কলকাতা, 3 মে : রাজ্যের সাংবাদিকদের করোনা যোদ্ধার আওতায় নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মানুষের পাশে দাঁড়ানোই এখন প্রধান কাজ । করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে । কালীঘাট থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রের কাছে আবেদন করেছি যাতে গোটা দেশে সার্বিক টিকাকরণের জন্য 30 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় । কিন্তু আমি যেটা জানতে পারছি, তাতে কেন্দ্র বেছে বেছে 2-3টি রাজ্যকে বেশি বেশি করে ভ্যাকসিন ও অক্সিজেন দেওয়া হচ্ছে ।"
আরও পড়ুন : "দলত্যাগীরা তৃণমূলে ফিরতে চাইলে স্বাগত", হ্যাট্রিকের পর মমতা
এর আগেও মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে । গতকালও বলেছিলেন, বিনামূল্যে ভ্যাকসিন না দেওয়া হলে আন্দোলনে নামবেন তিনি । গান্ধিমূর্তির সামনে আন্দোলনে বসার হুঁশিয়ারি দিয়েছিলেন । আজ ফের একবার সেই সুর শোনা গেল মমতার গলায় । রাজ্যবাসীকে করোনার কবল থেকে আগলে রাখার বার্তা দিলেন ।