ETV Bharat / state

Mamata Banerjee on Malda Incident: 'মালদার ঘটনা মেয়েদের মধ্যে মারামারি', বিধানসভায় অপরাধের পরিসংখ্যান দিলেন মমতা

author img

By

Published : Jul 27, 2023, 11:11 PM IST

Updated : Jul 28, 2023, 9:03 AM IST

জাতীয় রাজনীতি উত্তাল মনিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায়। একইভাবে বাংলাতেও দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে মালদায়। আর তা নিয়েই বৃহস্পতিবার বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ।

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

কলকাতা, 27 জুলাই: এই মুহূর্তে জাতীয় রাজনীতি উত্তাল মনিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায়। একইভাবে বাংলাতেও দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে মালদায়। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস যখন মণিপুর নিয়ে সরব হয়েছে ঠিক তার পালটা বিজেপি নেতৃত্ব মালদার ঘটনাকে সামনে নিয়ে এসে রাজ্য সরকারকে কোনঠাসা করার চেষ্টা করছে। এই অবস্থায় বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সেই অভিযোগের জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টভাষায় তিনি জানিয়ে দিলেন, মালদার ঘটনা মেয়েদের মধ্যে মারপিট। পাশাপাশি পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, মহিলাদের উপর অত্যাচার বা মহিলাদের সঙ্গে কোনও অপরাধ সংগঠিত হলে, সেই ঘটনায় পুলিশকে স্বাধীনভাবে কাজ করার ছুট দিয়েছেন তিনি। এক্ষেত্রে কোনওভাবেই হস্তক্ষেপ করা হয় না তার সরকারের তরফ থেকে, তাও বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মালদার প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে বলেন, "একটা ঘটনা ঘটেছিল মালদায়। সেটা চুরি করতে গিয়েছিল শুনেছি। এবং সেটা মেয়েরা লড়াই করেছে। তাও সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। কোচবিহারেও একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছে । এখনও কিছু অসামাজিক লোক তো আছে। সঙ্গে সঙ্গে সেখানেও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা আমাদের হাতে নেই, কিন্তু ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আমাদের হাতে রয়েছে। এবং আমি পুলিশকে সবসময় বলি মুক্তভাবে কাজ করুন। কারোও কথা শুনবেন না। এই ধরনের ঘটনা হলে একদম ফ্রিডম নিয়ে স্ট্রেট একশন নেবেন।"

প্রসঙ্গত, রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি চেয়েছিলেন বিরোধী দল বিজেপি। এদিন পরিসংখ্যান দিয়ে মমতা বন্দোপাধ্যায় বুঝিয়ে দিলেন নারী এবং শিশু সুরক্ষায় পশ্চিমবঙ্গের অবস্থা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই ভালো। এদিন রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিসংখ্যান তুলে ধরেছেন তাতে 2020 সালের ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুসারে রাজস্থানের নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 5 হাজার 310টি। উত্তরপ্রদেশে এই সংখ্যাটা 2 হাজার 769, মধ্যপ্রদেশে দুই হাজার 339, মহারাষ্ট্রে 2 হাজার 61, আর পশ্চিমবাংলায় তা 1 হাজার 128টি।

আরও পড়ুন: বাংলায় বিভাজন ছড়ানোই বিজেপির গোপন অ্যাজেন্ডা, বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, "এই ধরনের ঘটনা একটিও ঘটুক আমরা চাই না। তবে এখন কারও সঙ্গে কারও ঝগড়া হলেও পুলিশের কাছে চলে গিয়ে কেস দেয়। আর পুলিশ অনেক ক্ষেত্রে এই ধরনের এফআইআর হলে সেগুলিকে ক্লোজ করে না। তদন্তের পর যদি দেখা যায় ঘটনা সত্য নয় তাহলে সেগুলিকে ক্লোজ করে দেওয়া উচিত।" একইভাবে, শিশুদের উপর অত্যাচারের ঘটনার পরিসংখ্যানও এদিন বিধানসভায় তুলে ধরেন মমতা। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুসারে উত্তরপ্রদেশে 2020 সালে এই ধরনের ঘটনা ঘটেছে 6898টি, মহারাষ্ট্রে 5687টি, মধ্যপ্রদেশে 5648টি। বাংলাতেও হয়েছে, তার সংখ্যা 2657টি। অতএব নারী এবং শিশুদের অবস্থা এই রাজ্য গোটা দেশের মধ্যে খারাপ এমন কথা সত্যি নয় বলেই দাবি মুখ্যমন্ত্রীর।

