কলকাতা, 9 মে : যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন । মমতা বন্দ্যোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারী । একাধারে তিনি রাজনৈতিক নেত্রী, অন্যদিকে তিনি লেখক, কবি, সুরকার, গীতিকার, চিত্রশিল্পী । প্রশাসন সামলানোর পাশাপাশি তাঁর নিরলস সাহিত্য চর্চার জন্য এবার বিশেষ সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata received Bangla Academy Award)। সোমবার রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্রসদনে বাংলা আকাদেমির তরফে এই বিশেষ সম্মান তাঁকে দেওয়া হল । একই দিনে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিজ্ঞানী বিকাশ সিংহ ও প্রাবন্ধিক ফ্রাঁস ভট্টাচার্য ।
আরও পড়ুন : Mamata on Nobel Theft : 'এখনও আমার দুঃখ হয়', নোবেল চুরি প্রসঙ্গে আক্ষেপ মমতার
এদিন রাজ্য সরকার আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন পরবর্তীতে নিরলস সাহিত্য সাধনার জন্য অন্যদেরও এই পুরস্কার দেওয়া হবে । তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর 'কবিতা বিতান' কাব্যগ্রন্থকে মাথায় রেখে এই বিশেষ পুরস্কার দেওয়া হল । মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই পুরস্কার গ্রহণ করেন ব্রাত্য বসু ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রীর হাত থেকে এদিন রবীন্দ্র পুরস্কার গ্রহণ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বিজ্ঞানী বিকাশ সিংহ । প্রাবন্ধিক ফ্রাঁস ভট্টাচার্যের তরফ থেকে তাঁর পরিবারের এক সদস্য এই পুরস্কার গ্রহণ করেছেন ।
একইভাবে এদিনের এই মঞ্চ থেকে সন্তোষ ট্রফিতে ভালো ফল করা বাংলা দলের ফুটবলারদের হাতেও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল । কিছুদিন আগে বাংলা দলের দুই ফুটবলার দিলীপ ওরাওঁ ও মনোতোষ চাকলাদারকে নিয়োগপত্র তুলে দেওয়া হল । সদ্যসমাপ্ত সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করার পর রাজ্য সরকারের তরফ থেকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । সে ক্ষেত্রে কথা রাখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।