয়ে বিধানসভায় বিজেপিকে রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বৃহস্পতিবার বিধানসভায় জবাবি ভাষণে মণিপুরের সঙ্গ কাশ্মীরের তুলনা টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ তিনি স্পষ্টতই অভিযোগের সুরে জানান, মণিপুরে কোনও আইনের শাসন নেই ৷ সে রাজ্যে মা-বোনরা অত্যাচারিত হচ্ছেন বলেও অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' না বেটি জ্বালাও ! বেটি জ্বালিয়ে বেড়াচ্ছেন ৷ আপনাদের মুখে মা-বোনেদের কথা শোভা পায় না ৷"

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "মণিপুরে কী চলছে ? মণিপুরে মা-বোনেরা অত্যাচারিত ৷ সেখানে আইনের শাসন নেই ৷ আপনাদের মুখে বা বোনেদের কথা শোভা পায় না ৷ আগে নিজেদের ঘরের মা-বোনদের সম্মান করতে শিখুন ৷ তারপর অন্য কথা বলবেন ৷" মুখ্যমন্ত্রীর কথার মাঝেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের বিধায়করা ৷ একই সঙ্গে, কালো পতাকা নিয়েও প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷ যা দেখে পালটা বিজেপিকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, "কালো পতাকা মণিপুরের জন্য ৷ ধিক্কার, ধিক্কার মণিপুরের, বিজেপির সরকার ৷ সত্যি কথা শুনতে খুব তেতো লাগে ? কাশ্মীর তো আগেই শেষ করে দিয়েছেন ৷ মণিপুর জ্বলছে ৷ উত্তর-পূর্ব ভারতের রাজ্য জ্বলছে ৷ এরা গণতন্ত্র মানে না ৷"

বিধানসভার চলতি বাদল অধিবেশনে রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি ৷ যা গ্রহণ করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বৃহস্পতিবার এই মুলতুবি প্রস্তাবের উপর আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয় বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে ৷ সেই মতো এদিন আলোচনায় প্রথমে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রাজ্যের একাধিক ব্লকের নাম ধরে ধরে পঞ্চায়েত ভোটের হিংসার প্রসঙ্গে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানাতে দেখা যায় বিরোধী দলনেতাকে ৷ এরপরই জবাবি ভাষণ দিতে উঠে প্রথমে নন্দীগ্রাম প্রসঙ্গ এবং পরে মণিপুর নিয়ে পালটা বিজেপিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আরও পড়ুন: 'নন্দীগ্রামে 2 ঘণ্টা লাইট অফ করে দিয়ে হঠাৎ রেজাল্ট বদলে গেল...', বিধানসভায় খোঁচা মমতার

এদিন পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার মাঝেও মুখ্যমন্ত্রী জানান, 'ইন্ডিয়া'র সদস্যরা আগামী সপ্তাহে মণিপুরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যাবেন ৷ তিনি নিজেও মণিপুরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে চিঠি দিয়েছিলেন, কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি বলে জানান মমতা ৷ তবে বিজেপি এবং মণিপুরের বিরুদ্ধে 'ইন্ডিয়া' লড়বে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

কলকাতা, 27 জুলাই: মণিপুর নিয়ে বিধানসভায় বিজেপিকে রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বৃহস্পতিবার বিধানসভায় জবাবি ভাষণে মণিপুরের সঙ্গ কাশ্মীরের তুলনা টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ তিনি স্পষ্টতই অভিযোগের সুরে জানান, মণিপুরে কোনও আইনের শাসন নেই ৷ সে রাজ্যে মা-বোনরা অত্যাচারিত হচ্ছেন বলেও অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' না বেটি জ্বালাও ! বেটি জ্বালিয়ে বেড়াচ্ছেন ৷ আপনাদের মুখে মা-বোনেদের কথা শোভা পায় না ৷"

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "মণিপুরে কী চলছে ? মণিপুরে মা-বোনেরা অত্যাচারিত ৷ সেখানে আইনের শাসন নেই ৷ আপনাদের মুখে বা বোনেদের কথা শোভা পায় না ৷ আগে নিজেদের ঘরের মা-বোনদের সম্মান করতে শিখুন ৷ তারপর অন্য কথা বলবেন ৷" মুখ্যমন্ত্রীর কথার মাঝেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের বিধায়করা ৷ একই সঙ্গে, কালো পতাকা নিয়েও প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷ যা দেখে পালটা বিজেপিকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, "কালো পতাকা মণিপুরের জন্য ৷ ধিক্কার, ধিক্কার মণিপুরের, বিজেপির সরকার ৷ সত্যি কথা শুনতে খুব তেতো লাগে ? কাশ্মীর তো আগেই শেষ করে দিয়েছেন ৷ মণিপুর জ্বলছে ৷ উত্তর-পূর্ব ভারতের রাজ্য জ্বলছে ৷ এরা গণতন্ত্র মানে না ৷"

বিধানসভার চলতি বাদল অধিবেশনে রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি ৷ যা গ্রহণ করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বৃহস্পতিবার এই মুলতুবি প্রস্তাবের উপর আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয় বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে ৷ সেই মতো এদিন আলোচনায় প্রথমে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রাজ্যের একাধিক ব্লকের নাম ধরে ধরে পঞ্চায়েত ভোটের হিংসার প্রসঙ্গে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানাতে দেখা যায় বিরোধী দলনেতাকে ৷ এরপরই জবাবি ভাষণ দিতে উঠে প্রথমে নন্দীগ্রাম প্রসঙ্গ এবং পরে মণিপুর নিয়ে পালটা বিজেপিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আরও পড়ুন: 'নন্দীগ্রামে 2 ঘণ্টা লাইট অফ করে দিয়ে হঠাৎ রেজাল্ট বদলে গেল...', বিধানসভায় খোঁচা মমতার

এদিন পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার মাঝেও মুখ্যমন্ত্রী জানান, 'ইন্ডিয়া'র সদস্যরা আগামী সপ্তাহে মণিপুরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যাবেন ৷ তিনি নিজেও মণিপুরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে চিঠি দিয়েছিলেন, কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি বলে জানান মমতা ৷ তবে বিজেপি এবং মণিপুরের বিরুদ্ধে 'ইন্ডিয়া' লড়বে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Jul 27, 2023, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.