ETV Bharat / state

Mamata advises Amit Shah: বাংলায় না এসে অমিত শাহকে মণিপুরে যাওয়ার পরামর্শ মমতার

অশান্ত মণিপুরে যাওয়ার জন্য নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি এই পরামর্শ ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে ৷

Mamata advises Amit Shah
Mamata advises Amit Shah
author img

By

Published : May 8, 2023, 4:38 PM IST

কলকাতা, 8 মে: আজ, সোমবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তার আগে অমিত শাহের উদ্দেশ্যে পরামর্শ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর পরামর্শ, বাংলায় না এসে এখন মণিপুরে যাওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেই সাংবাদিক বৈঠকেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এই পরামর্শ ছুঁড়ে দেন ৷ তবে তিনি একবারও অমিত শাহের নাম মুখে আনেননি ৷ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করেছেন ৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি অমিত শাহের বাংলায় আসার বিরোধী নন ৷ তিনি সব সময় এই রাজ্যে স্বাগত জানাতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ কিন্তু এখন তিনি মনে করেন যে শাহের মণিপুরে আগে যাওয়া উচিত ৷

প্রসঙ্গত, গত বুধবার থেকে মণিপুরে অশান্তি শুরু হয়েছে ৷ গত বৃহস্পতিবার সেখানে গোলমাল থামাতে শুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া রাজ্যপালের তরফে ৷ সেদিনই উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ নাম না করে বিজেপির উদ্দেশ্য়ে বার্তাও দিয়েছিলেন ৷ কর্ণাটকের ভোট নিয়ে ব্যস্ত না থেকে মণিপুরে নজর দেওয়া উচিত বলে মত প্রকাশ করেছিলেন ৷

সোমবার সেই একই কথাই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে ৷ তিনি আবারও বললেন, ‘‘নির্বাচন আসবে আর যাবে ৷ একটা জাতীয় দল যারা সরকারে আছে, তাদের অনেক নেতা ৷ বাংলায় না এসে তাই মণিপুরে আগে যাওয়া উচিত ৷ তবে বাংলায় আসার বিরোধী নই ৷ স্বাগত জানাচ্ছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘কাউকে ব্যক্তিগতভাবে বলতে চাই না ৷ রাজনীতির দৃষ্টভঙ্গি থেকে বলছি না ৷ মানবিকতার খতিরে বলছি, মানুষের প্রাণের থেকে নির্বাচন অতটা গুরুত্ব নয় ৷ যেভাবে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন ৷ গুলি চালানোর নির্দেশ দেওয়ার পর অনেকেই বের হতে পারছেন না ৷’’

মণিপুরের বর্তমান অবস্থা নিয়ে তিনি এ দিন আবারও উদ্বেগ প্রকাশ করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, এই পরিস্থিতি তিনি রাজনীতি চান না ৷ তবে বাংলার কথা উল্লেখ করে জানিয়েছেন যে এই রাজ্যে কিছু একটা ঘটলেই কেন্দ্রীয় দল পাঠিয়ে দেওয়া ৷ এমনকী, 144 ধারা জারি থাকলেও পরের দিন কেন্দ্রীয় দল চলে আসে ৷

আরও পড়ুন: মণিপুরে আটকে থাকা বাংলার 18 জন পড়ুয়াকে উদ্ধার, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 8 মে: আজ, সোমবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তার আগে অমিত শাহের উদ্দেশ্যে পরামর্শ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর পরামর্শ, বাংলায় না এসে এখন মণিপুরে যাওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেই সাংবাদিক বৈঠকেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এই পরামর্শ ছুঁড়ে দেন ৷ তবে তিনি একবারও অমিত শাহের নাম মুখে আনেননি ৷ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করেছেন ৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি অমিত শাহের বাংলায় আসার বিরোধী নন ৷ তিনি সব সময় এই রাজ্যে স্বাগত জানাতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ কিন্তু এখন তিনি মনে করেন যে শাহের মণিপুরে আগে যাওয়া উচিত ৷

প্রসঙ্গত, গত বুধবার থেকে মণিপুরে অশান্তি শুরু হয়েছে ৷ গত বৃহস্পতিবার সেখানে গোলমাল থামাতে শুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া রাজ্যপালের তরফে ৷ সেদিনই উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ নাম না করে বিজেপির উদ্দেশ্য়ে বার্তাও দিয়েছিলেন ৷ কর্ণাটকের ভোট নিয়ে ব্যস্ত না থেকে মণিপুরে নজর দেওয়া উচিত বলে মত প্রকাশ করেছিলেন ৷

সোমবার সেই একই কথাই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে ৷ তিনি আবারও বললেন, ‘‘নির্বাচন আসবে আর যাবে ৷ একটা জাতীয় দল যারা সরকারে আছে, তাদের অনেক নেতা ৷ বাংলায় না এসে তাই মণিপুরে আগে যাওয়া উচিত ৷ তবে বাংলায় আসার বিরোধী নই ৷ স্বাগত জানাচ্ছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘কাউকে ব্যক্তিগতভাবে বলতে চাই না ৷ রাজনীতির দৃষ্টভঙ্গি থেকে বলছি না ৷ মানবিকতার খতিরে বলছি, মানুষের প্রাণের থেকে নির্বাচন অতটা গুরুত্ব নয় ৷ যেভাবে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন ৷ গুলি চালানোর নির্দেশ দেওয়ার পর অনেকেই বের হতে পারছেন না ৷’’

মণিপুরের বর্তমান অবস্থা নিয়ে তিনি এ দিন আবারও উদ্বেগ প্রকাশ করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, এই পরিস্থিতি তিনি রাজনীতি চান না ৷ তবে বাংলার কথা উল্লেখ করে জানিয়েছেন যে এই রাজ্যে কিছু একটা ঘটলেই কেন্দ্রীয় দল পাঠিয়ে দেওয়া ৷ এমনকী, 144 ধারা জারি থাকলেও পরের দিন কেন্দ্রীয় দল চলে আসে ৷

আরও পড়ুন: মণিপুরে আটকে থাকা বাংলার 18 জন পড়ুয়াকে উদ্ধার, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.