ETV Bharat / state

Mamata Banerjee কালীঘাটে সিবিআই হানার আশঙ্কা, কর্মীদের পাশে থাকতে অনুরোধ মমতার - স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়

রবিবার প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁকে এদিন বলতে শোনা গিয়েছে, আগামিদিনে আমার বাড়িতেও সিবিআই যেতে পারে । তখন কী করবেন আপনারা (Mamata Banerjee Asks TMC Workers to Stand by Her) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Aug 14, 2022, 9:04 PM IST

Updated : Aug 14, 2022, 10:29 PM IST

কলকাতা, 14 অগস্ট: তাহলে কি গ্রেফতারের ভয় পাচ্ছেন মমতা ? মনে করছেন, কালীঘাটেও যেতে পারে সিবিআই ? তাহলে কেন এদিন মানুষকে বলছেন, আগামিদিনে আমার বাড়িতে সিবিআই গেলে কি করবেন আপনারা (Mamata Banerjee Asks TMC Workers to Stand by Her)! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার কি আন্দোলনের পথই বেছে নেবেন নেত্রী ?

আন্দোলনের নেত্রী হিসেবে পরিচিত তিনি। শাসক হিসাবে তাঁর জনপ্রিয়তা যতই থাক, একবাক্যে রাজনৈতিক বিশ্লেষকেরা তাঁর প্রতিবাদী সত্ত্বাকে স্বীকার করে নেন । এবার যখন তাঁর দলের একের পর এক নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করছে, তখন কি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনের নেত্রী কে আবার দেখা যাবে রাস্তায় ? অন্তত বেহালার ম্যান্টনে মমতার রবিবাসরীয় বক্তৃতায় সেই চেনা বিরোধী ঝাঁজই পাওয়া গেল । বিরোধীরা অবশ্য বলছে, তার পরতে পরতে ছিল ভয়ের ছোঁয়াও ।

আরও পড়ুন: পার্থর কেন্দ্রে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা

সাধারণ মানুষ থেকে দলীয় নেতা-কর্মীদের মমতার পরামর্শ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানায় ভয় না পেয়ে পথে নামুন । কাজের দিনে পাঁচটা থেকে ছ'টা । আর উইকেন্ডে তিনটে থেকে পাঁচটা । তাহলে এখন কি তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে আন্দোলনই হতে চলেছে তৃণমূল-কংগ্রেসের অস্ত্র ? এদিন মমতা বলেন, "কাল যদি তদন্তকারী সংস্থা আমার বাড়িতে যায়, আপনারা কি করবেন ? রাস্তায় নামবেন তো ? গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন তো ? আমারটা আমি একাই লড়ে নেব । কিন্তু আপনাদেরটা তো আপনাদেরই লড়ে নিতে হবে ।

আরও পড়ুন: সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি সৌগতর, পালটা দিলেন বামেরা

এছাড়াও তিনি এদিন কয়লা এবং গরুপাচারের জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দায়ী করেছেন ৷ অনুব্রত প্রসঙ্গে তাঁর বক্তব্য, গরু আসে উত্তরপ্রদেশ থেকে ৷ কেন সেখান থেকে গরু পাঠানো হয় বাংলায় ৷ অনেকবার বলা হয়েছে, বাংলার বর্ডারে গরু ঢুকতে দেওয়া যাবে না । এই দায়িত্ব বিএসএফের । তার প্রধান তো অমিত শাহ ৷

কয়লা-কাণ্ড নিয়ে এদিন নেত্রী বলেন, "কোল ইন্ডিয়া দেখাশোনা করে সিআইএসএফ ৷ তাহলে কেন আমি দোষী হব ৷ রোজ রোজ মৃত্যু ভয় আমরা পাই না। স্বাধীনতার পবিত্র দিবসের আগে বলছি দেশমাতৃকা আমাদের শক্তি দিক লড়াই করবার। আরও শক্তি চাই, যাতে মানুষকে স্বাধীন রাখতে পারি। দেশমাতৃকা দেশের সংহতি রক্ষা করুন, যাতে দেশের মানুষ ভালো থাকে।"

কলকাতা, 14 অগস্ট: তাহলে কি গ্রেফতারের ভয় পাচ্ছেন মমতা ? মনে করছেন, কালীঘাটেও যেতে পারে সিবিআই ? তাহলে কেন এদিন মানুষকে বলছেন, আগামিদিনে আমার বাড়িতে সিবিআই গেলে কি করবেন আপনারা (Mamata Banerjee Asks TMC Workers to Stand by Her)! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার কি আন্দোলনের পথই বেছে নেবেন নেত্রী ?

আন্দোলনের নেত্রী হিসেবে পরিচিত তিনি। শাসক হিসাবে তাঁর জনপ্রিয়তা যতই থাক, একবাক্যে রাজনৈতিক বিশ্লেষকেরা তাঁর প্রতিবাদী সত্ত্বাকে স্বীকার করে নেন । এবার যখন তাঁর দলের একের পর এক নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করছে, তখন কি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনের নেত্রী কে আবার দেখা যাবে রাস্তায় ? অন্তত বেহালার ম্যান্টনে মমতার রবিবাসরীয় বক্তৃতায় সেই চেনা বিরোধী ঝাঁজই পাওয়া গেল । বিরোধীরা অবশ্য বলছে, তার পরতে পরতে ছিল ভয়ের ছোঁয়াও ।

আরও পড়ুন: পার্থর কেন্দ্রে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা

সাধারণ মানুষ থেকে দলীয় নেতা-কর্মীদের মমতার পরামর্শ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানায় ভয় না পেয়ে পথে নামুন । কাজের দিনে পাঁচটা থেকে ছ'টা । আর উইকেন্ডে তিনটে থেকে পাঁচটা । তাহলে এখন কি তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে আন্দোলনই হতে চলেছে তৃণমূল-কংগ্রেসের অস্ত্র ? এদিন মমতা বলেন, "কাল যদি তদন্তকারী সংস্থা আমার বাড়িতে যায়, আপনারা কি করবেন ? রাস্তায় নামবেন তো ? গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন তো ? আমারটা আমি একাই লড়ে নেব । কিন্তু আপনাদেরটা তো আপনাদেরই লড়ে নিতে হবে ।

আরও পড়ুন: সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি সৌগতর, পালটা দিলেন বামেরা

এছাড়াও তিনি এদিন কয়লা এবং গরুপাচারের জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দায়ী করেছেন ৷ অনুব্রত প্রসঙ্গে তাঁর বক্তব্য, গরু আসে উত্তরপ্রদেশ থেকে ৷ কেন সেখান থেকে গরু পাঠানো হয় বাংলায় ৷ অনেকবার বলা হয়েছে, বাংলার বর্ডারে গরু ঢুকতে দেওয়া যাবে না । এই দায়িত্ব বিএসএফের । তার প্রধান তো অমিত শাহ ৷

কয়লা-কাণ্ড নিয়ে এদিন নেত্রী বলেন, "কোল ইন্ডিয়া দেখাশোনা করে সিআইএসএফ ৷ তাহলে কেন আমি দোষী হব ৷ রোজ রোজ মৃত্যু ভয় আমরা পাই না। স্বাধীনতার পবিত্র দিবসের আগে বলছি দেশমাতৃকা আমাদের শক্তি দিক লড়াই করবার। আরও শক্তি চাই, যাতে মানুষকে স্বাধীন রাখতে পারি। দেশমাতৃকা দেশের সংহতি রক্ষা করুন, যাতে দেশের মানুষ ভালো থাকে।"

Last Updated : Aug 14, 2022, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.