কলকাতা, 27 জুলাই: এই মুহূর্তে জাতীয় রাজনীতি উত্তাল মনিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায়। একইভাবে বাংলাতেও দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে মালদায়। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস যখন মণিপুর নিয়ে সরব হয়েছে ঠিক তার পালটা বিজেপি নেতৃত্ব মালদার ঘটনাকে সামনে নিয়ে এসে রাজ্য সরকারকে কোনঠাসা করার চেষ্টা করছে। এই অবস্থায় বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সেই অভিযোগের জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টভাষায় তিনি জানিয়ে দিলেন, মালদার ঘটনা মেয়েদের মধ্যে মারপিট। পাশাপাশি পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, মহিলাদের উপর অত্যাচার বা মহিলাদের সঙ্গে কোনও অপরাধ সংগঠিত হলে, সেই ঘটনায় পুলিশকে স্বাধীনভাবে কাজ করার ছুট দিয়েছেন তিনি। এক্ষেত্রে কোনওভাবেই হস্তক্ষেপ করা হয় না তার সরকারের তরফ থেকে, তাও বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মালদার প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে বলেন, "একটা ঘটনা ঘটেছিল মালদায়। সেটা চুরি করতে গিয়েছিল শুনেছি। এবং সেটা মেয়েরা লড়াই করেছে। তাও সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। কোচবিহারেও একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছে । এখনও কিছু অসামাজিক লোক তো আছে। সঙ্গে সঙ্গে সেখানেও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা আমাদের হাতে নেই, কিন্তু ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আমাদের হাতে রয়েছে। এবং আমি পুলিশকে সবসময় বলি মুক্তভাবে কাজ করুন। কারোও কথা শুনবেন না। এই ধরনের ঘটনা হলে একদম ফ্রিডম নিয়ে স্ট্রেট একশন নেবেন।"

প্রসঙ্গত, রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি চেয়েছিলেন বিরোধী দল বিজেপি। এদিন পরিসংখ্যান দিয়ে মমতা বন্দোপাধ্যায় বুঝিয়ে দিলেন নারী এবং শিশু সুরক্ষায় পশ্চিমবঙ্গের অবস্থা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই ভালো। এদিন রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিসংখ্যান তুলে ধরেছেন তাতে 2020 সালের ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুসারে রাজস্থানের নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 5 হাজার 310টি। উত্তরপ্রদেশে এই সংখ্যাটা 2 হাজার 769, মধ্যপ্রদেশে দুই হাজার 339, মহারাষ্ট্রে 2 হাজার 61, আর পশ্চিমবাংলায় তা 1 হাজার 128টি।

আরও পড়ুন: বাংলায় বিভাজন ছড়ানোই বিজেপির গোপন অ্যাজেন্ডা, বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, "এই ধরনের ঘটনা একটিও ঘটুক আমরা চাই না। তবে এখন কারও সঙ্গে কারও ঝগড়া হলেও পুলিশের কাছে চলে গিয়ে কেস দেয়। আর পুলিশ অনেক ক্ষেত্রে এই ধরনের এফআইআর হলে সেগুলিকে ক্লোজ করে না। তদন্তের পর যদি দেখা যায় ঘটনা সত্য নয় তাহলে সেগুলিকে ক্লোজ করে দেওয়া উচিত।" একইভাবে, শিশুদের উপর অত্যাচারের ঘটনার পরিসংখ্যানও এদিন বিধানসভায় তুলে ধরেন মমতা। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুসারে উত্তরপ্রদেশে 2020 সালে এই ধরনের ঘটনা ঘটেছে 6898টি, মহারাষ্ট্রে 5687টি, মধ্যপ্রদেশে 5648টি। বাংলাতেও হয়েছে, তার সংখ্যা 2657টি। অতএব নারী এবং শিশুদের অবস্থা এই রাজ্য গোটা দেশের মধ্যে খারাপ এমন কথা সত্যি নয় বলেই দাবি মুখ্যমন্ত্রীর।

Last Updated : Jul 28, 2023, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.