কলকাতা, 24 সেপ্টেম্বর: এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, স্পেন সফরের সময় পায়ে সামান্য চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাই পায়ের চোটের চিকিৎসা করাতেই রবিবার বিকেলে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । শনিবারই স্পেন ও দুবাই সফর সেড়ে কলকাতায় ফিরেছেন মমতা ৷ তারপর এদিন বিকেলেই তিনি যান এসএসকেএম হাসপাতালে ৷
হাসপাতালের প্রধান মনিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়ে বাঁ-হাঁটুতে ফের চোট পেয়েছেন । হাঁটু কিছুটা ফুলে আছে । আপাতত দশদিন তাঁকে বাড়িতেই বিশ্রাম নিতে হবে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে বাড়িতে গিয়ে দেখে আসবেন। 12 দিনের বিদেশ সফর শেষে শনিবার কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে জুলাই মাসে বাঁ পায়ে তাঁর অপারেশন হয়েছিল, নতুন করে চোটের কারণে সেই পায়েই আবার কিছু সমস্যা দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীর ৷ এর জেরে তাঁর পায়ে কিছুটা অস্বস্তি হচ্ছিল, সেকারণেই এদিন তিনি এসএসকেএম হাসপাতালে যান ৷
রবিবার কালীঘাটের বাড়ি থেকে সোজা এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। বিকাল চারটের পর আচকাই এসএসকেএম হাসপাতালে যান তিনি । প্রায় তিনঘন্টার উপর তিনি হাসপাতালে ছিলেন । তবে বিদেশ সফরে গিয়ে আবারও ওই চোট পান তিনি। রবিবার হাসপাতালের প্রধান মনিময় গঙ্গোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর এমআরআই করা হয়েছে। তার সঙ্গে আরও কিছু রক্তপরীক্ষা করা হয়েছে। তবে দশদিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।"
উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে জুন মাসে পায়ে ও কোমড়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ গত 27 জুন জলপাইগুড়ি থেকে হেলিকপ্টারে বাগডোগরা ফেরার পথে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ৷ সেই কারণে সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করতে হয় তাঁর হেলিকপ্টারের ৷ সেই সময় লাফিয়ে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে বেশকিছু দিন বাড়িতে চিকিৎসাধীন থাকার পর জুলাই মাসে তাঁর পায়ে ছোট একটি অপারেশনও হয় এসএসকেএমে ৷ তাঁর চিকিৎসা করার পর অবশেষে লিগামেন্টে জলও বের করা হয়। তারপর কিছুদিন তাঁকে হাসপাতালে বিশ্রামে থাকতে বললেও তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন: বিদেশ সফর ফলপ্রসূ, কলকাতা ফিরে জানালেন মুখ্যমন্ত্রী