কলকাতা, 8 মে: কর্ণাটক নির্বাচনের আগে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজই ছিল কর্ণাটকে শেষ মুহূর্তের প্রচার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রাজ্যে গিয়ে প্রচারের জন্য আবেদন করেছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস সুপ্রিমো এম কুমারস্বামী । তবে নিজের ব্যস্ত শিডিউলের জন্য প্রচার অভিযানে যেতে পারেননি মমতা ৷ তবে শেষবেলায় সেই রাজ্যে বিজেপিকে হারানোর ডাক দিলেন তিনি ।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটকের ভোটারদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, "আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্টেবিলিটির জন্য ভোট দিন । উন্নয়নের লক্ষ্যে ভোট দিন । কিন্তু কোনওভাবেই বিজেপিকে ভোট দেবেন না । তারা সাংঘাতিক । অতএব তাদের ভোট নয় ।"
প্রসঙ্গত, আগামী বুধবার, 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন । দক্ষিণ ভারতে একমাত্র বিজেপি শাসিত রাজ্য হল এই কর্ণাটক । দক্ষিণের এই রাজ্যে ভোটের ঠিক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের গলাতে আরও একবার উঠে এল 'নো ভোট ফর বিজেপি'-র আবেদন । সাম্প্রতিক অতীতে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেছিলেন এম কুমারস্বামী । কর্ণাটকের নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী প্রচারের অংশ হওয়ার জন্য আবেদন করেছিলেন । যদিও সে সময় ভোট প্রচারে যাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন মমতা । তেমনটাই তৃণমূল সূত্রে খবর ।
তবে রাজ্যের নানা ব্যস্ততার কারণে ভোট প্রচারে সশরীরে যোগদান করা হয়ে ওঠেনি বাংলার মুখ্যমন্ত্রীর । তাই নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি বিরোধী হাওয়া তুলতে আবেদন জানালেন তিনি । ভুলে গেলে চলবে না, দক্ষিণ ভারতে একমাত্র এই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি । আর সেই কারণে বিরোধী ঐক্যের লক্ষ্যে এ বারের এই বিধানসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপিকে হারানো একটা বড় লড়াই হিসেবে দেখছে বিরোধীরা । যদি বাস্তবে এখানে বিজেপিকে হারানো সম্ভব হয়, তাহলে 2024 সালের আগে বিরোধীদের জন্য তা হবে একটা বড় সাফল্য । আর সেই কারণেই সেখানে নো ভোট টু বিজেপির আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: রাজ্যপালের 'চুপ করে বসে থাকব না'-র জবাব মমতার, তাহলে কি চাকরি খাবেন ?