কলকাতা, 29 সেপ্টেম্বর : প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ৷ শোনা যাচ্ছিল, ফাটল ধরেছে তাঁদের সম্পর্কে ৷ তাহলে কি 'পরীক্ষার' আগেই বিচ্ছেদের পথে এই হাই প্রোফাইল পার্টনারশিপ ? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল তৃণমূল কর্মীদের মধ্যেই ৷ দেবীপক্ষের সূচনাতেই সেই জল্পনাতে বেশ খানিকটা রাশ পড়ল ৷ মহালয়ার সন্ধ্যাতে পাশাপাশি বসে অনুষ্ঠান দেখলেন মমতা ও প্রশান্ত ৷ আলোচনাও করলেন দু'জনে ৷ আর তা দেখার পর কিছুটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তৃণমূল কর্মীরা ৷
লোকসভা ভোটে বিপর্যয়ের পর দলের কৌশল নির্ধারণের দায়িত্ব প্রশান্তের হাতে সঁপেছিলেন মমতা । দলের অভ্যন্তরীণ খুঁটিনাটি ও কোথায় গলদ ছিল তা জানতে একাধিক ঘরোয়া বৈঠক করেছিলেন প্রশান্ত । পরিস্থিতির কিছুটা আভাস পরই কাজ শুরু করে দেন তিনি ৷ রাতবিরেতে তাঁর টিমের ফোন যেত তৃণমূল বিধায়ক-নেতাদের কাছে ৷ আর টিম পিকের ফোনের ভয়ে তটস্থ থাকতেন তৃণমূল বিধায়ক-নেতারা ৷ ''দিদিকে বলো'' কর্মসূচি থেকে শুরু করে দলের একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং রণকৌশল প্রশান্তের মস্তিষ্কপ্রসূত বলেই ধারণা রাজনৈতিক মহলের ৷
এই সংক্রান্ত আরও খবর : তৃণমূল জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের
এপর্যন্ত সব ঠিকঠাকই চলছিল ৷ কিন্তু, সম্প্রতি তৃণমূল সুপ্রিমোর একাধিক সিদ্ধান্তে প্রশান্ত 'অখুশি' ছিলেন বলে গুঞ্জন শুরু হয় ৷ রাজনৈতিক মহলের বক্তব্য, NRC-র প্রতিবাদে সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মমতার মিছিলকে ঘিরেই সেই মতানৈক্যের সূত্রপাত ৷ পথের দু'পাশে ব্যারিকেড করার জন্য কলকাতা পৌরনিগম একদিনে 15 লাখ টাকা ব্যয় করেছিল । বিষয়টি কানে পৌঁছতেই ক্ষুব্ধ হন প্রশান্ত । এরপর থেকেই না কি দুজনের সম্পর্কে চিড় ধরে ৷ সূত্রের খবর, সেটাই বড় আকার ধরে যখন রাজ্যের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে পডু়য়া সংখ্যা কমে যাওয়ার কারণ মমতার থেকে জানতে চান প্রশান্ত ৷ বিষয়টি না কি ভালোভাবে নেননি তৃণমূল সুপ্রিমো । তারপর আরও বাড়ে শীতলতা ৷ দলের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি ও সংশয়ের আবহ ৷
এই সংক্রান্ত আরও খবর : প্রশান্ত কিশোরের সঙ্গে সম্পর্কে ফাটল মমতা বন্দ্যোপাধ্যায়ের?
সেই পরিস্থিতির মধ্যেই গতকাল নজরুল মঞ্চে পাশাপাশি বসে অনুষ্ঠান দেখেন মমতা ও প্রশান্ত ৷ বেশ কিছুক্ষণ আলোচনাও করেন তাঁরা ৷ কাছেই থাকা একজন বলেন, "তাঁদের পাশে এক নেতা বসেছিলেন ৷ তাঁর সঙ্গে কথা বলছিলেন প্রশান্ত ৷ পরে নিজের জায়গা ছেড়ে উঠে আসেন সেই নেতা ৷ মমতা ও প্রশান্তকে কিছু কথা বলেন ৷ এরপরই প্রশান্তের দিকে ঘুরে কিছু কথা বলেন মমতা ৷ কোনও বিষয় নিয়ে আলোচনাও করেন খানিকক্ষণ ৷ মমতার সামনেই সেই নেতাকে কিছু কথা বলেন প্রশান্ত ৷" আর এরপরই রাজনৈতিক মহলের জল্পনা, অবশেষে কি মমতা-প্রশান্তের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ?