কলকাতা, 1 নভেম্বর: ফের মশাবাহিত রোগে মৃত্যু হল শহরে । ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার এক মহিলার । রত্না খাঁড়া নামে 50 বছরের ওই মহিলার বাড়ি ট্যাংরা শীল লেনে ৷
20 অক্টোবর থেকে জ্বর নিয়ে শরৎ বোস রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । গতকাল তাঁর মৃত্যু হয় । রক্ত পরীক্ষায় তাঁর ভাইভ্যাক্স ম্যালেরিয়া ধরা পড়েছিল । কেন আপাত নিরীহ ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় মৃত্যুর ঘটনা ঘটল, তা জানতে চেয়েছে স্বাস্থ্য দফতর ।
মশাবাহিত অসুখ ম্যালেরিয়া মূলত দু'ধরনের । প্রথমটি তুলনায় নিরীহ - ভাইভ্যাক্স ম্যালেরিয়া । প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স পরজীবীর হামলায় এই ম্যালেরিয়ায় প্রাণসংশয়ের আশংকা কম । দ্বিতীয় প্রকারটি ফ্যালসিফেরাম ম্যালেরিয়া, যার নেপথ্যে থাকে প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম পরজীবী । এটি মস্তিষ্কে আঘাত হেনে পরিস্থিতি প্রায়ই প্রাণঘাতী করে তোলে । তবে এই ভাইভ্যাক্স ম্যালেরিয়াও এখন বেশ ভাবাচ্ছে চিকিৎসকদের ।
চিকিৎসক সুমন পোদ্দার বলেন, "আগে ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় কুইনাইন দিলেই কাজ হত, কিন্তু এখন তা হচ্ছে না ।" তবে প্রতিরোধ করার ক্ষমতা এখনও নিয়ন্ত্রণে বলেই জানান চিকিৎসক । তাঁর কথায়, "ভাইভ্যাক্স ম্যালেরিয়ার জার্ম মূলত লিভারে থেকে যায় । চিকিৎসার পরেও সেই জার্ম নষ্ট হয় না । তার ফলে পরবর্তীকালে নতুন করে আবার ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে ।"
আরও পড়ুন: নবান্নে বসছে অত্যাধুনিক মেশিন, হবে ম্যালেরিয়া-ডেঙ্গির পরীক্ষাও
তবে ভাইভ্যাক্স ম্যালেরিয়াতেও মানুষের মৃত্যু হয় বলে মত স্বাস্থ্যভবনের । স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, "ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় কিছু মৃত্যু ঘটে । কিন্তু ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় কী করে মৃত্যু হল তা জানতে চাওয়া হয়েছে । তবে যে কোনও নোটিফায়েড ডিজিজের ক্ষেত্রে তার কারণ জানতে চাওয়া হয় ।"
বর্ষাকালের শুরু থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে ডেঙ্গির প্রাদুর্ভাব বেড়ে যায় । তবে তার সঙ্গে রয়েছে ম্যালেরিয়ার প্রকোপ । ম্যালেরিয়ার উপসর্গ নিয়েও বহু মানুষ জ্বরে আক্রান্ত হন । পৌরসভা ও সরকারের তরফে ব্যাপক প্রচার করা হলেও রোগ পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি । যার ফলে বেশকয়েকজনের প্রাণও গিয়েছে । এ বার ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় মৃত্যুর ঘটনা ঘটায় স্বভাবতই উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর ।